
নতুন সূর্য এসেছে তোমার আঙিনায়,
তুমি তাকে বরণ করো;
নতুন সকাল তোমায় যোজন যোজন আলোকবর্ষে বেঁধেছে,
তোমার গন্তব্যে সেই পথে হেঁটে যাও;
উর্বরা রোহিনী তোমার বক্ষ-ভূমে
নৈঃশব্দ্যের নৈবেদ্য ছড়ায়;
জ্বাজল্যমান আলোকজলের ধারা-
আপোষহীন আলিঙ্গনে ছুঁয়ে যাও।
নবদিগন্তের মেলবন্ধনে ইন্দ্রধনু হেসেছে রঙের হোলিতে;
সপ্তবর্ণে সোনার অঙ্গ প্রেমাস্পর্শে মেখে নাও।
মৃত্তিকার রূপ-রস-গন্ধে নবান্নের আহ্বান;
সোনার ফসলে উপোস-রহিত করো।
কুমারীত্বের নব বর্ষণধারায়;
বিবর্ণ-বিবস্ত্র হাহাকারের বিসর্জন দাও।
২৬টি মন্তব্য
সুরাইয়া পারভীন
প্রথম হাজিরা দিলাম
পরে মন্তব্য করছি
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু প্রথম হবার জন্য।
সুরাইয়া পারভীন
প্রকৃতির আর নৈবেদ্য উজার করে দিয়েছে/দিচ্ছে
তা প্রাণভরে উপভোগ করে মনকে কুটিলতা মুক্ত করার সময় এসেছে। প্রকৃতির মতো স্বচ্ছ সুন্দর সতেজ নিষ্কলঙ্ক করার সময় হয়েছে। এই তো সুযোগ নিজে শুদ্ধ করে নেবার।
নব আহ্বানে কুমারী হয়ে উঠুক প্রেয়সী/প্রেমময়ী নারী
পূর্ণতা পাক তার সমস্ত মনোবাসনা/মনোষ্কামনা
চমৎকার লিখেছেন দিদি
সুপর্ণা ফাল্গুনী
অসাধারণ সুন্দর একটি মন্তব্য এর জন্য ধন্যবাদ আপু । শুভ কামনা রইলো
ছাইরাছ হেলাল
বর্ষণধারায় প্রকৃতি পেয়েছে নৈবদ্য,
ফসলের মাঠে মাঠে হবে নবান্নের উৎসব নব নব সাজে।
দারুন অনুভুতি তুলে এনেছেন।
সুপর্ণা ফাল্গুনী
ভালো লেগেছে জেনে খুশি হলাম । ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
প্রদীপ চক্রবর্তী
দারুণ কাব্যকথন দিদি।
মুগ্ধতা একরাশ।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা আপনাকে । শুভ কামনা রইলো সবসময়ের জন্য
কামাল উদ্দিন
নতুনকে বরণ করে সামনে এগিয়ে চলার প্রত্যয়েই থাকে জীবনের জয়গান, ভালোলাগা জানিয়ে গেলাম আপু।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা আপনার জন্য
কামাল উদ্দিন
শুভ রাত্রী আপু
সুপর্ণা ফাল্গুনী
শুভ রাত্রি
রুমন আশরাফ
চমৎকার লিখেছেন। শুভকামনা রইল।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো লাগলো মন্তব্য পেয়ে। শুভ কামনা রইলো
জিসান শা ইকরাম
প্রকৃতির নৈবেদ্য একটু বেশিই ভালো হয়েছে।
শুভ কামনা ছোটদি।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা ভাই। সত্যিই ভালো হয়েছে? অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
ফয়জুল মহী
অসামান্য ভাবনায় নান্দনিক লেখনী ।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
সাবিনা ইয়াসমিন
প্রকৃতি তার নিজের সবটাই ফিরে পেয়েছে, তারই আনন্দ খুশির বহিঃপ্রকাশ ঘটছে তার উজাড় করা রূপ-মাধুর্যে। আপনিও সুন্দর করে তুলে ধরেছেন প্রকৃতির নৈবেদ্য 🙂
ভালো লাগলো পড়ে,
শুভ কামনা রইলো 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সুন্দর মন্তব্যে ভালো লাগা রইল। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
সুপায়ন বড়ুয়া
“নতুন সূর্য এসেছে তোমার আঙিনায়,
তুমি তাকে বরণ করো;”
নতুন সূর্যের অপক্ষায় আছি
বরন করবো বলে।
প্রকৃতির নৈবদ্য ভালো লেগেছে।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
তৌহিদ
বন্দি জীবনে নাভিশ্বাস উঠেছে। মনে হচ্ছে সব ছেড়েছুড়ে চলে যাই দূরে। প্রকৃতির সেজে ওঠার গল্প চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন লেখায়।
শুভকামনা রইলো দিদিভাই।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। সত্যিই বন্দীদশা আর ভালো লাগছে না। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো 🙂😍
হালিম নজরুল
নবদিগন্তের মেলবন্ধনে ইন্দ্রধনু হেসেছে রঙের হোলিতে;
সপ্তবর্ণে সোনার অঙ্গ প্রেমাস্পর্শে মেখে নাও।
—————-চমৎকার
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। অবিরাম ভালোবাসা ও কৃতজ্ঞতা রইলো। শুভ কামনা