নীলাম্বরী

আরজু মুক্তা ২১ আগস্ট ২০১৯, বুধবার, ০৯:৩৪:৫২অপরাহ্ন কবিতা ২১ মন্তব্য

তোমার দুটি চোখ শান্ত, ফেনিল, সমুদ্র
আমার চোখে সমস্ত নীল আকাশ
প্রতিফলনে তুমিও নীলাম্বরী, নীলান্জনা!

তুমি গ্রীষ্মে দাবানল দূরীভূত করে
প্রশান্তি এনে দাও এই চোখে!
বর্ষায় কথা নেই, ঝিরিঝিরি বৃষ্টি
কবিতার বই, ধোঁয়া ওঠা চা!

শরতে ভাসাবো ভেলা অজানায়
হেমন্তে তোমার লাজুক মুখটা লুকাবে
হিম হিম ঠান্ডায়______
মৌমৌ গন্ধে উঠোন ভরবে ধানে
সকালে ভাবিদের ব্যস্ততা চিতুই আর ভাঁপা পিঠায়
তুমি মুখে নিলেই উঁ আহ শব্দে আমার অপলক চাওয়া!

লাজুক শীত যখন আমলকীর বনে নাচাবে
তুমিও কি তখন স্থির থাকবে?
আকাশে প্রেম প্রেম রব
পূর্নিমা বলছে দেরি কেনো?
বসন্তমালা পরবেনা
কোকিলের ডাক শুনবেনা!
চলে এসো, হাতটা ধরো!!!

 

২০৯৪জন ১৮৬২জন
0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ