
মাহবুবুল আলম ||
লকডাউনে বন্দী মানুষ, নিজের বন্দীশালায়
চারিদিকে অজানা ভয়, তাড়িয়ে শুধু বেড়ায়;
এই বোঝি এই দিলো হানা, করোনা ভাইরাস
কখন জানি কে হয়ে যায়, অচ্ছ্যুত এক লাশ।
নিজকে রাখুন সু-নিরাপদ, রাখুন নিজ ঘরে
তা না হলে এই করোনায়, কখন কে যে মরে;
এই মরাতো ছোঁয় না কোনো, আত্মীয়-স্বজন
পালিয়ে বেড়ায় প্রাণের ভয়ে, যে যার মতোন।
যারা ঘুরে বাজার করে, আনছে থলি ভরে
একই সাথে করোনাকেও আনছে সাথে করে;
বাসায় ঢুকে করোনা ভাইরাস, শুরু করে কাম
সবার দেহে ছড়িয়ে দেয়, করোনারই জার্ম।
নিজে বাঁচুন দেশকে বাঁচান, বাঁচান পরিজন
এতেই সবায় শান্তি পাবেন, শান্ত হবে মন;
লকডাউনের নিয়ম-কানুন, মানবে না যে ভাই
সেই জনের অকালমরণ, কেউ যে রুখার নাই।
এ উছিলায় সে উছিলায়, বাদ দিন বাইরে যাওয়া
ঘরের ভেতর না টিকলে মন, হয়ে যাবেন হাওয়া।
[ ছবি : জনতা প্রকাশের ওয়াল থেকে ]
২৪ এপ্রিল ২০২০
২৩টি মন্তব্য
কামাল উদ্দিন
কবিতা এবং ছবিতা একেবারে সময়ের সাথে সামঞ্জস্য পূর্ণ……ভালোলাগা জানিয়ে গেলাম ভাই।
মাহবুবুল আলম
ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে!
ভাল থাকবে। শুভকামন।
কামাল উদ্দিন
আপনার জন্যও শুভ কামনা সব সময়।
ছাইরাছ হেলাল
আল্লাহর উপর ভরসা রেখে আপনার এই লেখার বিধি মানলে
এবার আমরা বেঁচে যেতে পারব।
ভাল থাকবেন ভাই।
মাহবুবুল আলম
ধন্যবাদ হেলাল ভাই
এ আশায় বুকবেঁধে আছি, কোনো এক প্রসন্ন ভোরে সবায় মিলিত হবো সুর মূর্ছনার ঐকতানে।
ভাল থাকবেন। নিরাপদে থাকবেন।
সঞ্জয় মালাকার
এ উছিলায় সে উছিলায়, বাদ দিন বাইরে যাওয়া
ঘরের ভেতর না টিকলে মন, হয়ে যাবেন হাওয়া,
চমৎকার উপস্থাপন দাদা ,
ঈশ্বর আল্লাহ সহায়, আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো।
মাহবুবুল আলম
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
নিরাপদে থাকুন। ভাল থাকুন।
সুপায়ন বড়ুয়া
“নিজে বাঁচুন দেশকে বাঁচান, বাঁচান পরিজন
এতেই সবায় শান্তি পাবেন, শান্ত হবে মন;”
অসাধারণ ভাইজান, মনটাই ছুয়ে গেল।
শুভ কামনা।
মাহবুবুল আলম
দাদা! অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাবেন ।
তৌহিদ
করোনা থেকে বাঁচে স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই। আমরা করোনাকে জয় করবোই একদিন।
ভালো থাকবেন ভাই।
মাহবুবুল আলম
তৌহিদ ভাই ! ধন্যবাদ ও শুভেচ্ছা জানাবেন ।
সুপর্ণা ফাল্গুনী
ছবিটা একদম মিলে গেছে কবিতার সাথে। সাবধান না হলে অচ্ছুৎ লাশ হতে হবে। লকডাউন মানতে হবে নিয়মমত। ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর কবিতা উপহার দেবার জন্য। শুভ কামনা রইলো
মাহবুবুল আলম
অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন। শুভেচ্ছা জানবেন !
সুরাইয়া পারভীন
একমাত্র সৃষ্টিকর্তা ভরসা
তিনি চাইলে মেরেও বাঁচিয়ে রাখতে পারেন।
তবে এমন মৃত্যু যেনো শত্রুরও না হয়।
কবিতার সাথে ছবিটার দুর্দান্ত মিল।
চমৎকার লিখেছেন
মাহবুবুল আলম
এখন আল্লাহই একমাত্র ভরসা।
ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন!
ফয়জুল মহী
।মনোরম ও মনোহর লেখনী ।
মাহবুবুল আলম
ধন্যবাদ।
হালিম নজরুল
ভাল লেখা। ছবিটাও চমৎকার প্রাসঙ্গিক।
মাহবুবুল আলম
অনেক ধন্যবাদ ভাই!
জিসান শা ইকরাম
ঘরেই আছি ভাইজান।
ভালো লেগেছে কবিতা।
শুভ কামনা।
মাহবুবুল আলম
জিসান ভাই! অনেক ধন্যবাদ আপনাকে!
সাবিনা ইয়াসমিন
বাঁচতে হলে এবং স্বজনদের সুস্থতা নিশ্চিত করতে হলে বাহানা ভুলে ঘরে থাকার কোন বিকল্প নেই।
সংযুক্ত ছবিটি লেখার সাথে একদম মিলে গেছে।
ভালো থাকুন প্রফেসর সাহেব,
শুভ কামনা 🌹🌹
মাহবুবুল আলম
ধন্যবাদ সুমনা। আপনিও ভাল থাকবেন।