পথহীন নগরপথিক

সাদিক মোহাম্মদ ২ সেপ্টেম্বর ২০১৪, মঙ্গলবার, ০৮:২৮:১৮অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য

অবরোধ
জলাবদ্ধতা
খোঁড়াখুঁড়ি
নোটিশ বোর্ডে নির্দেশিত ‘রাস্তা বন্ধ’

খোলা আছে কোনো পথ
অন্ধগলি
গোপন ঘুপচি
ছায়ানিবিড় নির্জন আলপথ ?
সড়ক ফুরিয়ে গেছে ধর্মধামে
শ্রেণী-সংঘ
রঙমহলের মায়াবী নেশায়
কোথাও দখলি দেয়াল
সুরক্ষিত দুর্গ
খিল-আঁটা দরোজা প্রাচীর

আবদ্ধ পথে
অক্লান্ত ঘুরে ঘুরে শ্রান্ত পথচারী
কেবল ফুরিয়েছে জীবন
মেলেনি সাধের দিশা
প্রত্যাশার অনিন্দ্য গন্তব্য
চোখ বোজার আশ্রয়

যে পথিক বানাতে পারেনি পথ
এ নগর তার ঠিকানা হয়নি কোনোদিন

৪৭৬জন ৪৭৬জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ