আবার শুরু হচ্ছে পরাজিত সন্ধ্যা,
রাজপথে একমনে পেছনের স্মৃতিচিহ্ন
চাটে ধর্ষিত কুকুর।
ডানা মেলছে আমন্ত্রিত কোথাও শকুন।
এক প্রান্তে ধর্মের খুপরিতে চলুক গোপন
অভিসার,
অন্য প্রান্তে প্রকাশ্য নিলামে উলঙ্গ
নাচুক ইতিহাসের হৃৎপিণ্ড ।
কড়া ঝালে গণতন্ত্রের সালাদ
দিয়ে আমরা বসাব বুদ্ধিজীবী আসর।
বেয়াল্লিশ বছর ব্যাপী কথা না রাখার
দোহাই তখন সবার কলমে,
মুচকি হেসে কেউ কেউ বলে – গণতন্ত্র নিপাত যাও।
অথচ আমাদের এক হাতে টাকিলার
গ্লাস,
অন্য হাত চঞ্চল ওই বেয়াল্লিশ সাইজ
কোন এক দোপাট্টার নিচে।
অক্টোবর ২০১৩ ইং, দুবাই
১৩টি মন্তব্য
শুন্য শুন্যালয়
হুম এভাবেই চলছে, চলবে। যে কলমে প্রতিবাদ হতো, আজ সে কলমও কবিতাতেই শান্তি খোঁজে। সুন্দর।
আবু জাঈদ
হুম 🙁
মেহেরী তাজ
” বেয়াল্লিশ” টা “চুরাশি” হবে তবু বুঝি কেউ কথা রাখবে না।
ভালো হয়েছে।
আবু জাঈদ
🙁
অলিভার
যারা দেখার তারা হয় চোখ বন্ধকরে আছে নয়তো ভিন্ন কিছু দেখছে। যারা বলার তারা হয়তো চুপটি মেরে আছে নয়তো ভিন্ন কিছু বলছে। যারা ভাবার তারা হয়তো ভাবনার ইতি টেনেছে নয়তো ভিন্ন কিছু ভাবছে। আর করবেই না কেন? টাকিলার গ্লাসটা যাদের কাছ থেকে পাচ্ছে তাদের তো ছাড় দিতেই হবে এইভাবে।
এই নিয়ে দেখার, বলার, ভাববার কারোই যেন সময় নেই। আর আমরা! আমরা শুধুই দেখছি, আফসোস করছি, পরিবর্তন করতে গিয়ে কেউ কেউ আবার নির্যাতিত হচ্ছি। এইভাবেই চলছে, জানিনা কতদিন চলবে….
আবু জাঈদ
একদিন থামবে
জিসান শা ইকরাম
সুন্দর হইছে।
আবু জাঈদ
ধন্যবাদ
ঘুমন্ত আমি
একদিন কথা অবশ্যই রাখবে। রাখতে তাদের হবেই কিন্তু কবে রাখবে সেটাই বড় প্রশ্ন!
আবু জাঈদ
খুব শিঘ্রী
মোঃ মজিবর রহমান
হুম জাঈদ ভাই।
এভাভেই চলছে।
সুন্দর।
আবু জাঈদ
ধন্যবাদ ভাই
ব্লগার সজীব
সবই প্রহসন। মুখোশ।