প্রতীক্ষ্যমাণা

নীলাঞ্জনা নীলা ১৭ জুলাই ২০১৬, রবিবার, ০৯:৩১:১৯পূর্বাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ৪৮ মন্তব্য
প্রতীক্ষ্যমাণা...
প্রতীক্ষ্যমাণা…

কি হয় যদি এক ঘর নি:স্তব্ধতা স্থবির হয়ে পড়ে থাকে ঘরেরই কোণে,
কিংবা জানালার বাইরের একটুকরো আকাশের গায়ে?
নি:শ্বাসে যদি নি:শ্বাস না ছোঁয়,
গ্রীষ্মের সবুজে ফুঁটে ওঠা ফুল থেকে সুঘ্রাণ না নেয়া যায়, কিইবা হয়?
চোখের মধ্যে বৃত্তাকার একটি জীবনের সাথে একঘেঁয়ে মুহূর্তগুলি যোগ হয়ে চলৎশক্তিহীন আজ।
কারো কোনো ক্ষতি হয়নি তো!
তাহলে আর কি!!
চলুক না এমন করেই, এভাবেই—
এমন একদিনের প্রতীক্ষায় থাকা হোক,
যেদিন ঘাড়ের উপর নি:শ্বাস ফেলে কেউ বলবে, “এই মেয়ে চলো।”

হ্যামিল্টন, কানাডা
১৩ জুলাই, ২০১৬ ইং।

৪৭৩জন ৪৭৩জন
0 Shares

৪৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ