নিশি পাওয়া চোরের পেত্নীভুত

ছাইরাছ হেলাল ১০ ফেব্রুয়ারি ২০১৭, শুক্রবার, ০৬:১৬:২৩পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২২ মন্তব্য

শীত রাত, দু’টো বেজে সাড়ে তেত্রিশ মিনিটে পৌছুলে,
ভাঙ্গা ঘুমের এপাশ-ওপাশ, কী করি কী না করি,
কী পড়ি কী ই বা লেখি! পড়ি পড়ি, এটা পড়ি ওটা উল্টাই,
ইলিয়াড না স্তাদল!
চিড়বিড় চিড়বিড়, সুনসান শীতে নিশি পেল নাকি!
আরে ধুর! নিশির মাকে আব্বায়!
আচ্ছা, ঠান্ডা পানিতে গোসল সাজালে কী হয়! কেমন হয়?
হিরহিরে ঠান্ডায় দাঁত ঠকঠক!

খুট করে জানালায় কাচের শব্দ শুনি,
চোর-ফোর এলো নাকি! নাকি ভুতের পেত্নী!
ভয়-ডর পাব কী পাব না ভাবি,
বাইরের নিঝুমের শূন্যতায়, মিট মিটে চোরা চোখে দেখছে আমায়
চোরের পেত্নীভুত!
আমি দেখছি না, আমায় দেখছে, কী করি কী করি!
চোরের দিনটাই মাটি! রুটিরুজি!
পাগল দেখে ভেবে আড়ালহাসি হাসছে কিনা
চোর, ভুত-পেত্নী কে জানে! কে জানে!
হাসে যদিবা হাসুক হাসুক,
শাঁকচুন্নী, শাঁকচুন্নী, তেল কুমারী ভুতের পেত্নী;
হলাম মিথ্যেবাদী, চুন্নির কাছে, এম্নি এম্নি!!

৫৩৬জন ৫৩৬জন

২২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ