বোকা নারী ধোকা দিল ওপাড়ার মোকাকে
ছেলেধরা যেমনিতে বশ করে খোকাকে।
তার ছিল রূপ আর যৌবন ভারী যে
রঙে রূপে মনকাড়া দুর্বার নারী সে।
একে ওকে কাছে ডাকে কত রূপ ছলনায়
তার প্রেমে হাবুডুবু কতজনে খাবি খায়।
ছলনায় ভুলে মোকা হয়ে যায় হন্য
বোঝেনা সে নারীরূপী হিংস্র বন্য।
টলমলে সুরোতের গন্ধেতে মাতে সে
মন -মন্দিরে নানা স্বপ্নও পাতে সে।
ভেবেছিল ভালবেসে হবে কত পূণ্য
কাঁদে মোকা হয়ে আজ নি:স্ব ও শূন্য।
——————-0 0——————–
১৬টি মন্তব্য
ছাইরাছ হেলাল
হায় মোকা
আজ সে বোকা!
পূণ্য নয় শূন্য সে মোকা।
হালিম নজরুল
লাভ ইউ কবি।
ইসিয়াক
আহারে মোকা ?
কেনরে তুই এতো বোকা?
ভালো লাগলো।
হালিম নজরুল
ভালবাসা রইল ভাই।
তৌহিদ
ভালোবাসার যোগফল শুন্যই হয় কিন্তু। সবাই স্বার্থ খোঁজে আর বলি হয় অন্যজন। ভালো লাগলো ভাই
হালিম নজরুল
ঠিক বলেছেন ভাই।
ফয়জুল মহী
অসামান্য ভাবনা
হালিম নজরুল
ধন্যবাদ ভাই।
সুপর্ণা ফাল্গুনী
হায়রে বোকা নারী মোকাকে পূণ্য হতে দিলোনা , শূণ্য করে দিলো। খুব ভালো লাগলো। ভালো থাকবেন
হালিম নজরুল
অনেক অনেক ধন্যবাদ দিদি।
সঞ্জয় মালাকার
ভেবেছিল ভালবেসে হবে কত পূণ্য
কাঁদে মোকা হয়ে আজ নি:স্ব ও শূন্য।
——————-0 0——————–
ভালো থাকবেন দাদা শুভ কামনা।
হালিম নজরুল
ধন্যবাদ দাদা।
শামীম চৌধুরী
বোকা নারী ধোকা দিল ওপাড়ার মোকাকে
ছেলেধরা যেমনিতে বশ করে খোকাকে।
বাহ কবি বাহ। আজকাল বোকা নারীও আছে তাহলে।
অসম্ভব ভালো লাগার একটি কবিতা উপহার ও পড়ার সুযোগ করে দেবার জন্য কৃতার্থ। ভালো থাকবেন ভাইজান।
হালিম নজরুল
আপনার কাছ থেকে যে ধরনের প্রেরণা পাই, তা সত্যিই অতুলনীয় শামীম ভাই। কৃতজ্ঞতা রইল।
আরজু মুক্তা
হাসলাম।
মোকা হলো বোকা।
হালিম নজরুল
ধন্যবাদ আপু।