গল্প উপন্যাস ইতিহাস পৌরাণিক কাহিনী অবলম্বনে অনেক মুভি নির্মিত হয়েছে। শুধু মাত্র একটি কবিতা অবলম্বনে কোন মুভি নির্মিত হতে পারে তা চিন্তাতেও আনতে পারিনি কোনোদিন। সরকারি অনুদান প্রাপ্ত বাংলাদেশের এই চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে গত জুন মাসে। মাসুদ পথিক এর পরিচালনায় চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন অভিনয় করেছেন- শিমলা, জুয়েল মামুনুর রশীদ, প্রবীর মিত্র, রাণী সরকার, তারেক মাহমুদ, রেহানা জলি, জুবায়ের। এ ছাড়া আরও অভিনয় করেছেন প্রখ্যাত কবি নির্মলেন্দু গুণসহ ( তবে নেকাব্বরের লাশ যখন রেলস্টেশনে পড়ে থাকে, তার লাশ দেখতে মানুষজন আসে। ভিড় ঠেলে কবি নির্মলেন্দু গুণও আসেন। লাশটি দেখে বিস্ময় বোধ করেন। কিন্তু পরে এই দৃশ্যটি বাদ দেয়া হয়েছে ) আরো ১৫ জন কবি। চলচ্চিত্রটিতে কাহিনী চিত্রের পাশাপাশি তথ্যচিত্রের আবহকে ধারণ করার চেষ্টা করে,প্রেম, প্রকৃতি ও মুক্তিযুদ্ধের গাথা সূত্রে তথ্যের ইমেজ ধরে আবহমান বাংলার নিবিড় রিচুয়াল, জীবনের অন্তর্গত দর্শন, তথা জীবনবোধকে তুলে ধরা হয়েছে।
‘ ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ চলচ্চিত্র আমাদের চিন্তাকে নাড়া দিয়েছে। একজন বঞ্চিত মানুষের প্রতিকৃতি হচ্ছেন নেকাব্বর। যিনি অন্যায় ভাবে তাঁর সম্পদ হারিয়েছেন , ১৯৭১ এর মুক্তিযুদ্ধে যোগ দিয়ে সে তার প্রেমিকাকে হারিয়েছেন, যুদ্ধে একটি পা খুইয়েছেন। যুদ্ধের পরে পঙ্গু হয়ে বাকি জীবনটা কাটাতে হয়েছে। । তাঁকে পাগলা গারদেও থাকতে হয়েছে। পাগলা গারদ থেকে বেরিয়ে অনাহারে থেকেছেন,পেয়েছেন সমাজের বঞ্চনা আর লাঞ্চনা। একজন নেকাব্বর এমনি লাঞ্চনা বঞ্চনা সহ্য করতে করতে একসময় মৃত্যু বরন করেন।
যে কবিতাটি অবলম্বনে ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ মুভিটি নির্মিত হয়েছে, তা শুনুন এখানে ক্লিক করে।
.
নেকাব্বর জানে তাঁর সম্পত্তির হিসাব চাইতে আসবে না
কেউ কোনোদিন।
এই জন্মে শুধু একবার চেয়েছিল একজন, ‘কী কইরা
পালবা আমারে,
তোমার কী আছে কিছু তেনা?’
সন্ধ্যায় নদীর ঘাটে ফাতেমাকে জড়িয়ে দু’হাতে বুকে পিষে
বলেছিল নেকাব্বর;
‘আছে, আছে, লোহার চাককার মতো দুটা হাত,
গতরে আত্তীর বল – আর কীডা চাস্ মাগী।’
‘তুমি বুঝি খাবা কলাগাছ?’
আজ এই গোধূলিবেলায় প্রচন্ড ক্ষুধার জ্বালা চোখে নিয়ে
নেকাব্বর সহসা তাকালো ফিরে সেই কলাবাগানের গাঢ় অন্ধকারে।
তিরিশ বছর পরে আজ বুঝি সত্য হলো ফাতেমার মিষ্টি উপহাস।
পাকস্থলি জ্বলে ওঠে ক্ষুধার আগুনে, মনে হয় গিলে খায়
সাজানো কদলীবন,’
যদি ফের ফিরে পায় এতটুকু শক্তি দুটি হাতে, যদি পায়
দাঁড়াবার মতো এতটুকু শক্তি দুটি পায়ে।
কিন্তু সে কি ফিরে পাবে ফের?
ফাতেমার মতো ফাঁকি দিয়া সময় গিয়েছে ঢের চলে।
কারা যেন ভুলিয়ে ভালিয়ে নিয়ে গেছে সব শক্তি তার।
বিনিময়ে দিয়ে দেছে ব্যাধি, জরা, দুর্বলতা, বক্ষে ক্ষয়কাশ-
অনাদরে, অনাহারে কবরে ডুবেছে সূর্য, ফাতেমার তিরিশ বছর।
এখন কোথায় যাবে নেকাব্বর?
হয়তো গিলেছে নদী তার শেষ ভিটেখানি, কবর ফাতেমা-
কিন্তু তার শ্রম. তার দেহবল, তার অকৃত্রিম নিষ্ঠা কারা নিলো?
আজ এই গোধুলিবেলায় এই যে আমার পৃথিবীকে মনে হলো পাপ,
মনে হলো হাবিয়া দোজখ – কেউ কি নেবে না তার এতটুকু দায়?
মানুষ পৃথিবী ছেড়ে চায় না সুদুরে চলে যেতে, নেকাব্বর ভাবে,
অজানা অচেনা স্বর্গে বুঝি মেটে বাস্তবের তৃষ্ণা কোনোদিন?
তবু যারা চায়, তারা কেন চায়? তারা কেন চায়? কেন চায়?
নেকাব্বর শুয়ে আছে জীবনের শেষ ইস্টিশনে। তার পচা বাসী শব
ঘিরে আছে সাংবাদিক দল। কেউ বলে অনাহারে, কেউ বলে অপুষ্টিতে,
কেউ বলে বার্ধক্যজনিত ব্যাধি, – নেকাব্বর কিছুই বলে না।
নেকাব্বরের মহাপ্রয়াণ চলচ্চিত্রের সমস্ত গান এখানে শুনুন/ডাউনলোড করুণ
প্রিয় কবি নির্মলেন্দু গুণ বর্তমানে গুরুতর অসুস্থ হয়ে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমরা কবির রোগ মুক্তির জন্য প্রার্থনা করি।
৩৬টি মন্তব্য
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
গুণি কবিকে শ্রদ্ধা এবং তার আশু রোগ মুক্তির জন্য স্রষ্টার কাছে প্রার্থনা করছি।
জিসান শা ইকরাম
সময় পেলে চলচ্চিত্রটি দেখুন একবার। লেখার অনেক উপকরন পাবেন এতে।
ছাইরাছ হেলাল
অবশ্যই তাঁর রোগমুক্তি কামনা করি।
কিন্তু অবাক বিষয় হোল এ ছবিটির কথা আমরা জানিনা।
জিসান শা ইকরাম
হ্যা, ভালো অনেক কিছুই আমাদের জানার বাইরে থেকে যায়।
ছবিটি দেখা উচিৎ আমাদের।
ব্লগার সজীব
এই চলচ্চিত্রের কথা এই প্রথম জানলাম। কবিতা শুনে কেমন আবেগাপ্লুত হয়ে গেলাম। একজন মুক্তিযোদ্ধাকে উপস্থাপন করা হয়েছে চলচ্চিত্রে। দেখতেই হবে এটি এখন।
জিসান শা ইকরাম
চলচ্চিত্রটি অবশ্যই দেখবেন সময় পেলে।
সীমান্ত উন্মাদ
মুভি রিভিওটা চমৎকার হইছে মামা। কবি সুস্থ হয়ে ফিরে আসুক তাড়াতাড়ি আমাদের মাঝে এই প্রার্থনা রইল আরে মামা আপনার জন্য অনেক অনেক শুভকামনা নরন্তর
জিসান শা ইকরাম
কবির সুস্থতা কামনা করি।
ধন্যবাদ মামা।
স্বপ্ন নীলা
কবিকে শ্রদ্ধা আর কামনা করছি তিনি তারাতারি সুস্থ হয়ে উঠুন — কবিতাটি বার বার পড়ছিলাম — এত ভাল লেগেছে যে তা শুধুই আমার মনে লেগে আছে — কবিতাটির নাম কি জিসান ভাই !!
একটি কবিতা দিয়ে সিনেমা করা যায়!! প্রথমে আমি ধাক্কা খেয়েছিলাম — কিন্তু যখন পড়েছি তখন দেখলাম এই কবিতা তো সাধারণ নয় — এটা অসাধারণ ——
শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ —— এখন খুবই ইচ্ছে করছে প্রিয়তে / বা নিজস্ব সোকেজে নিয়ে রাখি — প্রিয়তে রাখার সেই বাটনটার খুবই মিস করছি ——
ভাল থাকুন সব সময়
জিসান শা ইকরাম
কবিতার নামেই চলচ্চিত্র ‘ নেকাব্বরের মহাপ্রয়াণ ‘ ।
কবির সুস্থতা কামনা করছি।
প্রিয় লেখার লিংক সংগ্রহ করার অপশন এখনো চলু না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করছি।
আসুন এ বিষয়ে একটি আন্দোলন গড়ে তুলি 🙂
ভালো থাকুন আপনিও ।
মোঃ মজিবর রহমান
শ্রদ্বেয় কবি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে আসুক কামনা করি।
কবিতাখানি আমাদের সূর্য সন্তানদের অবহেলার এক কাহিনী ও তাঁর ভালবাসার চিত্র ফুটে উঠেছে।
আমি এই লেখার জন্য আপনাকে অসখ্য ধন্যবাদ জানাই।
ভাল থাকুন।
জিসান শা ইকরাম
কবির দ্রুতরোগ মুক্তি কামনা করছি।
ধন্যবাদ ভাই।
কৃন্তনিকা
নির্মলেন্দু গুণের তুলনা কেবল তিনি নিজে।
কবি তাড়াতাড়ি ফিরে আসুক আমাদের মাঝে সুস্থ হয়ে…
মুভিটি দেখতে হবে। কত নেকাব্বরের কাহিনী জানা নেই আমাদের… তা কেউ বলতে পারবে?
এরকম একটি মুভি রিভিউ লেখার জন্য ধন্যবাদ।
জিসান শা ইকরাম
কবির সাথে অন্য কারো তুলনা চলেনা ।
আমরা কবির দ্রুত সুস্থতা কামনা করি।
দেখুন ছবিটী, ভালো লাগবেই।
আপনার লেখার অপেক্ষায় আছি।
কবীর হুমায়ুন
darun laglo :c
জিসান শা ইকরাম
সম্ভব হলে মুভিটা দেখুন কবীর ভাই ।
নুসরাত মৌরিন
কবিতাটা এত সুন্দর…। নির্মলেন্দু গুণের সব কবিতার মতই এটাও অসাধারন।
কিন্তু এটা নিয়ে যে সিনেমা হয়েছে জানতামই না…।
মুভি রিভিউটা খুব ভাল লাগলো…।
কবির সর্বাঙ্গীন সুস্থতা কামনা করছি… কবির জন্য রইলো শরতের কাশফুলের শুভ্র শুভকামনা…।
জিসান শা ইকরাম
কবির সর্বাঙ্গীন সুস্থতা কামনা করছি —-
সম্ভব হলে মুভিটা দেখবেন।
মেহেরী তাজ
কবি দ্রুত সুস্থ হয়ে উঠুক। এই কবিতা এই প্রথম পড়লাম। সিনেমার নামই তো জানিনা। আপনার রিভিউ পড়ে দেখার ইচ্ছে হচ্ছে এখন।
জিসান শা ইকরাম
কবির সর্বাঙ্গীন সুস্থতা কামনা করছি।
সিডি পেলে দেখে ফেলুন মুভিটি ।
বন্য
লজ্জিত বোধ করছি এ লজ্জা শুধু নিজের কাছে নিজের। মুভিটি আমি শুরু করেও দেখিনি বুঝতে পারিনি এই ছবির মাঝে এক নির্মম জীবনবোধ লুকিয়ে রয়েছে। এবার আর ভুল নয় দেখে নেবো। ধন্যবাদ আপনাকে এমন একটি পোষ্টের জন্য।
প্রিয় কবি নির্মলেন্দু গুণ এর রোগ মুক্তির জন্য প্রার্থনা করি। তিনি সুস্থ হয়ে উঠুক।
জিসান শা ইকরাম
কবির সর্বাঙ্গীন সুস্থতা কামনা।
দেখুন মুভিটি ।
কৃষ্ণমানব
দেখছি । ধন্যবাদ ।
দুর্লভ তথ্যের জন্যে
জিসান শা ইকরাম
ধন্যবাদ আপনাকে।
খেয়ালী মেয়ে
এটাতো তাহলে দেখতে হবে-
জিসান শা ইকরাম
দেখুন মুভিটি —
হিলিয়াম এইচ ই
কবির কবিতায় কেমন যেন অসাধারণ মায়া মমতা লুকিয়ে থাকে। ছন্দগুলো অদৃশ্য ধনুক, তীর দিয়ে বুকে আঘাত করে।
কবির জন্য শুভকামনা।
জিসান শা ইকরাম
জীবিত কবিদের মাঝে তিনি আমার সবচেয়ে প্রিয় কবি।
শুন্য শুন্যালয়
কবিতাটি অসাধারণ অসাধারণ। আর কবিতাটি দিয়ে মুভি বানানোর চিন্তা আরো অসাধারণ।
মুভিটি খুঁজে পাইনি ভাইয়া।অস্থির হয়ে আছি দেখার জন্য। ক্রেডিট অবশ্যই রিভিউ লেখকের।
গানগুলো ও চমৎকার। এসব মুভির কথা আমরা জানতে পারিনা এটা আমাদের দুর্ভাগ্য। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।
জিসান শা ইকরাম
আমি সিডি থেকে ডাউনলোড করে ইউ টিউবে আপলোড করে দেবো ভাবছি।
অনেক দিন পরে আপনাকে দেখে ভালো লাগছে।
শুভ কামনা।
শুন্য শুন্যালয়
কবি অবশ্যই সুস্থ হয়ে ফিরে আসবেন এই কামনা করি।
জিসান শা ইকরাম
কবি দ্রুত সুস্থ হয়ে উঠুক ।
ঘুড্ডির পাইলট
নির্মলেন্দু গুন এর জন্য অনেক দোয়া রইলো দ্রুত সুস্থ্য হয়ে উঠুন !
জিসান শা ইকরাম
তাঁর দ্রুত সুস্থতা কামনা করি আন্তরিক ভাবে।
মোঃ মজিবর রহমান
আমি গানগুলো ডাউনলড করতে পারছিনা।
জিসান শা ইকরাম
Download লেখায় ক্লিক করুন তাহলেই হবে।