না বলা যন্ত্রণায়

রিতু জাহান ২৩ জুলাই ২০১৬, শনিবার, ০৯:০৮:৫১পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩৮ মন্তব্য

image (2) []
আমার তরে যা ছিল, তা সবই ছিল কুয়াশায় ঢাকা।
এক হাত দূরে স্পর্শের কাছে, অথচ তাকে দেখতে পারিনি স্পষ্ট।
তাকে বলতে পারিনি, এত কাছে, এতো পূরনো তবু তুমি কুয়াশায় ঢাকা।
কুয়াশা কেটে যে রোদ আসে, তার ঝাপটায় চোখে জল ওঠে।
এ রোদ,
রোদ চশমার আড়ালেও পানি ঝরায়।
এ অদ্ভুত আমি, আমার আমিতেই কেঁপে উঠি।
আয়নায় যে মুখখানি, তা আজ মুখোশে ঢাকা।
কচ্ছপের খোলসে নরম আবরনটিও বের হয় না।
ওৎ পেতে থাকা চারদিকের এই যে নিরবিচ্ছিন্ন হাহাকার,
গহ্বর থেকে গহ্বরে ছুঁড়ে দিল আমায়।

৭৭৭জন ৭৭৭জন
0 Shares

৩৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ