পেয়ে ধন হারানু

মোঃ মজিবর রহমান ১৭ ফেব্রুয়ারি ২০১৬, বুধবার, ১০:৫৪:২৯পূর্বাহ্ন বিবিধ ২১ মন্তব্য

ছিলাম চাতক চাহনীতে
হয়ত পাব তাঁহার দেখা
যেনো  অপেক্ষা
আসবে কখন কবে?
আসি লক্ষন অভাবনীয়ভাবে
সময় জুটিল আবার না।

প্রানের মেলা
খুলল দুয়ার।

সময় জুটল
সময় খাইল
গাড়ী সারি রইল
অন্তর্বেদনা জ্বলল
মর্মজ্বালা মনে রইল
হৃদয় বাসনা হৃদয়ে রইল
তৃষ্ণা চিত্তে স্থির রইল।

ক্ষম ক্ষম ক্ষম
মান্যবর শ্রদ্ধেয়।

 

 

৪৬৭জন ৪৬৭জন

২১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ