পথের সাথী

নীলাঞ্জনা নীলা ৯ জানুয়ারি ২০১৫, শুক্রবার, ১২:৪২:৫৬অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৪ মন্তব্য

মেঘের ওপরে মেঘ
হতচ্ছাড়া আবেগ।
ইচ্ছে হচ্ছে দহন
তবু মন ভরা ফাগুণ।
কান্না কোথায় কান্না?
কোথাও খুঁজে পাচ্ছিনা।
তোমার-আমার সমাপ্তিতে…….
কবিতা গেলো সমাধিতে।

আরেকটি মোড় ঘুরলেই, আর যাবেনা দেখা অন্য মোড়।
আরেকবার সোজা পথের শেষ মাথায় দাঁড়িয়ে চাইলেও শুরুতে আর যাবেনা ফেরা।
স্মৃতি জন্ম দেয়া সহজ বড়ো অতীত থাকলেই হলো।
নি:শ্বাস স্মৃতি হতে পারেনা যে! তাই আমি হাসবো, জল ঝড়াবো।
শুধু তোমায় আমার দীর্ঘশ্বাস দেবো আর তোমার সংগী হবে আফসোস।

একাকীত্বকে যখন অভ্যেসে নিয়ে আসা হয়,
তখন আর কোনো যন্ত্রণাময় অনুভূতি ক্ষত-বিক্ষত করতে পারেনা…

** পথে হেটে হেটে  কত কিছু ভাবি আমরা।এসব পথের ভাবনা 🙂

৬৮৬জন ৬৮৬জন
0 Shares

৩৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ