
নির্বোধ বাঙালি
এম আর নিরব সাগর
আর কতকাল থাকবো মাগো
চুপ্টি করে মুখ।
করোনা যে করছে খালি
হাজার মায়ের বুক।
যে যার মতো চলছে সবাই
পরছে রোগে জড়ায়।
এক প্রশাসন কিভাবে মা
করবে তাতে লড়াই।
ধরলে পরে চলছেনা তো
কোনো রকম ঘুস।
তবু যেন কারোরি মা
হচ্ছে না তো হুস।
সবাই কেবল হাত পেতে থাকি
অদৃষ্টের ই পানে ।
আমরা কেন খুঁজছিনা মা
লক ডাউনের মানে।
মহাবিপদে ও বাঙালিরা করে
জন সমাগম।
দল বেঁধে দেখতে আসে মা
প্রাণঘাতী জম ।
নিজে যদি না রাখে কেউ
নিজেকে নিরাপদ ।
কে করিবে উদ্ধার মা
ধেয়ে আসা বিপদ।
দেবতা এসে বাড়িয়ে দেবে না
তার রক্ষা হাত।
সেও যখন জানবে যে মা
মৃত্যু আছে তাত।
বাঙালিরা আজো হয়নি মানুষ নির্বোধ এই জাতি। সাত কোটি বাঙালির আজ আঠারো কোটি নাতি।
২৭টি মন্তব্য
এস.জেড বাবু
মহাবিপদে ও বাঙালিরা করে
জন সমাগম।
দল বেঁধে দেখতে আসে মা
প্রাণঘাতী জম ।
বাস্তবতা বলেছেন
কবে যে হুস হবে মানুষের
নিরব সাগর
ধন্যবাদ প্রিয়, বাঙালি কোনদিন মানুষ হবেনা।
সুরাইয়া পারভীন
এই নিবোর্ধ বাঙালি জাতি সব না মরে ছাফ হওয়া পর্যন্ত বিশ্বাস ই করবে না তারা মরবে। কোনোদিন ই হুঁশ হবে না আমাদের।
চমৎকার লিখেছেন
নিরব সাগর
বাঙালি মরলেও মানুষ হবেনা এবং এদের হুস হবেনা প্রিয়।
সুরাইয়া পারভীন
একদম ঠিক বলেছেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবসময়
নিরব সাগর
আপনিও ভাল থাকবেন,নিরাপদে থাকবেন।
হালিম নজরুল
সুন্দর প্রয়াস।
নিরব সাগর
ধন্যবাদ প্রিয়
সুপর্ণা ফাল্গুনী
অসাধারণ। ছড়ায় কবিতা খুব ভালো লাগলো। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
নিরব সাগর
আপনিও সুস্থ থাকবেন প্রিয়
নুরহোসেন
বাঙালী অসচেতন জাতি, আর জাতির অসচেতনতার জন্য দায়ী দেশের রাজনীতিবিদরা।
কারন তারা জাতির সঠিক শিক্ষা প্রদানে যথাযথ ব্যবস্হা নেয়নি।
নিরব সাগর
আপনার আমার নির্বুদ্ধিতার জন্য তারা দায়ী নয় প্রিয়।
বন্যা লিপি
সচিত্র সমসাময়িক বাস্তব উপন্থাপন।
নির্বোধ বাঙালী।
ভালো লিখেছেন।
ভালো থাকুন
সাবধানে থাকুন
শুভ কামনা।
নিরব সাগর
ধন্যবাদ প্রিয়, আপনিও ভালো থাকবেন।
বন্যা লিপি
উপস্থাপন<
কামাল উদ্দিন
আমরা অত্যন্ত অসতর্ক হয়ে চলছি, জানিনা ভবিষ্যত আমাদের কোন দিকে নিয়ে যাচ্ছে।
নিরব সাগর
মৃত্যুর দিকে যাচ্ছি এবং সেটা মহামারীর দিকে।
কামাল উদ্দিন
অনিশ্চিৎ ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছি, খুবই টেনশন হয়।
নিরব সাগর
জাতি সচেতন না হলে যা হয় তাই হবেই।
সুপায়ন বড়ুয়া
“নিজে যদি না রাখে কেউ
নিজেকে নিরাপদ ।
কে করিবে উদ্ধার মা
ধেয়ে আসা বিপদ।”
মনের কথা বললে বন্ধু
কাটুক যে আপদ।
ভালো লাগলো। শুভ কামনা।
নিরব সাগর
সবাইকে সচেতন হতে হবে তবেই আপদ কাটবে।
রেহানা বীথি
এখনও আমরা সমানে উপেক্ষা করে চলেছি সতর্কতার নিয়মগুলো, আসলেই আমরা নির্বোধ।
বেশ ভালো লিখেছেন।
নিরব সাগর
আমরা যে আপাদমস্তক বোধহীন সবাই ।
ফয়জুল মহী
সুকোমল ভাবনা
নিরব সাগর
ধন্যবাদ প্রিয়
তৌহিদ
করোনা থেকে পরিত্রাণ চাই অতিসত্বর। কত মায়ের কোল ফাঁকা হয়ে যাচ্ছে।
নিরব সাগর
আল্লাহ সবাই কে রক্ষা করুন, আমিন।