“পাবে তুমি”
না বললেও পাবে তুমি
ভালবাসার উপহার
লাল গোলাপের লক্ষ তোড়া।
না বললেও তোমায় নিয়
ঘুরতে যাব টিএসসি কিংবা চন্দিমায়,
না বললেও দেব তোমায়
ভাল বাসার দামি উপহার,
ভালবাসা দিবসে বা প্রতিদিন।
আলাদা দিবস না চাও
প্রতিদিনই তো
তোমার জন্য আমার ভালবাসা দিবস।
এমনিই বলব প্রতিদিন প্রতি ক্ষণ
কানে কানে প্রাণে প্রাণে
ভালবাসি ভালবাসি
ভীষণ ভীষণ।
গোলাম মাওলা, বাসাবো, ঢাকা
৭টি মন্তব্য
আমার স্বপ্ন ও মনের কথা
বাহ ভাইয়া
তাকে এতটাই ভালবাসেন
তিনি তো শুনলে ধন্য হয়ে যাবেন। 🙂
জিসান শা ইকরাম
ভালাবাসা হোক প্রতিদিনের জন্য —
প্রতি মুহূর্তের জন্য —
ভালো লিখেছেন ।
লীলাবতী
মাওলা ভাইয়া , কি ব্যাপার ? এত ভালোবাসা কার জন্য ? জাতি জানতে চায় :p
খসড়া
প্রতি ক্ষনে কানে কানে বলেন সমস্যা নাই কিন্তু প্রাণে প্রাণে বললে তো সমস্যা। এত প্রাণ আক্রমন করলে আপনার প্রাণটা থাকবে তো 🙁
প্রিন্স মাহমুদ
চমৎকার
নীহারিকা
ইস!!! না বলতেই এত কিছু পাওয়া??? স্বপনের মত 🙂
জি.মাওলা
নারে ভাই এমন কেউ নেই………। সব্বাইকে ধন্যবাদ…।।
আমার কবিতা লিখার জেদ চাপে এই কিছুদিন আগে। আমি তখন লিখতাম এসএমএস কাব্য।
এই নিয়ে এক কবি আমাকে বাজে মন্তব্য করার পর হতে রাগে …… কবিতা লিখা।
জানিনা কেমন হয়।
আপনারাই বলতে পারবেন কেম হয়?
আমার সব কবিতা নিয়েএকটা অনলাইন সংকলন আসছে অচিরেই। ওখানে আমার সব কবিতা পড়তে পারবেন আপনারা …।