
সোনেলা! নামটির প্রেমে পড়ি প্রথমদিনেই। এতো সুন্দর একটা নাম, যার অর্থ খুঁজে নিতে হয় অনুভব দিয়ে। শৌখিন সুন্দর এই জগতের সন্ধান পাওয়ার পর সোনেলা অঙ্গনে নীড় বাধতে দেরি করিনি। একটুকরো জমিতে পরম মায়ায় গড়ে তুলেছি নিজের একখানা ঘর। আমার একান্ত নিজের ছায়া সুনিবিড়, শান্তির ঘর। এই আঙ্গিনায় পেয়েছি শত শত বাড়ি। একেকটা বাড়িতে বসত করেন সোনালী মানুষেরা। ছন্দে-বর্ণে-ছবিতে সাজানো গোছানো চমৎকার সব বাড়ি। দিনে-রাতে সারাক্ষণই আলোকিত এই বাড়িগুলো। প্রতিটি বাড়ির আলোকসজ্জায় চোখ ধাঁধিয়ে যায়। অবাক করা ব্যাপার হলো, এখানে যারা নীড় বেধেছেন তারা কেউ-ই তাদের বাড়িতে দরজা জানালা বন্ধ রাখেন না!
সবাই আমন্ত্রিত, সবার জন্য উন্মুক্ত সোনেলার সোনালী মানুষদের নীড়।
সবাই ব্যস্ত থাকেন এই আঙ্গিনায়। কেউ লেখেন গল্প, কেউ স্মৃতিকথা। আত্মজীবনী, মনিষীদের পরিচিতি, স্বাস্থ্য বার্তা, খেলাধুলা। কেউবা গুনগুন করে লিখে যান কবিতা। কারো কারো মাথায় দেশপ্রেম, তারা দেশের সমসাময়িক বিষয় গুলো নিয়ে আলোচনা করেন। রম্যরচনায় আনন্দে ভাসিয়ে দেন কেউ-কেউ। কেউ-বা শুধুই একেকটা বাড়িতে ঘুরে বেড়ান, সঙ্গ দেয়াতেই তাদের আনন্দ। আপন নীড়ের দেখভালের পাশাপাশি জানালা দিয়ে উঁকি দিয়ে দেখে নেন পাশের নীড়ে হচ্ছে টা কী!
কেউ কিছু করতে পেরেছে( রচনা), ওমনি ছুটে চলেন তার সুখ-দুঃখ, অনুভব-অনুভুতির ভাগীদার হতে। কেউ তার লক্ষ্যে পৌঁছেছে, শুভেচ্ছা অভিনন্দন দিতে দেরি হয় না। এমনই এক সোনালী উঠোনের নাম সোনেলা!
সারাদিন এখানে আলোয় সয়লাব। ব্লগবাসীর আনাগোনায় মুখরিত। এই ঘর ঐ ঘরে ছুটোছুটি, হুটোপুটি। যেনো কলকাকলীতে ভরে থাকে চারপাশ। কারো কোনো বিশ্রাম নেই, নেই ক্লান্তি প্রকাশের ফুরসত!
আর রাত্রিতে?
সোনেলায় আসলে রাত নামেই না। রাত্রিতেও চলে সোনালী পাখিদের উড়াউড়ি-ঘুরাঘুরি। কেউ নেই, সবাই ঘুমিয়ে গেছে ভেবে অনেকেই আসেন রাত্রি নিঝুম হলে। চুপিচুপি দেখি, কি করছেন রাতের অতিথি। অতিথি হয়তো নিরিবিলি আঙ্গিনা পেয়ে চন্দ্রিমা স্নানে মগ্ন, ঠিক তখনই সামনে গিয়ে চমকে দেই, কথা বলি মন্তব্যের ঘরে বসে। রাতে আর কেউ থাকুক বা না আসুক, আমার প্রিয় সখী বন্যা আসবেই, মাস্ট!
– এ্যাই, তুমি এতো রাতে ব্লগে কি করো?
= ইশশশ, তুমিও তো ব্লগে। নিজে কি করো?
আবার মাঝে মাঝে জ্বলজ্বল করে জ্বলে উঠে কিছু কিছু নীড়-বাতি। দূর-বহুদূর থেকে জ্বলে উঠা নীড়ের পাশে গিয়ে দাঁড়াই। চোখে প্রশ্ন, মনে কৌতুহল..
– কি ব্যাপার? এতোদিন পর?
= দেখতে আসি। অনেকদিন এখানে না এলে মনে হয় কিছু একটা মিস করছি। মন অস্থির হয়ে উঠে। তাই এসেছি।
নাহ, আর কিছু জিজ্ঞেস করা হয়ে উঠে না। প্রশ্নত্তোরের বাকিগুলো আমার জানা আছে।
সোনেলা! একবার যে তোমার বুকে ঘর বেধেছে, সে তোমায় ভুলে থাকতে পারে না। পারবে না।
তোমারই আঙ্গিনায় আপন নীড়খানি মোর
গড়েছি মায়ার বন্ধনে,
দিবসে-নিশীথে তুমিময় আমি,
তোমাতেই পেয়েছি খুঁজে আপন করে আপনারে..
শুভ রাত্রি সোনেলা,
জয় হোক তোমার, জয়ী হোক তোমার আঙ্গিনা।
ভালো থাকুক আমার সোনেলা পরিবারের সব্বাই।
* ছবি -আমার 🙂
৪২টি মন্তব্য
বন্যা লিপি
গতকাল রেগে মেগে তোমাকে টেক্সট করেছিলাম, ‘কিছুদিন আর ব্লগেই যাবো না’ তার শোধ নিলে বুঝি এভাবে?
আচ্ছা, রোসো; আবার আসছি ফিরে আমার ঘরের হাড়ির পাতিলের ঠোকাঠুকি নিয়ে।
সাবিনা ইয়াসমিন
ও মোর ময়নাগো..
কার কারণে তুমি একেলা
কার বিহনে তুমি দিবা-নিশি উতলা?
আমি জানি তুমি আসবেই
সোনেলায় তোমার দেখা মিলবেই,
তুমি আসবে আসবেই ময়নাগোওঅঅঅঅঅঅ
😀😀😀😀😀
ফয়জুল মহী
নান্দনিক লেখনী । সুখময় এবং সুখ্যাতি হোক সাহিত্যে বিচরণ ।
সাবিনা ইয়াসমিন
অনেক অনেক ধন্যবাদ মহী ভাই।
শুভেচ্ছা নিরন্তর আপনাকেও 🌹🌹
সুরাইয়া নার্গিস
চমৎকার লিখছেন মিষ্টি আপু সোনেলা পরিবারের মায়ায় বাঁধা পড়েছি আমরা সবাই। তাই শত ব্যস্ততার পরও একবার এই বাড়িতে আসা হয় প্রিয় মানুষ গুলো কে কি করছে দেখার জন্য।অনেক ভালো লাগার একটা জায়গা সোনেলা ব্লগ,ভালো থাকুক প্রিয় মানুষ গুলো।
দারুন ছবি আপু, শুভ সকাল
সাবিনা ইয়াসমিন
সোনেলা আমাদের প্রানের উঠোন।
উঠোনের সবাই ভালো থাকুক, মিলেমিশে মায়ার বন্ধনে।
শুভ প্রায় দুপুর 🙂
শুভ কামনা নিরন্তর 🌹🌹
রিমি রুম্মান
‘ সোনেলা’ নিয়ে সুন্দর একটি লেখা পড়লাম।
সাবিনা ইয়াসমিন
অনেকদিন পর আপনাকেও পেলাম রিমি আপু 😍
নতুন লেখা দিন।
ভালো থাকুন, সুস্থ সুন্দর নিরাপদে থাকুন।
ভালোবাসা রাশি রাশি ❤❤
নিতাই বাবু
সোনেলা নিয়ে আপনার ভাবনাও কিন্তু চমৎকার, দিদি।
শুভ ব্লগিং।
সাবিনা ইয়াসমিন
সোনেলা নিয়ে সবারই নিজস্ব ভাবনা অনুভূতি আছে। আর আমি হলফ করে বলতে পারি সবার ভাবনাই অত্যন্ত সুন্দর।
ভালো থাকুন দাদা,
শুভ কামনা 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
সোনেলাকে নিয়ে একান্ত লেখা মুগ্ধ হয়ে পড়লাম। যেমন আপনি মিষ্টি তেমনি আপনার লেখা ও মিষ্টি । 😋😋😋 খুব ভালো লাগলো মিষ্টি আপু। শুভকামনা রইলো। ভালো থাকবেন সুস্থ থাকবেন। 🌹🌹💓💓
সাবিনা ইয়াসমিন
সোনেলাকে নিয়ে আমাদের প্রায় প্রত্যেকের ভাবনা গুলোই হয়তো মিলে যায়। তাই সোনেলা বিষয়ক লেখায় এমন ভালো লাগা কাজ করে।
অনেক অনেক ধন্যবাদ সুপর্ণাদি।
ভালো থাকুন, শুভ কামনা নিরন্তর 🌹🌹
রেজওয়ানা কবির
অসাধারণ লিখেছেন আপু।মুগ্ধ হলাম।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ ও শুভ কামনা আপনাকেও 🌹🌹
ছাইরাছ হেলাল
ক্ষণ ভঙ্গুরতার মাঝেও সোনেলা আমাদের সবার প্রিয়।
কাছে টানে, কখন ও কখন ও একটু দূরেও। তবুও সোনেলাই হোক আমাদের শেষের ঠিকানা।
কবে যে এমন একখানা স্তুতিকাব্য লিখতে পারবো তাই ভাবছি।
সাবিনা ইয়াসমিন
স্তুতি কাব্য আর লিখতে পারলাম কই!
সোনেলা যেভাবে আমার মাঝে মিশে আছে, যেমন করে তাকে আমি ধারণ করেছি, সেটা ভাষায় প্রকাশ করতে হলে আমার শব্দ ভাণ্ডারে কুলাবে না মহারাজ 🙁
ভালো থাকুন সোনেলার আদি-অকৃত্রিম নিবাসী হয়ে। আমাদেরও সাথে রাখুন আপনার অভিভাবকত্বে। শুভ কামনা 🌹🌹
খাদিজাতুল কুবরা
“সোনেলা! একবার যে তোমার বুকে ঘর বেধেছে, সে তোমায় ভুলে থাকতে পারে না। পারবে না।”
সত্যি আপু আপনার সোনেলাকে নিয়ে ভাবনা অতুলনীয়।
তবুও বলবো যেন আমা প্রাণের কথা লিখেছেন।
ব্যক্তিগত কারণে নিয়মিত হতে পারি না। কিন্তু সোনেলাকে ধারণ করি প্রতিনিয়ত।
সুন্দর লেখা পড়ে মন ভরে গেছে।
সাবিনা ইয়াসমিন
সোনেলাকে নিয়ে আমাদের সবার ভাবনাই প্রায় একই রকম মনে হয়। তাইতো আমরা এখানে সবাই আত্মিক বন্ধনে জুড়ে গেছি।
ভালো থাকুন আপু। শুভ কামনা 🌹🌹
রোকসানা খন্দকার রুকু।
আমার মনে হয় সবারই একই অবস্থা॥বেলা শেষে নীরে ফেরা॥কারও প্রেমে পড়লে এমনি হয় সকল কাজের মাঝে সারাক্ষন সেইই মাথায় ঘোরে,তাকেই মনে পড়ে! ইশ্ কখন শেষ হবে কাজ আর কখন তার সাথে সময় কাটাবো॥
আসলে সোনেলার মানুষ গুলো একই প্রেম পুজারী বলেই এত ভালো লাগে।কত দুরে দুরে,অথচ কত কাছে॥।
দারুন লাগলো।মনের কথা।।। শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
খুব সুন্দর করে সোনেলাকে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করলেন! ভালো লাগছে দেখে।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
সুপায়ন বড়ুয়া
বিনিদ্র রজনী কেটে যায় কত
গেথে যায় আনন্দ বেদনার সুর
সোনেলা পরিবারে নেমে আসে সুখ
গেয়ে যাই গান যেতে হবে বহুদুর।
ভাল লাগলো আপু। শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
আপনার কাব্যিক কমেন্টের প্রতি একরাশ ভালোলাগা রইলো দাদা। ভালো থাকুন, সাথে থাকুন এমনই প্রত্যাশা করি। শুভ কামনা 🌹🌹
সুপায়ন বড়ুয়া
খুশী হলাম জেনে।
আমার লেখায় পাই না খুঁজে সময় যাবার পরে ?
ভাল থাকবেন। শুভ কামনা।
সুরাইয়া পারভীন
একদম তাই
একবার সোনেলার মাটিতে তার পড়েছে পদচিহ্ন
কিছুতেই পারে না সে সোনেলাকে ভুলে যেতে
যেমন পারি না আমি ভুলে যেতে
তাই তো শত সহস্র ঝঞ্ঝাট পেরিয়ে
ঠিকই আসি সোনেলার উঠানে বিচরণ করতে
একরাশ মুগ্ধতা নিয়ে পড়লাম
মনে হলো এ যেনো আমারই কথা
লাভ ইউ সো মাচ আপু ❤❤❤
সাবিনা ইয়াসমিন
ভালোবাসা আপনাকেও। এমন করেই ভালোবাসুন নিজের রচিত সৃষ্টিকে, সোনেলাকে।
ভালো থাকুন সারাক্ষণ, শুভ কামনা 🌹🌹
প্রদীপ চক্রবর্তী
সোনেলাকে নিয়ে এত সুন্দর মনের ভাব প্রকাশ।
দারুণ লাগলো, দিদি।
একরাশ মুগ্ধতা রেখে গেলাম।
সাবিনা ইয়াসমিন
আমার জানামতে সোনেলার প্রতি আপনারও এমনই মনোভাব। ধন্যবাদ প্রদীপ। ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
সাদিয়া শারমীন
আসলেই আপু ।সোনেলা নিজের অনুভূতি প্রকাশের একটি জায়গা। লেখালেখির একটা বিরাট প্ল্যাটফর্ম এটি। সবচেয়ে ভালো লাগে সকল।এডমিন খুবই আন্তরিক। শুভ কামনা সোনেলার জন্য।
সাবিনা ইয়াসমিন
সোনেলায় এডমিন / ব্লগারদের মাঝে কোন পার্থক্য নেই। এডমিনদের দ্বায় দায়িত্ব সব ফেসবুক গ্রুপে। ব্লগে এডমিনদের কোনো উল্লেখযোগ্য কাজ নেই। এখানে কেবল সম্পর্ক গড়ে লেখক পাঠকের মাঝে। লেখক লিখবেন নিজের খুশিমনে। পাঠকরা পড়ে নিজের মতামত রাখেন নিজস্ব আন্তরিকতায়। এটাই সোনেলার বৈশিষ্ট্য।
সুন্দর মতামতের জন্য অনেক ধন্যবাদ আপু।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
আলমগীর সরকার লিটন
অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আপু
সাবিনা ইয়াসমিন
আপনাকেও ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।
ভালো থাকুন লিটন ভাই। শুভ কামনা নিরন্তর 🌹🌹
ইঞ্জা
সোনেলা! একবার যে তোমার বুকে ঘর বেধেছে, সে তোমায় ভুলে থাকতে পারে না। পারবে না।
তোমারই আঙ্গিনায় আপন নীড়খানি মোর
গড়েছি মায়ার বন্ধনে,
দিবসে-নিশীথে তুমিময় আমি,
তোমাতেই পেয়েছি খুঁজে আপন করে আপনারে..
শুভ রাত্রি সোনেলা,
জয় হোক তোমার, জয়ী হোক তোমার আঙ্গিনা।
ভালো থাকুক আমার সোনেলা পরিবারের সব্বাই।
আর কিছু বলার আছে?
আপু এ যে আমারও অনুভূতি।
ধন্যবাদ সুন্দর অনুভূতি জানানোর জন্য।
সাবিনা ইয়াসমিন
আমি এর বেশি কিছু বলতে অক্ষম। সোনেলাকে নিয়ে আমাদের সবার ভাবনা গুলো প্রায় একই রকম।
ভালো থাকুন ভাইজান। শুভ কামনা 🌹🌹
ইঞ্জা
হুম খারাপ বলেননি আপু।
শুভেচ্ছা জানবেন আপু।
তৌহিদ
সোনেলার সোনালি আলোয় এখানে কখনো সন্ধ্যা রাত কিছুই নামেনা। সমসময় আলোকিত থাকে সবার বিচরণে। নামের পাশে সবুজ বাতির মতন ব্লগারদের উপস্থিতি মনে সাহস আর প্রেরণা যোগায়।
সোনেলা এগিয়ে চলুক আপন গতিতে। ভোরের পাখিদের কিচিরমিচির শব্দে মুখরিত থাকুক চারপাশ।
ভালো থাকুন আপু।
সাবিনা ইয়াসমিন
সোনেলা এগিয়ে যাবে তার সোনালী অঙ্গনের সোনালী মনের মানুষদের নিয়ে।
ভালো থাকুন তৌহিদ ভাই। শুভ কামনা 🌹🌹
আরজু মুক্তা
সোনেলা স্বমহিমায় এগিয়ে যাক। লেখকদের দৃপ্ত পদচারণায় মুখরিত হোক।
সাবিনা ইয়াসমিন
সবার প্রত্যাশা এটাই। সোনেলা এগিয়ে যাক তার নিজস্বতায়।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
উর্বশী
সোনেলার ভালোবাসার সোনালী রোদ্দুর বিচ্ছুরিত রশ্মিতে অসংখ্য পরিকল্পনায় ধাপে ধাপে এগিয়ে যাবে স্বপ্ন চূড়ায়। ভাবনার বহিঃপ্রকাশ প্রায় এক ই রকম হতে পারে সবার। শুধু কালক্ষেপণ টুকু আলাদা বৈশিষ্ট্য বহন করবে।ভালোবাসার পরিমাপ টাও তখন সাবলীল প্রকাশ পাবে।
খুব পরিপাটি করে একান্ত উপলব্ধির বহিঃপ্রকাশ করেছেন। ভাল লেগেছে।
ভালোবাসা ও সোনেলার জয় হোক।
সাবিনা ইয়াসমিন
আপনার মতামতের সাথে শতভাগ সহমত হলাম।
আমাদের অনুভূতি যেমনই হোক ভাবনার বহিঃপ্রকাশ প্রায় একই রকম ঘটে। কারন শব্দের নিজস্ব একটা পরিধি থাকে। আমরা সেটা অতিক্রম করতে পারি না। সোনেলা নিয়ে আপনার ভাবনাটুকু জানার অপেক্ষায় আছি আপু। লিখুন প্লিজ।
ভালোবাসা অবিরাম ❤❤
জিসান শা ইকরাম
সোনেলাকে যে আপনি কতটা ধারণ করেছেন হৃদয়ের মাঝে তা এই লেখাতেই ফুটে উঠেছে।
সোনেলা একটি অনুভবের নাম। জীবনানন্দের এক কবিতায় এই শব্দটি ছিল। আমরা সে কবিতাটি অনেক খুঁজেছি কিন্তু পাইনি আর। কবিতাটি না পাওয়ায় আমরা বেশ অস্বস্তির মাঝেই ছিলাম, দু একজনে জিজ্ঞেস করতো সোনেলার অর্থ কি? কবিতাটি না পাওয়ায় আমরা বলতে পারতাম না।
আগে আমরা সোনেলা শব্দ নিয়ে এভাবে লিখতামঃ
সোনেলার অর্থঃ সোনেলার কোন আভিধানিক অর্থ নেই। সম্পূর্ণটাই উপলব্ধির ।
এক কবি এক ঝক্ঝকে দুপুরে বসে আছেন আনমনে। হঠাৎ তিনি সোনালি রোদের সৌন্দর্য বিমোহিত হলেন। নির্মল আকাশ , চারদিকে প্রাকৃতিক সৌন্দর্য , এর মাঝে সোনালী ঝক্ঝকে রোদ । তিনি এই উজ্জল সোনালী রোদকে তাঁর প্রেমিকা হিসেবেই কল্পনা করলেন , যে তাঁর সমস্ত অস্তিত্বকে এক অপার আলোতে উজ্জল করে দিয়েছে । এই প্রেমিকাকে উনি নাম দিলেন সোনেলা ।
সোনেলা হচ্ছে এক উজ্জল রোদের নাম। সোনালী রোদের প্রত্যাশা আমাদের সবার। সব আঁধার কেটে গিয়ে এই সোনালী রোদ হাসুক আমাদের প্রিয় এই দেশটিতে সব সময় – এই আশায় আমরা বেঁচে থাকি ।”
একদিন গ্রুপে আপনি পুরো কবিতাটি দিয়ে দিলেন। সোনেলা ব্লগ আপনার কাছে কৃতজ্ঞ এজন্য।
আপনি লিখে দিলেন জীবনানন্দ দাসের কবিতাটিঃ
একদিন — একরাত করেছি প্রেমের সাথে খেলা!
এক রাত — এক দিন করেছি মৃত্যুরে অবহেলা
এক দিন — এক রাত তারপর প্রেম গেছে চলে —
সবাই চলিয়া যায় সকলের যেতে হয় বলে
তাহারও ফুরাল রাত! তাড়াতাড়ি পড়ে গেল বেলা
প্রেমের ও যে! — এক রাত আর এক দিন সাঙ্গ হলে
পশ্চিমের মেঘে আলো এক দিন হয়েছে সোনেলা!
আকাশে পুবের মেঘে রামধনু গিয়েছিল জ্বলে
এক দিন রয় না কিছুই তবু — সব শেষ হয় —
সময়ের আগে তাই কেটে গেল প্রেমের সময়;
এক দিন এক রাত প্রেমেরে পেয়েছি তবু কাছে!
আকাশ চলেছে তার — আগে আগে প্রেম চলিয়াছে!
সকলের ঘুম আছে — ঘুমের মতন মৃত্যু বুকে
সকলের, নক্ষত্রও ঝরে যায় মনের অসুখে
প্রেমের পায়ের শব্দ তবুও আকাশে বেঁচে আছে!
সকল ভুলের মাঝে যায় নাই কেউ ভুলে — চুকে
হে প্রেম তোমারে! — মৃতেরা আবার জাগিয়াছে!
যে ব্যথা মুছিতে এসে পৃথিবীর মানুষের মুখে
আরো ব্যথা —
বিহ্বলতা তুমি এসে দিয়ে গেলে তারে —
ওগো প্রেম, সেই সব ভুলে গিয়ে কে ঘুমাতে পারে!
-প্রেম, জীবনানন্দ।
আপনার এই পোষ্টে রাতের সোনেলার যে বর্ননা দিলেন, তেমন করে ভাবিনি কখনো।
বাড়িতে বাড়িতে লাইট জ্বলছে। অদ্ভুত সুন্দর উপমা।
সোনেলার জন্মমাসে লেখা দিচ্ছে সবাই বর্তমানে।
আপনি দেখছি বেশ এডভান্স, আগাম লেখা আরম্ভ করলেন সবার আগেই।
সোনেলার প্রতি আপনার আবেগ, ভালোবাসা, সোনেলায় বিচরণ ইত্যাদি নিয়ে কিন্তু অনেক পোষ্ট লেখা যায়। ভাবছি ভবিষ্যতে ব্লগার্স প্রফাইল শিরোনামে ব্লগারদের নিয়ে কিছু পর্ব লিখবো।
অসুস্থ হওয়ায় রাত জাগতে পারিনা বলে আক্ষেপ হচ্ছে আপনার পোষ্ট পড়ে, রাতের সোনেলার সৌন্দর্য দেখা হতে বঞ্চিত হচ্ছি আমি।
সারাক্ষণ ভালো থাকুন, শুভ কামনা, শুভ ব্লগিং।
সাবিনা ইয়াসমিন
এমন বিস্তারিত, বিশাল কমেন্ট পড়ে আমি অভিভূত!
সম্ভবত ব্লগে কারো পোস্টে এত বড় কমেন্ট আপনি এই প্রথম দিলেন। কিন্তু কেন! এর ব্যাখ্যা আমার কাছে একটাই। তা হলো সোনেলাকে নিয়ে আপনার আবেগ। নিজ হাতে গড়া এই আঙ্গিনার কথা যেখানে লেখা থাকবে সেখানে আপনি নিজেকে এমন করেই উপস্থাপন করেন/ করবেন।
সোনেলা সদাগতিশীল থাকুক। সুখে-দুঃখে আনন্দে উচ্ছ্বাসের রঙে রঙ্গিন হোক সোনেলা পরিবার।
সোনেলা জন্মোৎসবের শুভেচ্ছা ও অভিনন্দন আপনাকে। শুভ কামনা নিরন্তর 🌹🌹