প্রতিজ্ঞা

ফজলে রাব্বী সোয়েব ১ জানুয়ারি ২০২০, বুধবার, ০১:৫১:১৪পূর্বাহ্ন কবিতা ১২ মন্তব্য

সূর্য উঠবে আজ নতুন বছরের।
হতাশার গল্পগুলো পড়ে থাকবে পেছনে।
আশার আলো নিয়ে আসবে প্রথম প্রহর
পশুত্বগুলো যাক না হারিয়ে চিরতরে।
হিংসাগুলো যাক না মুছে নতুন ভোরে।
একতার বাণী শোনাতে আজ ডাক পড়বে
আবারও নতুন করে,
বিভেদ ভুলে এক সঙ্গে সবাই করব কুয়াশায় স্নান।
কণ্টকাকীর্ণ পথ পেরুবো সবাই আমরা,
অজেয়কে জয় করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে,
ছুটে চলব ক্লান্তিহীনভাবে।
ভালবাসার নড়বড়ে দড়িটা শক্ত করার চেষ্টা
চলুক প্রবল পরাক্রমে,
অসাধ্যকে সাধনের চেষ্টা চলুক সর্বাত্মকভাবে।
হীনমন্যতাকে লাথি দিয়ে দূরে সরিয়ে
চলোনা সবাই জয়গান করি মানবতার।
ক্রোধকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলোনা
চেষ্টা করি সবাইকে কাছে টানার।

নতুন বছরে বাসনা আমার,
অমানুষ থেকে একটু যেন মানুষ হই।

৫৪৮জন ৪৮১জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ