
অপেক্ষা রাখি আগামীর/আগামীকালের,
কোন এক উজ্জ্বল অলৌকিক শৃঙ্খলের,
দ্বিধা দ্বন্দ্ব সংশয় বিড়ম্বনা প্রতিবন্ধকতা শেষে
দেখা পাব এক প্রশান্তির কোমল পেলব পরশ,
বান-বৃষ্টি ঝঞ্জার উন্মাতাল উত্তালতা
আর বিরূপ প্রান্তিকতার বৃত্ত পেরিয়ে;
সুখের বেদীতে সুন্দরের ধ্যানী হয়ে
পরিত্রাণের পথ খুঁজে পাবো
চিরন্তন অবিনাশী সত্তার।
প্রভাতী-মোরগ-ডাকে ঘুম-ভাঙ্গা-হৃদয়
উন্মোচিত হবে চিরন্তনের সীমাহীন সুখে;
ঘূর্ণিপাক অভিশাপের ছেলেমি সুড়ঙ্গের দ্বার ভেঙ্গে
রংধনুর রঙ্গিন আালো;
শৈথিল্যের নিদ্রালু আলিঙ্গন-আমেজে ঝাঁপিয়ে পড়া
উর্বরতায় এ-এক প্রহেলিকা।
ছবি নেট থেকে।
২৪টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
আপনার সাথে সুর মিলিয়ে আমরাও সেই ক্ষণের অপেক্ষায় রইলাম।সব প্রতিবন্ধকতা দূর করে পাবো প্রশান্তির নরম ছোঁয়া। পরিত্রাণ মিলবেই। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইল
ছাইরাছ হেলাল
প্রথম হওয়ার জন্য অবশ্যই অভিনন্দন।
আমরা আশাবাদ নিয়েই বাঁচার স্বপ্ন দেখি।
ভাল থাকুন।
শামীম চৌধুরী
ভাল লাগলো ভাইজান
ছাইরাছ হেলাল
পড়ার জন্য ধন্যবাদ, আপনাকে ভাই।
খাদিজাতুল কুবরা
প্রিয় কবি আপনার কবিতার শব্দ চুরি করি আমি। কিন্তু দুঃখের বিষয় হলো মনে রাখতে পারি না। অনেক ভেবে কারণটা বের করেছি।
সেটা হলো শব্দগুলো শুধু আপনার জন্য উদ্ভব হয়েছে।
আপনার লেখাতেই তাদেরকে মানায়।
খুব সুন্দর লেখা।
নিশ্চয়ই আমরা সুদিন দেখতে পাবো ইনশাআল্লাহ।
ছাইরাছ হেলাল
আমাদের প্রত্যাশা স্বচ্ছ -সুন্দরের, আমরা তার ই অপেক্ষায় থাকি।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে নিয়মিত পড়ার জন্য।
সুপায়ন বড়ুয়া
“সুখের বেদীতে সুন্দরের ধ্যানী হয়ে
পরিত্রাণের পথ খুঁজে পাবো
চিরন্তন অবিনাশী সত্তার।“
আশায় থাকি বন্ধু মোরা
মুক্তির দিশা পাবার
শুভ কামনা।
ছাইরাছ হেলাল
অবশ্যই আমরা মুক্তির দিশা খুঁজে পাব।
ভাল থাকবেন ভাই।
সুরাইয়া পারভীন
একদিন অবশ্যই মিলবে পরিত্রাণ
সেই আশাতেই বেঁচে থাকে শত সহস্র প্রাণ
আশা আছে বলেই হয়তো এখনো
নিঃশ্বাস নিতে পারে মানুষ
ছাইরাছ হেলাল
আশাই আমাদের জীবন, আশা ই আমাদের প্রাণ।
এ জন্য ই আমারা বেঁচে থাকি।
ভাল থাকবেন।
নিতাই বাবু
“প্রভাতী-মোরগ-ডাকে ঘুম-ভাঙ্গা-হৃদয়
উন্মোচিত হবে চিরন্তনের সীমাহীন সুখে;”
প্রতিদিন ঘুম থেকে বিস্তর আশা নিয়ে জেগে উঠি কবি। সারাদিন পর রাতে আবার আগামীর আশা বুকে নিয়ে ঘুমিয়ে থাকি।
কবি মহারাজের ভাবনার জয় হোক।
ছাইরাছ হেলাল
আমরা প্রতিদিনের পরিত্রাণ কমনা করি, ঘুম ভাঙ্গা সকালে।
ভাল থাকবেন আপনি।
রোকসানা খন্দকার রুকু।
আশায় আশায় বেঁচে থাকা।।
ভালো লাগলো। অসাধারণ শব্দ চয়ন।
ছাইরাছ হেলাল
আশাই আমাদের বাঁচিয়ে রাখে , আমরা বেঁচে থাকি।
ভাল থাকুন।
আলমগীর সরকার লিটন
বেশ ভাবনাময় কবি দা
ছাইরাছ হেলাল
ধন্যবাদ।
তৌহিদ
প্রহেলিকা মনে হলেও আশা নিয়েইতো বেঁচে থাকি ভাই। এছাড়া আমাদের হাতে করার মত কিছুই নেই।
শুভকামনা রইলো।
ছাইরাছ হেলাল
আশা আলিঙ্গন ই আমাদের জীবন ও পরিত্রাণ।
ভাল থাকুন।
সাবিনা ইয়াসমিন
পরিত্রাণ শব্দটা মনুষ্য সৃষ্ট। আর কে না জানে, মনুষ্য সৃষ্ট সবকিছুই ভঙ্গুর। উপরওয়ালা, যার হাতে সবকিছু তিনি আমাদের ত্রান, দান সবই করেন। কিন্তু পরিত্রাণ প্রার্থনা করলেই কেন জানি বেঁকে বসেন। আমরা কিছু চাই বা না চাই, যা দেয়ার তিনি তা দিবেন-ই।
আমরা আশা করি, প্রত্যাশা করি, প্রতিক্ষায় থাকি। দিনশেষে বুঝতে পারি সবই মিছে মায়া, প্রহেলিকা!
ছাইরাছ হেলাল
দিন শেষে আশাটুকু জড়িয়েই আমরা বাঁচার স্বপ্ন দেখি।
স্বপ্ন আমাকে হয়তো জড়িয়ে নেবে/রাখবে বা না , তবুও আমাদের একটি আশা লাগেই।
নিরাপদে থাকুন আশা সামলে।
সাবিনা ইয়াসমিন
জবাব দিতে এতদিন লাগলো!! ঘুমিয়ে ছিলেন নাকি মহারাজ?
ছাইরাছ হেলাল
কে যে কখন ঘুমিয়ে পড়ে কে বলতে পারে !!
আরজু মুক্তা
আমরা স্বপ্ন দেখি বলে বাঁচি। নিশ্চয় আল্লাহ্ নতুন কিছু দিয়ে ভরিয়ে তুলবেন প্রকৃতি
ছাইরাছ হেলাল
বিধাতার কাছে এই প্রণতি আমাদের সবার।
আপনি ভাল থাকবেন।