
এ আর এমন কিছুই-না, হাওয়ায় হাওয়ায় দুলতে থাকা
এক টুকরো স্মৃতি, একটুখানি টুকে-ফুকে রাখা,
জানলার গ্রিলে লতানো সবুজের মাঝে ভেজা-শিশিরে
ঝাঁক বাধা অপরাজিতারা, মায়ার ডানা মেলে তাকিয়ে আছে
না-উড়ে যাওয়ার পণ করে।
ভর-করা অফুরন্ত আলস্য উধাও নিমিষে;
কত-কত কত-শত ফুল দেখা হলো কাছে থেকে
দূর-কাছে থেকে, দূরে থেকে,
সু-ঘ্রাণ অ-ঘ্রাণ সৌন্দর্যে, মায়া ও বিভ্রমে,
ফুলেদের ভিড়ে, অ-ভিড়ে, প্রকাশ্য-চুপিসারে,
শুধু নীলের অপরাজিতারাই ফুটে থাকে হেসে হেসে,
গর্বিত নয়নে নয়ন-মেলে, নয়ন-জুড়ে; সহাস্য-রোদ-মেলে।
প্রিয় ভেবে কত-কত ফুলেদের যত্ন আত্তি করেটরে
ভাবি, সুন্দরের সুগন্ধি এবার নির্ঘাত ছড়াবে/জড়াবে
ছোট্ট এ বাগানে, সগৌরবে দাঁড়াবে উঁচু মাথা করে
প্রকাশ্য- নীরবে;
গোধুলির সোনা আলোতে দেখি! একি!!
হায় হায়, নষ্ট -ঘ্রাণের মনোরম এক দঙ্গল ধুতরার জড়াজড়ি!!
ছবি নেট থেকে।
২৬টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
বেশ ভাবনাময় পাঠে মুগ্ধতা ছুঁয়ে গেলো কবি দা
ছাইরাছ হেলাল
পড়ার জন্য ধন্যবাদ।
শামীম চৌধুরী
মনোমুগ্ধকর কবিতা।
ছাইরাছ হেলাল
ভাল থাকবেন ভাই।
প্রদীপ চক্রবর্তী
অপরাজিতাকে নিয়ে এত সুন্দর কবিতা।
একরাশ মুগ্ধতা রেখে গেলাম,দাদা।
ছাইরাছ হেলাল
কাপনী কবি বলেই সব কিছু সুন্দর করে দেখেন/ভাবেন।
ভাল থাকবেন।
সুপর্ণা ফাল্গুনী
অপরাজিতের রঙের প্রেমে কে-না পড়েছে! ওর সৌন্দর্য অতুলনীয়। শুধু গন্ধটাই নেই। চমৎকার কবিতা। ধুতুরার সৌন্দর্য ও কিন্তু কম নয়। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
ছাইরাছ হেলাল
সে আপনি যা-ই বলেন, ধুতরা প্রেম ভালু না, শুধুই চমকের বাহার।
গ্রিলে এমন প্রিয় ফুল দেখলে কিছু না লিখে থাকা যায় না।
ভাল থাকবেন।
সুপর্ণা ফাল্গুনী
সেটাই, ভালু না জেনেও সেদিকেই দেখি। গ্রিলে, দরজার পাশে এমন সৌন্দর্য উপেক্ষা করা সত্যিই কঠিন। আরো লিখুন। ভালো থাকবেন সবসময়।
ছাইরাছ হেলাল
লিখে লিখে আপনাদের পাগলু বানিয়ে ছাড়ব।
তখন বুঝবেন কত ধানে কত আটা !!
রোকসানা খন্দকার রুকু
খুব সুন্দর কবিতা। যেমন সুন্দর ফুল তেমনি সুন্দর কবিতা।
একরাশ মুগ্ধতা। শুভ কামনা রইলো ভাইয়া।
ছাইরাছ হেলাল
নিয়মিত পড়েছেন দেখে আনন্দিত হচ্ছি,
ভাল থাকবেন, নিরন্তর।
কামাল উদ্দিন
প্রকৃতির কিছু সৌন্দর্য্য দেখার পর আমার শরীর যখন শিউরে উঠে তখন ভর-করা অফুরন্ত আলস্যরাই শুধু নিমিষে উধাও হয়না, আমার যেন মনে হয় আমার আয়ু বেড়ে যায় এমন শিহরণে, আজকের কবিতাটা অনেকটা সাবলীল মনে হলো……..শুভ রাত্রি।
ছাইরাছ হেলাল
এমন আয়ুস্মান কে আমরা চাই সারাক্ষণ, শিহরনে থাকুক/রাখুক।
হাহাহা সব কিছুই সাবলীল প্রকারন্তরে।
ভাল থাকবেন, আমাদের সাথে।
কামাল উদ্দিন
হয়তো সাবলীলই, কিন্ত……..
ছাইরাছ হেলাল
কিন্তু ফিন্তুর কিচ্ছু নেই।
রেজওয়ানা কবির
অপরাজিতাকে ভালো না বেসে পারা যায় না। হাতে একগুচ্ছ অপরাজিতা নিয়ে বাংলা সিনেমার মত হাটু গেরে বসে প্রপোজ করলে আরও বেশি ভাল লাগত। দেখি আজাদ কে বলব😋😋😋?আর আপনার লেখায় যতই প্রশংসা করি কম মনে হয় ভাইয়া।
ছাইরাছ হেলাল
আসলে এটি আমার খুব প্রিয় ফুল, কখন ফুটবে তার অপেক্ষায় থাকি।
অবশ্যই তাকে বলবেন এবং ফলাফল আমাদের লিখে লিখে জানাবেন।
ভাল থাকবেন আপনি।
আরজু মুক্তা
অপরাজিতা তো অপরাজিতাই।
রঙ ছড়িয়ে, বাড়ায় সখ্যতা।
দারুণ কবিতা।
শুভকামনা সবসময়
ছাইরাছ হেলাল
এই ফুলের এবং এই রঙের প্রতি আমার অসম্ভব টান।
আমাকে সামান্য লেখাগুলোতে নীল এসেছে বহু ভাবে, বারে বারে।
ভাল থাকবেন অনেক অনেক করে।
তৌহিদ
ফুল দেখতে সুন্দর হলেও সব ফুলের ঘ্রাণ সুখকর নয় কিন্তু! তবুও আমরা আকৃষ্ট হই মোহমায়ায়।
শুভকামনা রইলো ভাই।
ছাইরাছ হেলাল
সব ফুলে গন্ধ থাকে না, তবুও ফুলের ফুলেল সৌন্দর্য আমাদের হৃদয় কাড়ে।
ভাল থাকবেন ভাই।
জিসান শা ইকরাম
এমনই হবার কথা, হয়ও।
বেশী যত্ন নেয়া ফুলেরা থাকেনা বাগানে, অন্য বাগানের অতি যত্নের আশায় সে ফুল চলে যায়।
যে ফুলেরা থাকার তারা থেকেই যায়, নিজের বাগান ভেবে।
শুভ কামনা।
ছাইরাছ হেলাল
আপনার না হলে কোন সৌন্দর্যই আসলে কাছে টানে না।
ধন্যবাদ।
হালিম নজরুল
“শুধু নীলের অপরাজিতারাই ফুটে থাকে হেসে হেসে,
গর্বিত নয়নে নয়ন-মেলে, নয়ন-জুড়ে; সহাস্য-রোদ-মেলে।”
————-আপনিও ফুটে থাকেন আমার মনের গহীনে
ছাইরাছ হেলাল
শান্তি পাইলাম, শান্তি পাইলাম, ফুটতে পারি বা না-পারি।
ভাল থাকবেন ভাই, শতেক ব্যস্ততায়।