ক্রিং ক্রিং ক্রিং
আসসালামু ওয়ালাইকুম। কে বলছেন?

কে বলছি চিনতে পারছেন না?

ওহ আপনি! না মানে আমি নম্বরটা খেয়াল করিনি তো।
চোখ বন্ধ করে ফোন রিসিভ করেছেন? চাপা মারার হয় অন্য কোথাও গিয়ে মারেন, আমার কাছে নয়।

আরে আজীব তো। আমি আপনাকে চাপা মারতে যাবো কেনো? আপনার সাথে আমার তেমন সম্পর্ক নাকি?

সে আপনিই জানেন কেমন সম্পর্ক। তা কেমন আছেন আপনারা?
আপনারা মানে কারা কারা?

বলছি আপনার সমুদ্র কেমন আছে? ইদানিং তাকে নিয়ে নেকামী করতে দেখছি না যে!

হা হা হা হা সমুদ্র ভালো আছে বোধহয়। তা আপনি সমুদ্রকে নিয়ে এতো চিন্তিত কেনো?

না চিন্তিত নয়। এমনিই জানতে চেয়েছি এই আর কি। বোধহয় কেনো, আপনি জানেন না আপনার প্রাণের পাখি কেমন আছে? দেখলাম পাখিকে আবার উড়িয়ে দিচ্ছেন। ভালোই পারেন আপনারা।

আমার আর সমুদ্রের সাথে কথা হয় না।

কেনো এতো মাখামাখি সম্পর্ক, এতো দ্রুত শেষ হয়ে গেলো!

হা হা হা হা হা হা হা হা

হাসছেন যে!
তো কি করবো?
কি এমন হলো যে আর কথা হয় না?

কি হবে! এমনিই কথা হয় না

এই তার জন্য জীবন দেবেন, মরবেন এমনি কি সহমরণে যাবেন তা এতো প্রেম এখন কই গেলো?

ঐ আর কি! একটু ঝামেলা হয়েছে তাই সে আর কথা বলে না। আমিও আর নক করিনি।

সবাই তো আর আমি নই যে বার বার অপমান করলেও আবার ফিরে আসবে?
সবাই তুমি নয়
তুমি আমার সমুদ্র নও
আমার সমুদ্র আমাকে কখনো ছেড়ে যাবে না
যদি পুরো পৃথিবী ওর বিরুদ্ধে যায় তবুও না।
পৃথিবী ধ্বংস হলেও সে আমার হাত ছাড়বে না

আমার আর সমুদ্রের সাথে কথা হয় না বলে বেশ খুশি হয়েছেন মনে হচ্ছে!

আমি কেনো খুশি হবো, আমার খুশি হবার কি আছে?

না মনে হলো তো তাই।

সত্যিই আর কথা হয় না তাহলে! আপনি কেমন আছেন?

আমি কেমন আছি জানলে আপনি খুশি হবেন বলুন তো?
আমার খুশি হওয়া না হওয়াতে কি এসে যায় বলুন।

৫৫৮জন ৪১৯জন

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ