
আজ আমি রাত জাগা পাখি-শুধু তোমার কারণ।
তোমার অপেক্ষায় পথ চেয়ে থাকি-সেও তোমার কারণ।
তোমাকে খুব ভালোবাসি -সেতো তোমারি কারণ।
তোমাকে ভালোবেসে হয়েছি আমি পরাধীন-
আজ আর আমার নিজের বলে কিছুই নেই।
নিজের ক্ষুধার কথা ভাবিনা, ভাবি তুমি খেয়েছো কিনা!
নিজের কষ্টের কথা ভাবিনা, ভাবি তুমি কষ্ট পাও কি-না!
নিজের সুখ, চাওয়া-পাওয়া হয়েছে বিলীন- শুধুই তোমার তরে।
নিজের খেয়াল খুশি মতো এখন আর কিছু ভাবতে বা করতে পারিনা।
তুমি তো বদলে যাওনি, তুমি তো কষ্ট পাওনি;
আমাকে ভালোবেসে এক আঁজলা বৃষ্টিতে আঁচল ভিজিয়ে দাওনি।
পথের ধারে একগুচ্ছ কদম, কাঠগোলাপ, দোলনচাঁপা হাতে তুলে দাওনি;
ঝিলের জলে ছোট্ট নায়ে পূর্ণিমা তিথিতে কিংবা
শরতের কাশবনে আমায় নিয়ে লুকোচুরি খেলনি ।
এমন অদৃশ্য পরাধীনতার শিকলে কেন বাঁধলে আমায়?
৩১টি মন্তব্য
তৌহিদ
ভালোবাসলে আসলে কিছুটা পরাধীন মনে হলেও সেটা প্রকৃত পরাধীনতা নয় কিন্তু দিদিভাই। এটি হলো তাঁকে ভালোবাসার প্রকাশ মাত্র। ভালোবাসলে একে অন্যকে কিছুটা ছাড় দিতেই হয়। তবে একপক্ষীয় হলে সেটা আবার সমস্যা কিন্তু। দু’পক্ষকেই মেনে নিতে হয় আসলে তবেই এটি স্বাধীনতা মনে হবে।
ভালোবাসার জয় হোক। শুভকামনা রইলো।
সোনেলায় আমার ৩য় বছরের প্রথম মন্তব্য আপনার লেখায় করতে পেরে ভালো লাগছে।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাইয়া। আমি ও আপনার পোস্টে প্রথম মন্তব্য করতে চেয়েছিলাম । কিন্তু নেট সমস্যার কারণে হলোনা। আরো আরো সমৃদ্ধ, তথ্যবহূল, মজার লেখা চাই দ্রুত। প্রথম মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে। অভিনন্দন ও শুভেচ্ছা রইলো দুইশত তম পোষ্টের জন্য। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
তৌহিদ
আপনিও ভালো থাকুন সবসময়।
সুপর্ণা ফাল্গুনী
ভালোবাসা মানেই একে অন্যের পরিপূরক হওয়া , একপক্ষ শুধু দিয়ে গেলেই সেটা পরাধীনতা হয়ে যায় কিন্তু ভালোবাসলে তখন পরাধীনতা, স্বাধীনতা মাথায় থাকে না। কতটুকু উজার করে দিতে পারলাম সেটাই মুখ্য হয়ে রয়।
তৌহিদ
ঠিক বলেছেন দিদিভাই।
শামীম চৌধুরী
নিজের সুখ, চাওয়া-পাওয়া হয়েছে বিলীন- শুধুই তোমার তরে।
নিজের খেয়াল খুশি মতো এখন আর কিছু ভাবতে বা করতে পারিনা।
বাক্যদুটিতে বাস্তবতা খুজে পেলাম দিদিভাই।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আন্তরিক শুভকামনা ও কৃতজ্ঞতা রইলো। ভালো থাকুন নিরাপদে থাকুন।
শামীম চৌধুরী
আপনিও ভাল থাকুন নিরাপদে থাকুন দিদিভাই।
ফয়জুল মহী
ভালবাসা মানে ত্যাগ তিতিক্ষা । মায়া মমতা সহনশীলতা
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ কামনা রইলো
ছাইরাছ হেলাল
আহারে! একদম দেওয়ানা ভালুবাসা!
পরাধীনতার আনন্দ ছড়িয়ে আছে লেখার পরতে পরতে!
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো। শুভ সকাল
সাবিনা ইয়াসমিন
ভালোবাসা কি একতরফা হয়েছিলো!
নয়তো এত এত অপ্রাপ্তি কেন জমে উঠবে!!
কখনো ভালোবাসা,
যেন স্বাধীন মনের মরীচিকা,
আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে থাকে পরাজিত-পরাধীনতায়..
ভালোবাসা কেন এমন হয়?
ভালোবাসার রঙেরা কেন বদলে যায়?!
সুপর্ণা ফাল্গুনী
আপু ভালোবাসা তো একতরফাই হয়। মানুষের মন বদলায় তাই মনের রঙ ও বদলে যায়। ধন্যবাদ আপু। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো
সুপায়ন বড়ুয়া
সবি যদি তোমারি কারন হয়
তাহলে মনে হয় এক তরফা হয়ে যায়।
এটা কি শুধু তাই।
ভাল থাকবেন। শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
একতরফাই তো দাদা। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভালো থাকুন নিরাপদে থাকুন
কামরুল ইসলাম
ভালবাসা চির পরাধীন, আত্মসমার্পন, নিবেদিত প্রাণ, ।
সুন্দর লিখেছেন
সুপর্ণা ফাল্গুনী
ঠিক বলেছেন। ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
হালিম নজরুল
আমার কাছে ভালবাসা মানেই দ্বিপাক্ষিক সমঝোতা ও স্যাক্রিফাইজ। অন্যথায় জয়ী হওয়া কঠিন।
সুপর্ণা ফাল্গুনী
একদম ঠিক বলেছেন ভাইয়া। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ভালো থাকুন নিরাপদে থাকুন। শুভ কামনা রইলো
মাহমুদুল হাসান
আনেক সুন্দর লিখেছেন।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো মন্তব্যের জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন। নিরাপদে থাকুন। শুভ কামনা রইলো
মাহমুদুল হাসান
এখানে এসে আমি অনেকগুলো কবিতা পড়েছি। কবিতাগুলো যেমন ভালো লাগে তার মত করে মন্তব্য গুলোও আনন্দ দেয়। সবাই অনেক ভালো বলে। এখানে আমি অনেক কিছুই শিখতে পারবো। আবার ভীতু হয়ে আছি আপনাদের মত বলতে পারছিনা বলে।
সুপর্ণা ফাল্গুনী
হুম ভয় আমিও পেয়েছি সত্যি বলতে এখনো পাই । সোনেলার সবাই খুব ভালো ও আন্তরিক। আপনার যেকোন সমস্যা হলে জানাবেন। লেখার অনুপ্রেরণা ও সবার ভালোবাসায় সিক্ত হই প্রতিনিয়ত। ভয় পাবেন না আপনি আপনার মতো প্রকাশ করবেন মতামত। ভালো থাকবেন
কামাল উদ্দিন
কেউ যদি এক কদম আগায় তার দিকে দুই কদম আগানো যায়। আর কারো দিকে এক কদম আগালে সে যদি দুই কদম পিছায় তাহলে সেখান থেকে ফিরে আসাই ভালো……শুভ রাত্রি
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামতের জন্য। সাবধানে থাকুন নিরাপদে থাকুন। শুভ কামনা রইলো
কামাল উদ্দিন
ধন্যবাদ আপু, আপনিও নিরাপদে থাকুন সব সময়।
জাকিয়া জেসমিন যূথী
দারুন সুন্দর কবিতা এবং ছবিটা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ তোমাকে। ভালো থেকো সুস্থ থেকো। 🌹🌹
পার্থ সারথি পোদ্দার
মনকে বেধে রাখা বড্ড কঠিন।দুটি মন একডোরে বাধা পড়লে হয়তো সমস্যা নেই।কিন্ত গন্তব্যহীন বিরান পথে চলতে থাকলেই বিপদ।
পুরোটা পড়লাম।বেশ ভাল লাগল,দিদি।
সুপর্ণা ফাল্গুনী
এইতো খুব ভালো একটি মন্তব্য দিলেন। অসংখ্য ধন্যবাদ পুরোটা পড়ার জন্য। ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ কামনা রইলো