
নিঃসঙ্গতা একটি বিলুপ্ত মুখ
দালান জাহান
নিঃসঙ্গতা সঙ্গমের চেয়ে মুখর
জলের তলে নিঃশব্দ মাছ ধরার চেয়ে
প্রস্তুতিপূর্ণ তার শিকারী হাত।
নিঃসঙ্গতা এক জাল জামরুল মেঘ
একটি অসম্পূর্ণ শব্দের কারুকার্যে
পৃথিবীতে নিঃসঙ্গতা নেমে আসে।
নিঃসঙ্গতা একটি বিলুপ্ত মুখ
যে বার-বার শুকায় বাতাসে প্রেস হয় লন্ড্রিতে
কেবলই অনুপস্থিতির শূন্য সাক্ষর দিতে
নিঃসঙ্গতা আসে নিঃসঙ্গতা যায়
নিঃসঙ্গ পাখি হয়ে।
দালান জাহান
২২.১০.২০
১১টি মন্তব্য
শান্ত চৌধুরী
নিঃসঙ্গতা একটি বিলুপ্ত মুখ
যে বার-বার শুকায় বাতাসে প্রেস হয় লন্ড্রিতে
কেবলই অনুপস্থিতির শূন্য সাক্ষর দিতে
নিঃসঙ্গতা আসে নিঃসঙ্গতা যায়
নিঃসঙ্গ পাখি হয়ে।
অসাধারণ কাব্য ভাবনা
দালান জাহান
ধন্যবাদ দাদা ভালো থাকুন সবসময়
সঞ্জয় মালাকার
কেবলই অনুপস্থিতির শূন্য সাক্ষর দিতে
নিঃসঙ্গতা আসে নিঃসঙ্গতা যায়।
আমি নিঃসঙ্গ পাখি হয়ে থাকতে চাইনি
তবু নিঃসঙ্গ ক্ষত-বিক্ষত হয়ে যাই।
ভালো থাকবেন দাদা, শুভ কামনা!
দালান জাহান
আপনিও ভালো থাকুন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার ভাবনার বহিঃপ্রকাশ ঘটেছে। নিঃসঙ্গতা ঘিরে রাখে নিঃসঙ্গ পাখি হয়ে। বিজয়া দশমীর শুভেচ্ছা ও শুভকামনা রইলো
দালান জাহান
ধন্যবাদ দিদি শুভ বিজয়া
শামীম চৌধুরী
নিঃসঙ্গতা একটি বেদনা দায়ক যন্ত্রনা।
দালান জাহান
ধন্যবাদ দাদা শুভরাত্রি
আরজু মুক্তা
এখন নিঃসঙ্গতা বিলাসিতা
মনির হোসেন মমি
কিছু নিঃসঙ্গতা আছে উপভোগ্যও।খুব ভাল লাগল।
আলমগীর সরকার লিটন
বেশ ভাবনাময় কবি দা