
জানি কোথাও কেউ নেই,
ছিলোনা কোনোদিন,
আসবে বলেও আশা জাগায়নি মনের গোপন,
তবুও রাত্রিজাগা, অপেক্ষায় ভালোলাগা, এ কোন অযথা দহনে পোড়ে মন!
না আছে বিশেষ দিন, ক্ষন, সন,
যা আছে তা কেবল যাপিত যাপন কিংবা তথাকথিত জীবন।
অবেলায় বরণ করা বারণ লিখেছিল পুরাণ
সর্বাঙ্গে চোরাবালির আবরণ,
অতলান্তে স্রোতের অথৈ প্লাবন!
এ যে কুহক! সর্বনেশে আলেয়ার ডাক,
তবে কেন দিনরাত শুনতে পাই দূরের হাঁক?
কে আমারে ডেকে যায়?
আমার কেন সাড়া দেওয়ার তাড়া!
আমি তো ভয় পাই আমারই ছায়া,
এ কোন মায়ার আবেশে বন্ধি ব্যাকুল হিয়া!
এরই নাম কি ভালোবাসা!
ভালোবাসাতো এক ফসিল ,
যার অস্তিত্ব নেই, ছিলোনা কখনো,
যা শুধু ভুল অতীত আর ভবিষ্যতের কল্পিত কঙ্কাল!
বর্তমানই সব বাকীটা আবহমান ।
একাকী, একাকী, আমার ভেতর আমি সম্পূর্ণ একাকী,
আমৃত্যু তা-ই থাকতে চাই।
হে মরিচীকা!
আমায় একা থাকতে দাও!
১১টি মন্তব্য
মনির হোসেন মমি
জীবনকে বর্তমান ভেবে চলা উচিত।সুন্দর কাব্য।
খাদিজাতুল কুবরা
হ্যাঁ একদম তাই।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন মমি ভাইয়া।
মোঃ মজিবর রহমান
জীবনকে বুঝেই/উপলদ্ধি করেই কাব্য রচনা। আসলেই মমি ভাই ভালো বলেছেন বর্তমান ভেবেই চলা উচিত ভবি ভাবলেই চিনচিন এলোমেলো উত্থানপতন আসবে। ভালো লাগল,
খাদিজাতুল কুবরা
ঠিকই বলেছেন ভাইয়া। আন্তরিক ধন্যবাদ। ভালো থাকবেন শুভেচ্ছা সবসময়
মোঃ মজিবর রহমান
শুভ রাত্রি
সুপর্ণা ফাল্গুনী
বর্তমানটাই মুখ্য। দিনশেষে একাকীত্ব ই সঙ্গী আমাদের। অফুরন্ত শুভকামনা রইলো
খাদিজাতুল কুবরা
একদম তাই।
ভালোবাসা এবং শুভেচ্ছা জানবেন দিদি ভাই।
ছাইরাছ হেলাল
মুগ্ধ একাকিত্ব মধুর হোক এই কামনা করি।
খাদিজাতুল কুবরা
মনে শান্তি পেলাম। কেউতো বুঝলো একাকীত্ব ও মধূর হয়।
আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন ভাইয়া
হালিমা আক্তার
কেউ থাকে না, থাকে কি কেউ।
গোধূলির কোলে, ঢলে পরা
সূর্যের বুকেও বাজে
একাকিত্বের ঢেউ।
খাদিজাতুল কুবরা
বাহ
কি দারুণ বললেন আপু।
আন্তরিক ধন্যবাদ এবং ভালোবাসা রইলো