ছিলাম চাতক চাহনীতে
হয়ত পাব তাঁহার দেখা
যেনো অপেক্ষা
আসবে কখন কবে?
আসি লক্ষন অভাবনীয়ভাবে
সময় জুটিল আবার না।
প্রানের মেলা
খুলল দুয়ার।
সময় জুটল
সময় খাইল
গাড়ী সারি রইল
অন্তর্বেদনা জ্বলল
মর্মজ্বালা মনে রইল
হৃদয় বাসনা হৃদয়ে রইল
তৃষ্ণা চিত্তে স্থির রইল।
ক্ষম ক্ষম ক্ষম
মান্যবর শ্রদ্ধেয়।
২১টি মন্তব্য
খসড়া
কবিতাটি ছিমছাম।
মোঃ মজিবর রহমান
কোনো রকম
পড়ার জন্য ধন্যবাদ।
ড্রথি চৌধুরী
বাহ বেশবলেছেন তো 🙂
মোঃ মজিবর রহমান
ধন্যবাদ আপনাকে
শুভেচ্ছা অবিরত।
নাসির সারওয়ার
“হৃদয় বাসনা হৃদয়ে রইল”
খুবই বুদ্ধিমানের কাজ। হৃদয়ের কথা কাউকে বলতে নাই।
মনে হচ্ছে ভালো কিছুই মিস করেছেন!
শুভকামনা।
মোঃ মজিবর রহমান
না করলে কি ক্ষত হতরে ভাই।
দগ্ধ।
অনিকেত নন্দিনী
কিছুই কইলাম না। 🙁
মোঃ মজিবর রহমান
কিছুই নাই যে
সব শেষ।
অপার্থিব
অণু কবিতা এখন তেমন একটা দেখা যায় না। ভাল লেগেছে কবিতা।
মোঃ মজিবর রহমান
ধন্যবাদ আপনাকে।
পড়ার জন্য।
জিসান শা ইকরাম
পেয়েই ধন খুইয়ে বসে অনেক
কি আর করার !!
মোঃ মজিবর রহমান
কাটা গায়ে নুনের ছিটা
কান্দা ফেল্লমু।
জিসান শা ইকরাম
কাল কি আপনার অফিস বন্ধ ?
ইলিয়াস মাসুদ
নাসির ভাইয়ের মত আমারো একই কথা মনের কথা মনে থাক গোপনে……. সব কিছু পাইতে নেই ভাই…
কবিতা দারুণ লাগলো….
মোঃ মজিবর রহমান
থাক হৃদয়ে স্বরিব
ক্ষন ক্ষন
নাসির সারওয়ার
“সব কিছু পাইতে নেই” – ভালো বলেছেন @ ইলিয়াস মাসুদ
ছাইরাছ হেলাল
হারানোর কিছু নেই। চিত্ত স্থির করুন,
আমি ও আপনার মতই হৃদয়ের কথা বলিতে ব্যকুল।
মোঃ মজিবর রহমান
শুনিতে রাজী
কবে আসবে।
অরুনি মায়া
হৃদয়ের কথা কেউ না শুধাইলেও চিৎকার দিয়ে বাতাসে ছড়িয়ে দিন | হালকা হয়ে যাবেন |
মোঃ মজিবর রহমান
যাক পরামরশ পাইলাম
দন্যবাদ আপনাকে।
নীলাঞ্জনা নীলা
মজিবর ভাইয়া হৃদয়ের কথা সাবধান কাউকে বলবেন না। তাহলেই বিপদ।