
দ্বিধান্বিত-দ্বিখণ্ডিত হৃদয়, খাঁটি কৃতজ্ঞতা ঢের প্রশংসা,
বিছানো পথের পরিচ্ছন্নতায়;
ফাঁদের কিনারায় দাঁড়িয়ে শিকারির সহজ শিকার হচ্ছি কী-না
সে উৎকণ্ঠার কনকনে শীত/গনগনে ঘন তাপ হৃদয় জুড়ে;
সাফল্য গোলাপের হাতছানি সে তো ধোঁয়াশা দিগন্তে!
গোলাপ উদ্যানের বীণার সুর! বিষাদ নিরাময়ের ঔষধ!
মুসাফির হৃদয়ের মিলন-আলিঙ্গনে ছুঁয়ে যায়-না।
আত্মার গহীন অন্ধকার অন্তরালে, প্রভুর প্রতিশ্রুতি হয়ে-ও পৌছায়-না।
পর্বত-দৃঢ়তায় মুক্তি চেয়ে নেব! বিটকেলে সিঁদেল চোরের মত!
ভুল অনুশোচনায়, অনুশোচনার ভুলে!!
দ্বিধাগ্রস্ত ও নিয়ন্ত্রণহীন আঁধার রাতের অবসান,
সে তো একান্ত ই চাওয়া, হোক-না তা অপরিপক্ব উচ্চাশা
অন্ধ-কুপের অতলে বসে;
না-ছোড় আমি,
এ কোন স্মৃতির মহড়া নয়,
নূতন বছরকে স্বাগত,
সঙ্গিন প্রেমের বাসা-বাঁধা নিরঙ্কুশ-নিষ্কলুষ স্বপ্ন-পুরীতে।
ছবি নেটের।
১৬টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
নতুন বছর নতুনত্ব নিয়ে আসুক সেই অপেক্ষায় আছি। উৎকণ্ঠার অবসান হোক মহান সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা নিরন্তর
ছাইরাছ হেলাল
আপনিও ভাল থাকবেন এ কামনাই করি।
ধন্যবাদ।
রোকসানা খন্দকার রুকু
এই প্রার্থনা ছাড়া আর কিছুই করার নেই।
শুভ কামনা ভাইয়া।
ছাইরাছ হেলাল
আমাদের ও একটু প্রার্থনায় রাখবেন।
ভাল থাকুন।
হালিমা আক্তার
সকল আঁধার কেটে যাক | আবার হেসে উঠুক পৃথিবী | শুভ কামনা |
ছাইরাছ হেলাল
হাসি হাসি হাসা হাসি পৃথিবী আমাদের সবার কাম্য।
শুভেচ্ছা আপনাকে।
আরজু মুক্তা
গোলাকার পৃথিবীতে সবকিছুই একসময় ঠিক মতো আসবে। নতুন বছরে নতুন আশার বাণী নিশ্চয় আসবে সাত আসমান হতে।
শুভ কামনা
ছাইরাছ হেলাল
ঝপ করে সাত আসমান এসে পড়লে সামলাতে পারবো তো।
তবে আসুক আসুক, গড়িয়ে জড়িয়ে।
শুভেচ্ছা আপনাকে।
তৌহিদুল ইসলাম
সব পঙ্কিলতা দূর হয়ে নতুন বছর আসুক শান্তির বার্তা নিয়ে। আপনাকেও অনেক শুভেচ্ছা ভাই।
ছাইরাছ হেলাল
এই দুর্দিনে আল্লাহ আমাদের শান্তিতে রাখুন এই প্রার্থনাই করি।
ভাল থাকবেন, ভাই।
সাবিনা ইয়াসমিন
নববর্ষের শুভেচ্ছা আর এই লেখার কমেন্ট দিবো না,
আগে পলান্নের রেসিপি দিন তারপর অন্য কথা 😡
ছাইরাছ হেলাল
আচ্ছা এখানে আর দেয়া লাগবে না, এর পরে যে খান কতক আছে সেখানে
একটু ঢু দিলেই বর্তে যাব।
এক কাজ আপনি করুন, আমিও, ফেক-বুকের ডিকশনারিতে ট্রাই কুরুন/করি, দেখি-না কী কী হয়!!
থাক থাক, রোজা রমজানে কাঁহাতক আর কষ্ট করা /দেয়া যায়!
https://fb.watch/4Xp2Wztbwu/
এবারে এখানে দ্রুত মন্তব্য দিন কায়দা করে/কায়দা মত।
সাবিনা ইয়াসমিন
হাহাহাহাহা, তাইতো বলি মহারাজ সারাক্ষণ এত ফেবুকের গুণকীর্তন কেন গায়!!
রান্নাঘর গুলোর দখল নিয়েছেন এই পলান্ন খাওয়ার চক্করে! 😀😀
ছাইরাছ হেলাল
ফেসবুক ছাড়া আমার চলেই না!!
বেশী খান, বেশী বেশী ফেকবুক চালান।
তৌহিদুল ইসলাম
এইবার বুঝলাম ভাই আপনাকে ইনবক্স করেও প্রতিউওর পাওয়া যায়না কেন। সারাদিন ফেসবুকে রান্নাবান্নার ভিডিও দেখা হচ্ছে!
ছাইরাছ হেলাল
আহারে ভাই আমার কত সহজে অঙ্ক মিলিয়ে নিলেন।
এই লিঙ্ক মেই প্রথম বার ই খুঁজে পেয়ে এখানে দিলাম।
এক সময় রান্না আমার হবি ছিল, তখন এমন ইউ টিউব ছিল না, অনেক পড়া পড়ে পড়ে রান্না শিখতে হয়েছে।
ভাল থাকুন।