
ক্রিং ক্রিং ক্রিং
আসসালামু ওয়ালাইকুম। কে বলছেন?
কে বলছি চিনতে পারছেন না?
ওহ আপনি! না মানে আমি নম্বরটা খেয়াল করিনি তো।
চোখ বন্ধ করে ফোন রিসিভ করেছেন? চাপা মারার হয় অন্য কোথাও গিয়ে মারেন, আমার কাছে নয়।
আরে আজীব তো। আমি আপনাকে চাপা মারতে যাবো কেনো? আপনার সাথে আমার তেমন সম্পর্ক নাকি?
সে আপনিই জানেন কেমন সম্পর্ক। তা কেমন আছেন আপনারা?
আপনারা মানে কারা কারা?
বলছি আপনার সমুদ্র কেমন আছে? ইদানিং তাকে নিয়ে নেকামী করতে দেখছি না যে!
হা হা হা হা সমুদ্র ভালো আছে বোধহয়। তা আপনি সমুদ্রকে নিয়ে এতো চিন্তিত কেনো?
না চিন্তিত নয়। এমনিই জানতে চেয়েছি এই আর কি। বোধহয় কেনো, আপনি জানেন না আপনার প্রাণের পাখি কেমন আছে? দেখলাম পাখিকে আবার উড়িয়ে দিচ্ছেন। ভালোই পারেন আপনারা।
আমার আর সমুদ্রের সাথে কথা হয় না।
কেনো এতো মাখামাখি সম্পর্ক, এতো দ্রুত শেষ হয়ে গেলো!
হা হা হা হা হা হা হা হা
হাসছেন যে!
তো কি করবো?
কি এমন হলো যে আর কথা হয় না?
কি হবে! এমনিই কথা হয় না
এই তার জন্য জীবন দেবেন, মরবেন এমনি কি সহমরণে যাবেন তা এতো প্রেম এখন কই গেলো?
ঐ আর কি! একটু ঝামেলা হয়েছে তাই সে আর কথা বলে না। আমিও আর নক করিনি।
সবাই তো আর আমি নই যে বার বার অপমান করলেও আবার ফিরে আসবে?
সবাই তুমি নয়
তুমি আমার সমুদ্র নও
আমার সমুদ্র আমাকে কখনো ছেড়ে যাবে না
যদি পুরো পৃথিবী ওর বিরুদ্ধে যায় তবুও না।
পৃথিবী ধ্বংস হলেও সে আমার হাত ছাড়বে না
আমার আর সমুদ্রের সাথে কথা হয় না বলে বেশ খুশি হয়েছেন মনে হচ্ছে!
আমি কেনো খুশি হবো, আমার খুশি হবার কি আছে?
না মনে হলো তো তাই।
সত্যিই আর কথা হয় না তাহলে! আপনি কেমন আছেন?
আমি কেমন আছি জানলে আপনি খুশি হবেন বলুন তো?
আমার খুশি হওয়া না হওয়াতে কি এসে যায় বলুন।
২৫টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
আমি অন্যকারো হলে
তোমার কেন জ্বলেরে বন্ধু তোমার কেন জ্বলে… 😜😜
প্রাক্তনেরা এমন ক্লাসলেস হয় কেন? অলটাইম জেলাস! 😀😀
সুরাইয়া পারভীন
হা হা হা হা আপু
আন্তরিক ধন্যবাদ জানবেন
নৃ মাসুদ রানা
আপনার প্রাণের পাখি কেমন আছে
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা
ঐ যা বলেছি
ভালো আছে বোধহয়
সুপর্ণা ফাল্গুনী
সম্পর্ক সময়ের প্রয়োজনে প্রকৃতির নিয়মে পরিবর্তনশীল। নতুন করে অন্য কারো সাথে সম্পর্ক তৈরি হয় প্রকৃতির অলিখিত নিয়মেই। ভালো লিখেছেন।
সুরাইয়া পারভীন
একদম সঠিক কথাই বলেছেন দিদি
আন্তরিক ধন্যবাদ জানবেন
সুপায়ন বড়ুয়া
কথোপকথন মন্দ না
জানাই বন্ধু শুভ কামনা।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
অনন্য অর্ণব
অতীত বড়ই যন্ত্রণাদায়ক।
সুরাইয়া পারভীন
হবে হয়তো
আন্তরিক ধন্যবাদ জানবেন
ছাইরাছ হেলাল
এখানে হিংসা জয়লাভ করেছে, জয় লাভ করেছে, নিরঙ্কুশ ভাবে।
সুরাইয়া পারভীন
একদম তাই
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ইঞ্জা
আহা বড়ই করুণ।
অসাধারণ লিখলেন আপু।
সুরাইয়া পারভীন
হা হা হা হা
কোথায় করুণ ভাইয়া?
আন্তরিক ধন্যবাদ জানবেন
ইঞ্জা
শুভেচ্ছা আপু
মনির হোসেন মমি
কথপোকথন বেশ ভাল লাগল।লেখাটি মনে হয় সিরিজ লেখা পূর্বের লিংকগুলো দিয়ে গেলে নতুন পাঠক এর শুরুটা ধরতে পারত। ভাল থাকবেন।
সুরাইয়া পারভীন
ভাইয়া এটা আলাদা লেখা
আন্তরিক ধন্যবাদ জানবেন
ফয়জুল মহী
আসলে স্মৃতি যেন রসগোল্লা। ভালো লাগে। তবুও চলতে হয় আমাদের কারণ জীবন তুমিই আপন।
সুরাইয়া পারভীন
সুন্দর বলেছেন
আন্তরিক ধন্যবাদ জানবেন
জিসান শা ইকরাম
প্রাক্তন হলে কি সম্মোধন পালটে যায়?
এ একটি ছ্যাচরা প্রাক্তন 🙂
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা হা,,,,,যায় বৈকি
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
সৈকত দে
স্বার্থের পৃথিবীতে পাশে কেউ থাকে না আজীবন। ভালো কেউ বাসে না চিরদিন ফুরিয়ে গেলে শেষ প্রয়োজন।
সুরাইয়া পারভীন
একদম সঠিক
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
রুমন আশরাফ
সুন্দর কথোপকথন। শুভ কামনা রইলো।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়