নিঃসঙ্গ স্বদেশে

ছাইরাছ হেলাল ২৮ জানুয়ারি ২০১৭, শনিবার, ০৬:৩৭:১৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৬ মন্তব্য

আকণ্ঠ নিঃসঙ্গতা পানে মুখিয়ে থেকে
অরণ্যোদ্ধত হয়ে হল্লায় মেতেছি,
কনকনে সুন্দরতম শূন্যতার মুখরা মৌমাছির বেশে
ফুলে ফুলে ফুলমধু নিয়েছি,
ঝড়ঝঞ্ঝায় খালি-পা নিয়ে হেঁটে গেছি
জলাজঙ্গল-মরুভূমি-পাহাড়-পর্বতের তুষার চুড়োয়,
অভাবী স্বভাব নিয়ে বাঘের সওয়ারী করেছি
আত্মহত্যাকে কাঁচকলা দেখিয়ে বাঘের দুধ খুঁজেছি,
বর্ষাজোয়ারে উজিয়েছি কত কত খাল-নদী
এ আমার পূত আগুনে পোড়ানো  সুস্থ অসুস্থতা, অক্লান্ত হৃদপিণ্ডে;

আচমকা আর্য রূপসীর বেশে রাত্রি এলো
জাদুকাঠি ছুঁইয়ে স্বাস্থ্যবান শরীরী আগুন ঢেলে
স্পর্শমণি আর রক্তপদ্ম মেলে দিলো;

আমার সাধের একান্ত প্রাণের স্বাধীন নিঃসঙ্গ স্বদেশ!!
অসম্ভব পীড়িত হলো, জবুথবু আনারোগ্যতায়;

৬৭৫জন ৬৭৪জন

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ