চাল-চুলো-কল নেই
ঘটী-জগ-জল নেই
গায়ে বেশি বল নেই
হকি – ফুটবল নেই
শপিংয়ের মল নেই
মমতার আঁচল নেই
পরীক্ষা – ফল নেই
পা’র নীচে তল নেই
চিন্তার চল নেই
অভিনয়-ছল নেই
তার তরে সমাজের
কোন কলরোল নেই।
নামে পরিমল আছে
যাতনা অতল আছে
বিপদের ঢল আছে
ভাঙাকুলা ডল আছে
চোখে নোনাজল আছে
‘দুখ’ অবিরল আছে
ঘাতকের নল আছে
শেষ হরিবোল আছে
তার তরে সমাজের
অবহেলা ট্রল আছে।
১৬টি মন্তব্য
মনির হোসেন মমি
অসহায়দের কিছুই নেই।
মুগ্ধ কবিতায়।
হালিম নজরুল
ধন্যবাদ ভাই।
মোঃ মজিবর রহমান
গরিব অসহায়দের সমস্যার শেষ নেই।
ভালো লাগল ভাই।
হালিম নজরুল
শুভকামনা জানবেন ভাই।
হালিমা আক্তার
অসহায়দের কিছু নেই। ভালো লাগলো।
হালিম নজরুল
ধন্যবাদ আপু।
বোরহানুল ইসলাম লিটন
বুক আছে স্নেহ নেই
ধন আছে মন নেই
তবু খুঁজি নব নব পথ,
আগের ধরণী আছে
নেই শুধু কেউ পাশে
কাঁদে তাই জীবনের রথ।
সুন্দর অনুভবে অনন্য সৃজন। শুভ কামনা জানবেন সতত।
হালিম নজরুল
বাহ। ধন্যবাদ ভাই।
আলমগীর সরকার লিটন
চমৎকার ছড়া কবি দা ভাল থাকবেন সব সময়
হালিম নজরুল
অন্তহীন শুভকামনা ভাই।
খাদিজাতুল কুবরা
চরম বাস্তবতা।
ছন্দে ছন্দে দারুণ ছড়া কবিতা লিখেছেন।
হালিম নজরুল
ধন্যবাদ ভাই।
নার্গিস রশিদ
মুগ্ধতা ছড়িয়ে পড়লো । শুভ কামনা।
হালিম নজরুল
প্রেরণা পেলাম আপা।
ছাইরাছ হেলাল
পড়ি আর পড়ি, আহা!
আমাদের হাসি মুখ কবি আছে, তাতেই হবে।
হালিম নজরুল
বুকভরা ভালোবাসা।