তোমাকে হারিয়ে আমি-
ঘুরি এখন রাস্তার বাঁকে।
হারালে কোথায় তুমি-
এভাবে আমায় একা রেখে ।
খুজি তোমায় আজোও স্বলিলে ।
এ কেমন খেলা তুমি খেলিলে?
না কি কোনো ভুল ছিল আমার?
লাগতনা ভালো কিছুতেই তোমার!
তবে কেন এসেছিলে?
না কি এটাই ছিলো চাওয়া?
একবার ও কি ভেবেছিলে?
কতটা গভির সে ভালবাসা?
ভালো আমায় না বাসো,
কাছে আমার না আসো,
যত দিন আছি এ ধরায়-
ভালোবেসে যাবোই তোমায়!
১৪টি মন্তব্য
অনিকেত নন্দিনী
“খুজি তোমায় আজোও স্বলিলে”
স্বলিলে কী?
অ. ট. লেখা এবং দাঁড়ি-কমার মাঝে স্পেস হয়না।
ভালো থাকবেন। -{@
শুভ মালাকার
অনেক-অনেক ধন্যবাদ আপনাকে। আরো একবার আমাকে শিখার অনুপ্রেরনা দানের জন্য। আশা রাখব প্রতি বার আপনি আমাকে একটি-একটি করে ভুল ধরিয়ে দিয়ে নতুন-নতুন শব্দের জ্ঞ্যান আহরনে সহায়তা করবেন।
আমি এখানে “স্বলিল” নয় বরং “স্বলীল” লিখতে চেয়েছিলাম “নদীতে” কথাটি বুঝাতে।
আপনার প্রতি শ্রদ্ধা জানবেন -{@
অনিকেত নন্দিনী
সলিল মানে পানি এইটা জানি কিন্তু স্বলীল মানে নদী এইটা কোথাও পাইনি।
আমার নিজের জ্ঞান সামান্যই। হরদম ভুল ধরিয়ে দেয়াটা হয়তো এই সামান্য জ্ঞানে কুলোবেনা।
ভালো থাকবেন। শুভকামনা।
ইলিয়াস মাসুদ
সলিল হবে বোধহয় তবে …..
অনেক ভাল লেগেছে ভাইয়া কবিতা
মুহাম্মদ আরিফ হোসেইন
চমৎকার হইছে।
শুভ মালাকার
ধন্যবাদ আপনাকে।
ভাল থাকবেন। -{@
জিসান শা ইকরাম
সহজ সরল লেখা
লেখার ভাবনাটি ভালো
আরো লেখুন, আরো পড়ুন।
শুভ মালাকার
ধন্যবাদ আপনাকে
ভাল থাকবেন -{@
অপার্থিব
ভাল লেগেছে। ছোট লেখায় বানান ভুল একটু বেশিই চোখে লাগে। ঠিক করলে ভাল হয়।
শুভ মালাকার
অবশ্যই।
ধন্যবাদ আপনাকে
ভাল থাকবেন -{@
অরুনি মায়া
সহজ কবিতা আমার মতই 😀
তাই ভাল লাগা রেখে গেলাম |
শুভ মালাকার
তবে তো আপনি আমার-ই মতই
ভাল থাকবেন -{@
মোঃ মজিবর রহমান
কবিতা ভালই লেগেছে।
-{@
শুভ মালাকার
ধন্যবাদ আপনাকে।
ভাল থাকবেন -{@