
এই ছোট্ট পাখি, ‘একটু সময় হবে কি তোমার?’
দাওনা তোমার ঐ ডানা দুটো মোরে;
যে ডানা তোমাকে আকাশ ছোঁয়ায়;
আমিও ছুঁয়ে দেখতে চাই ঐ নীলাকাশটাকে ।
যেখানে থাকবে না কোনো রাডারের বিধিনিষেধের প্রাচীর।
উঁচু বৃক্ষের মগডালে রেখে যাও-
তোমার ঠোঁটে বোনা আশ্রয়স্থল;
আমি ও তেমনি ছোট্ট একটি খড়কুটোর ঘর বানাতে চাই-
ঐ যে তেপান্তরের গাছের ডালে।
দেবে! দেবে ভাই তোমার ডানা দুটো মোরে!
যেভাবে ঘুরে বেড়াও দেশ থেকে দেশান্তরে-
অবলীলায়, অকুতোভয়ে;
আমি ও তেমনি দু’চোখ জুড়াতে চাই প্রকৃতির সৌন্দর্যে।
তুমি যেমন করে রোদ-বৃষ্টি-ঝড়ে ;
ছোট্ট ডানার আঁচলে ঢেকে রাখো ছানাদের;
আমিও তেমনি আগলে রাখবো প্রিয়জনদের-
সব দুঃখ কষ্ট থেকে।
কেমন করে ভেসে বেড়াও মেঘের ভেলায়, ছুঁয়ে যাও দিগন্ত-রেখা ?
আমিও যেতে চাই দিগন্ত ছুঁয়ে, ভেসে যেতে চাই মেঘের আড়ালে।
২৮টি মন্তব্য
তূয়া নূর
খুব সুন্দর
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো। ভালো থাকবেন শুভ কামনা রইলো
ছাইরাছ হেলাল
আপনি তো দেখছি আমার নীলাকাশের দিকে চোখ ফেলছেন!
“পেম-পিড়িতির” বাইরে এসে কত সুন্দর করে আশাবাদ দেখালেন।
আরও কিছু লিখুন।
সুপর্ণা ফাল্গুনী
আমার ও একখান নীলাকাশ আছে তবে সেটা মেঘে ঢেকে থাকে । প্রেম- পিড়িতি কোথায় নেই বলুন! এখানেও কিন্তু প্রিয়জনদের ভালোবাসার কথা এসেছে। আপনাদের আশীর্বাদ ও আন্তরিকতায় ধন্য। ভালো থাকবেন সবসময়
সুরাইয়া পারভীন
নীলাকাশ বুঝি আপনার একার!
ভাইয়া
ছাইরাছ হেলাল
আপনিও ভাগ বসানোর তালে আছেন বুঝি!
সুরাইয়া পারভীন
আমার ঐ নীলাকাশে লোভ নেই
চোখ ধাঁধানো নীল রঙ আমার প্রায় অসহ্য
আমার আকাশ তো ধূসর/ছাইরঙা
জিসান শা ইকরাম
কবিতাটি অনেক ভালো হয়েছে ছোট দি।
খুব সুন্দর স্বপ্ন ইচ্ছে প্রকাশ পেয়েছে কবিতায়।
ছাইরাছ হেলালের মন্তব্যের সাথে একমত। এভাবে কিছু লেখার অভ্যাস করলে ভালোই হয়।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
দাদা ভাই লেখাটা সার্থক হলো ,ভালো লেগেছে জেনে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো। জানিনা কতটুকু পেরেছি তবে মন্তব্যে মন ভরে গেল। ভালো থাকবেন
সুরাইয়া পারভীন
চমৎকার লিখেছেন দিদি
ছোট্ট পাখি দয়া হোক
দিয়ে দিক তার ডানা দুটি
সেই ডানায় চেপে নীলাকাশ ছুঁয়ে
ইচ্ছে পূরণ করুক আমার দিদি
সুপর্ণা ফাল্গুনী
অনেক অনেক ধন্যবাদ আপু 💓🌹🌹 ভালোবাসা অবিরাম।
সুপায়ন বড়ুয়া
দিদি আমার উড়তে চায়
পাখির মতো করে
আকাশ তিনি ছুঁতে চায়
নিজের মতো করে।
খুব ভালো লাগলো। শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
দাদার মন্তব্য পেয়ে হলাম আমি খুশী, এমন মন্তব্য চাই আরো বেশী বেশী। ভালো থাকবেন দাদা। ঘরেই থাকুন সুস্থ থাকুন
প্রদীপ চক্রবর্তী
বাহ্!
বেশ চমৎকার কাব্যকথন দিদি।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা সবসময়
কামাল উদ্দিন
চমৎকার লিখেছেন আপু, পাখিদের মতো উড়ে উড়ে ঘুরে বেড়াতে পারলে মন্দ হতো না।
সুপর্ণা ফাল্গুনী
ঠিক ভাইয়া, এমন হলে খুব ভালো হতো। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। ঘরে থাকুন, সুস্থ থাকুন
কামাল উদ্দিন
আপনিও সুস্থ থাকুন সব সময়।
নীরা সাদীয়া
সত্য, যা পাবার নয়, আমাদেরমন তাই কেবল পেতে চায়। স্বাধীনচেতা মানুষ পাখি হতে চায়।
সুপর্ণা ফাল্গুনী
👏👏 ধন্যবাদ সত্যটা বলার জন্য। স্বাধীনচেতা মানুষ পাখি হতে চায়। অসংখ্য ধন্যবাদ আপু। ঘরে থাকুন সুস্থ থাকুন
ফয়জুল মহী
বেশ মন ছুঁয়ে গেল লেখা। ভালোবাসা ও শুভ কামনা আপনার জন্য।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া শুভ কামনা রইলো।ঘরে থাকুন সুস্থ থাকুন
হালিম নজরুল
তুমি যেমন করে রোদ-বৃষ্টি-ঝড়ে ;
ছোট্ট ডানার আঁচলে ঢেকে রাখো ছানাদের;
আমিও তেমনি আগলে রাখবো প্রিয়জনদের-
সব দুঃখ কষ্ট থেকে।
—————সাবাস
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। এভাবেই অনুপ্রেরণা যেন পাই সর্বদা। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
জাকিয়া জেসমিন যূথী
কোত্থাও উড়ে যেতে হবে না মেয়ে… তুমি থাকো আমাদের ঘিরে
কবিতাটা খুব সুন্দর লিখেছো।
সুপর্ণা ফাল্গুনী
হা হা হা। ধন্যবাদ তোমাকে সুন্দর মন্তব্যের জন্য। ভালো থেকো শুভ কামনা রইলো। শুভ সকাল
তৌহিদ
উহু যদি উড়তে পারতাম পাখির মত!! ঘরবন্দি জীবন অসহ্য ঠেকছে।
ভালো লিখেছেন দিদিভাই।
সুপর্ণা ফাল্গুনী
ঘরবন্দি জীবনে সবারই একঘেয়েমি চলে আসছে। কবে যে মুক্তি পাবো! ধন্যবাদ ভাইয়া