
নামাজ পড়, নামাজ পড়, নামাজ পড়
ধনী, গরীব, ভিক্ষুক সব এক কাতারেরত।
নয় ভেদা ভেদ সকলে কোলাকুলি দাড়িয়ে জনে জনে
সবাই মানুষ, কেউ নয় রাজা, কেউ নয় পতি, সবাই প্রজা,
তুলে দু’হাত কান্দে সবে এক কাতারে বসে,
করি ফরিয়াদ গুনাহ কর মাপ হে রহমানুর রহিম।
সব ইবাদতের সেরা ইবাদত নামাজ
ধারণ কর বুকে ও অন্তরে মুসলমান,
নামাজ দেবে তোমায় মনে শান্তি, পরকালে বেহেস্ত
বে-নামাজে কাফির, নামাজে মুমিন হও মুসলমান।
জানতে অজান্তে দুনিয়াদারি পড়ে মনে যা পাপের শামিল,
নামাজে রত আমরা দয়ার কাংগাল, হে রহমানুর রহিম,
জানতে অজান্তে যত গুনাহ করেছি এজীবনে
তোমারি ক্ষমায় পাব দিশা হে রহমানুর রহিম।
তোমার পাওয়ার জন্য স্মরি সর্বদা
রাতে-বিরাতে স্বয়নে স্বপনে সদা,
আল্লাহ আল্লাহ আল্লাহর রসুল
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুল।
১২টি মন্তব্য
ছাইরাছ হেলাল
এই রমজানে এ প্রার্থনা আমাদের সবার।
মোঃ মজিবর রহমান
সৃষ্টিকর্তা সকলকে ভাল রাখুক আমিন।
মনির হোসেন মমি
আল্লাহ সবাইকে মাফ করুণ আমীন।কবিতা ভাল হয়েছে মজিবর ভাই।বানান টানান যা আছে দেখবেনে সম্পাদক ভাই।
মোঃ মজিবর রহমান
আপনিও ভাল থাকুন মনির ভাই।
জিসান শা ইকরাম
এই প্রার্থনা আমাদের সবার।
ভালো হয়েছে মজিবর ভাই।
শুভ কামনা।
মোঃ মজিবর রহমান
হ্যাঁ মহান স্রিস্টীকরতা সবাইকে ভাল থাকুক।
রাফি আরাফাত
আমরা সবাই যেন তার রহমতের ছায়ায় জায়গা পাই। ভালো লেগেছে ভাই
মোঃ মজিবর রহমান
মহান রব্বুল আলামিন সবাইকে তাঁর রহমতের ছায়ায় রাখুক ।
নিতাই বাবু
চমৎকার লিখেছেন শ্রদ্ধেয় মজিবর দাদা। এমন আরও চাই!
পবিত্র ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানালাম।
মোঃ মজিবর রহমান
হ্যাঁ দাদা আপনাকে এই মঞ্চে নিয়মইত চাই। আপনার লেখা পড়া ইচ্ছা থাকলেও পারিনা। কারণ আমি ফেসবুক বাদই দিয়েছি বলতে গেলে। তাই অনুরোধ থাক্ল এখানে যেন পাই।
বন্যা লিপি
প্রার্থনায় চেয়ে যাই শুধুই ক্ষমা। নামাজ, ইবাদাত ছাড়া কোনো গতি নাই। মহান আল্লাহ্ আমাদের সকলকে ক্ষমা করুন। আমিন।
মোঃ মজিবর রহমান
ঠিক তাই আপু। নামাজ ইবাদত ছাড়া গতি নাই।