প্যাগোডা

পাগলা জাঈদ ৩০ অক্টোবর ২০১৪, বৃহস্পতিবার, ১০:৪৩:৪২অপরাহ্ন সাহিত্য ১৩ মন্তব্য

আবার শুরু হচ্ছে পরাজিত সন্ধ্যা,
রাজপথে একমনে পেছনের স্মৃতিচিহ্ন
চাটে ধর্ষিত কুকুর।
ডানা মেলছে আমন্ত্রিত কোথাও শকুন।

এক প্রান্তে ধর্মের খুপরিতে চলুক গোপন
অভিসার,
অন্য প্রান্তে প্রকাশ্য নিলামে উলঙ্গ
নাচুক ইতিহাসের হৃৎপিণ্ড ।

কড়া ঝালে গণতন্ত্রের সালাদ
দিয়ে আমরা বসাব বুদ্ধিজীবী আসর।

বেয়াল্লিশ বছর ব্যাপী কথা না রাখার
দোহাই তখন সবার কলমে,
মুচকি হেসে কেউ কেউ বলে – গণতন্ত্র নিপাত যাও।

অথচ আমাদের এক হাতে টাকিলার
গ্লাস,
অন্য হাত চঞ্চল ওই বেয়াল্লিশ সাইজ
কোন এক দোপাট্টার নিচে।

অক্টোবর ২০১৩ ইং, দুবাই

৫১৭জন ৫১৭জন
0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ