পরিমলের নেই-আছে

হালিম নজরুল ২ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার, ০৭:৩৪:৫০অপরাহ্ন ছড়া ১৬ মন্তব্য

চাল-চুলো-কল নেই

ঘটী-জগ-জল নেই

গায়ে বেশি বল নেই

হকি – ফুটবল নেই

শপিংয়ের মল নেই

মমতার আঁচল নেই

পরীক্ষা –  ফল নেই

পা’র নীচে তল নেই

চিন্তার চল নেই

অভিনয়-ছল নেই

তার তরে সমাজের

কোন কলরোল নেই।

 

নামে পরিমল আছে

যাতনা অতল আছে

বিপদের ঢল আছে

ভাঙাকুলা ডল আছে

চোখে নোনাজল আছে

‘দুখ’ অবিরল আছে

ঘাতকের নল আছে

শেষ হরিবোল আছে

তার তরে সমাজের

অবহেলা ট্রল আছে।

৫২৭জন ৪৭২জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ