পাগলার ভুল

রিতু জাহান ২৭ মার্চ ২০১৬, রবিবার, ১০:০২:১৯পূর্বাহ্ন একান্ত অনুভূতি, রম্য ৩৯ মন্তব্য

stock-photo-crazy-housewife-with-kitchen-tools-183088169
কয়েকমাস যাবত মৌনতার বেশ জ্বর জ্বর ভাব থাকে। তো তার স্বামীর ইচ্ছা হল বৌটার চিকিৎসা করায় ।আহারে! বৌটা তার, সংসার তো আর চলে না!

তো যথারীতি মৌনতার স্বামী বেচারা সময়ই পায় না, তবুও এক জুনিয়ার অফিসারকে দিয়ে পাবনাতে এক মেডিসিন ডাক্তারের সিরিয়াল নেওয়া হল। পাবনা থানাপাড়া এলাকাতে। রাতে মৌনতা তার দুই বাচ্চা আর স্বামীটাকে নিয়ে পৌঁছালো ডাক্তারের চেম্বারে। চেম্বারের সামনে সিরিয়ালের অপেক্ষায় অন্য রুগি, রুগির আত্নীয়দের সাথে মৌনতার পুরো পরিবার বসে অপেক্ষা করছে।

মৌনতার যেহেতু মাইগ্রেনের ব্যাথা, গায়ে জ্বর তাই সে মাথায় হাত দিয়ে চুপ করে বসে আছে। কিন্তু সে খেয়াল করল,এ ক লোক খুব জোরে জোরে পা নাড়াচ্ছে, এক মহিলা খুব জোরে জোরে কথা বলছে, এক মহিলা শুধুই হাসছে। মৌনতা ভাবছে ব্যাপার কি ? এরা এমন কেন ?

তখন এক মহিলা সে এক রুগির সাথে এসেছে, মৌনতাকে জিজ্ঞেস করছে কে রুগি?

মৌনতা বলল,”আমি রুগি”

মহিলা কিছুক্ষন মৌনতার দিকে খুবই মায়া নিয়ে আফসোস করতে লাগল। বার বার বলছে, ইশ ইশ ইশ, আহারে!

সে মৌনতাকে আর কোনো প্রশ্ন না করে, পাশে বসা তার স্বামীকে জিজ্ঞেস করছে, কি হয়েছে উনার ?

জুলি বলল, “ওর মাথায় সমস্যা”। ব্যাস সোনায় সোহাগা। মহিলার অংক কষতে আর দেরি হল না।

এবার সরাসরি জোরে বলেই ফেলল, “আহারে এতো সুন্দর দুইটা ছেলে, মহিলাটা কি সুন্দর, কি সুন্দর স্বামী, অথচ মহিলাটা পাগল!

সে জুলিকে জিজ্ঞেস করেই ফেলল, “কবে থেকে এমন সমস্যা?

এবার আমি মানে মৌনতাতো সবই বুঝে ফেললো, ঘটনা কি, সে কোন ডাক্তারের চেম্বারে এসেছে। উঠে সে ডাক্তারের আদ্যপান্ত জানতে ডাক্তারের টাইটেল দেখতে লাগল। এবার মৌনতার সত্যি পাগল হবার পালা, জোরে বলল, ওরে জুলি শালা তোর আশা কোনদিন পূরণ হবে না, পাগল হয়ে তোমার ঘাড়ই আগে মটকাব।

স্যরি এই কথাটি বলা হয়নি, কিন্তু আর যা বলা হইছিল তাতে জুলির অবস্থা খারাপ। সে তখন আমার রাগ সামলাবে? না, ঐ জুনিয়ারকে গালি দিবে? না, মূল ডাক্তার খুঁজবে! বেচারির কি অবস্থা!

জুলি এখন অবধি মৌনতাকে খ্যাপায়, আহারে কি সুন্দর তবুও পাগল!

৭১৬জন ৭১৬জন
0 Shares

৩৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ