
তোমার দুটি চোখ শান্ত, ফেনিল, সমুদ্র
আমার চোখে সমস্ত নীল আকাশ
প্রতিফলনে তুমিও নীলাম্বরী, নীলান্জনা!
তুমি গ্রীষ্মে দাবানল দূরীভূত করে
প্রশান্তি এনে দাও এই চোখে!
বর্ষায় কথা নেই, ঝিরিঝিরি বৃষ্টি
কবিতার বই, ধোঁয়া ওঠা চা!
শরতে ভাসাবো ভেলা অজানায়
হেমন্তে তোমার লাজুক মুখটা লুকাবে
হিম হিম ঠান্ডায়______
মৌমৌ গন্ধে উঠোন ভরবে ধানে
সকালে ভাবিদের ব্যস্ততা চিতুই আর ভাঁপা পিঠায়
তুমি মুখে নিলেই উঁ আহ শব্দে আমার অপলক চাওয়া!
লাজুক শীত যখন আমলকীর বনে নাচাবে
তুমিও কি তখন স্থির থাকবে?
আকাশে প্রেম প্রেম রব
পূর্নিমা বলছে দেরি কেনো?
বসন্তমালা পরবেনা
কোকিলের ডাক শুনবেনা!
চলে এসো, হাতটা ধরো!!!
২১টি মন্তব্য
জিসান শা ইকরাম
কবিতা এবং ছবি দুটোই সুন্দর হয়েছে।
আরজু মুক্তা
ধন্যবাদ।
ভালো থাকবেন।
শুভকামনা
নিতাই বাবু
আহা কী সুখ!
আরজু মুক্তা
ধন্যবাদ।
ভালো থাকবেন।
শুভকামনা।
মনির হোসেন মমি
তোমার দুটি চোখ শান্ত, ফেনিল, সমুদ্র
আমার চোখে সমস্ত নীল আকাশ
প্রতিফলনে তুমিও নীলাম্বরী, নীলান্জনা!
আহা কত আবেগ! দারুণ।
আরজু মুক্তা
ধন্যবাদ ভাই।
শুভকামনা।
ধন্য হলাম।
প্রদীপ চক্রবর্তী
অনবদ্য লেখনী দিদি।
আরজু মুক্তা
শুভকামনা
তৌহিদ
কবিতার নামটি কিন্তু সুন্দর হয়েছে। নীলাম্বরীর আশা পূরণ হোক।
ভালো লাগলো পড়ে আপু।
আরজু মুক্তা
নীলাম্বরী নামটা আমারও পছন্দ।
শুভকামনা।
শামীম চৌধুরী
তুমি গ্রীষ্মে দাবানল দূরীভূত করে
প্রশান্তি এনে দাও এই চোখে!
বর্ষায় কথা নেই, ঝিরিঝিরি বৃষ্টি
কবিতার বই, ধোঁয়া ওঠা চা!
সবগুলিই স্বার্থকতা পেয়েছে গ্রীষ্মের দাবানলেন জন্য। গ্রীষ্মের অপর সৌন্দর্য বর্ষা। আর বর্ষা মানেই যুগল মানবের চায়ের কাপে বা আড্ডা জমিয়ে তোলা।
খুব সুন্দর হয়েছে কবিতাটি।
আরজু মুক্তা
অভিমানী কবিতা।
শুভকামনা জানবেন
ছাইরাছ হেলাল
কোন ঋতু তো বাদ দিলেন না!
এত তাড়া কিসের! এখন-ই বসন্ত নিতে চান!
আরজু মুক্তা
বসন্ত জাগ্রত দুয়ারে।
খোল দ্বার খোল, লাগলো যে দোল।
আজি জলে স্থলে বনতলে লাগলো যে দোল।
শুভকামনা
shafiq nohor
খুব ভাল লাগলো কবি ।
আরজু মুক্তা
শুভেচ্ছা জানবেন।
বন্যা লিপি
কি সুন্দর প্রকাশ করলেন নীলম্বরীর চাওয়া।
পড়তে পড়তে ঘুরে এলাম সকল উঠোন জুড়ে। এবার হয়তো এসেই যাবে। দেরি নেই আর।
আরজু মুক্তা
চলে আসেন। নীলাম্বরীর সাথে আড্ডা দিতে।
শুভকামনা জানবেন।
দালান জাহান
খুব আবেগী সুন্দরকবিতা
আরজু মুক্তা
শুভেচ্ছা অফুরন্ত।
মোহাম্মদ দিদার
হৃদয় ছূয়ে গেলো