
প্রিয় অনিমেষ,
স্বপ্নে হোক বা দুঃস্বপ্নে আমি তোমাকে পেয়েছি। আমি তোমাকে ততোটুকুই পেয়েছি যতোটুকু তুমি আমার নিয়তিতে ছিলে। ঈশ্বর আমার ললাটে যতোটুকু তোমাকে লিখে রেখেছিল সেই ততোটুকু তোমাকে নিয়ে একটা জীবন অনায়াসে কেটে দিতে পারবো আমি। তাই আমাকে নিয়ে ভেবো না। আমি কেমন আছি একলা একা? যদি এমন প্রশ্ন করো উত্থান তবে শুনে রেখো আমি একা নই। আমার প্রতিটা মুহূর্ত আবৃত করে রাখে তোমার ছায়া। যদিও ছায়া হয়ে থাকতে তুমিই চেয়েছিলে। আমি সেদিন ভেবেছিলাম বলবো তুমি আমার স্মৃতি হয়ে থাকবে? তুমি বলেছিলে একদমই না। স্মৃতি আর ছায়া কখনো পাশাপাশি থাকতে পারে না। আমি তোমার স্মৃতি নয় ছায়া হয়ে থাকতে চাই। সেই যে কথাটা মস্তিষ্কে গেঁথে গিয়েছিল সেই থেকে আর কখনো নিজেকে একা মনে হয়নি। মনে হয়নি এই তাবৎ পৃথিবীতে আর কোথাও কেউ নেই আমার।
জানো, যখন কেউ ইনসাল্ট করে বলে…
-আপনার তুমিটা কই? এতো তাড়াতাড়ি ভুলে কেনো গেলে?
আমার তুমি আমার সাথেই আছে। সে আমার হৃদয়ে আছে, আমার মনের মনিকোঠায় আছে। আমার স্বপ্নে আছে, আমার জাগরণে আছে।আমার কল্পনায় আছে, আমার নিঃশ্বাসে আছে। আমার বিশ্বাসে আছে।
জানো আমি হাসতে হাসতে দৃপ্ত কন্ঠে বলি ও আছে, ছিলো আর থাকবেও। গর্ব করে বলি পুরো পৃথিবী ওর বিপক্ষে গেলেও আমারই থাকবে। এমনকি পৃথিবী ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়েও বলবে আবার যদি নতুন পৃথিবী জন্ম নেয়, তবে সে পৃথিবীতে আমি আবার জন্ম নেবো তোমার জন্য। আমি আবার ফিরে আসবো, আসবোই। তখন ব্যঙ্গ করে বলে…
-বাব্বাহ এতো বিশ্বাস!
আমি মিষ্টি হেসে বলি হ্যাঁ এতোটাই বিশ্বাস করি আমি ওকে।
-যদি কখনও ভুলে যায়?
আমি বিশ্বাস করি না সে আমাকে ভুলে যেতে পারে। যে নারীর প্রেমে লোহ/পাথর মানবের পাথর হৃদয়ে প্রেমের ফুল ফুটতে পারে সে নারীকে ভুলে যাওয়া যায় না কখনো। যে নারীর ভালোবাসা পাথরের বুক চিড়ে ঝর্ণার জল গড়াতে পারে সে নারীকে ভুলে যাবে এমন পুরুষ বোধহয় এই ধরিত্রীর বুকে নেই। শুধু এ জনম নয় আগামী কয়েকশ জনম চেষ্টা করলেও ভুলতে পারবে না।
শেষে আমার গায়ে অহংকারী তকমা লাগিয়ে দেয়।
হ্যাঁ অহংকারী আমি। আর হবোই না বা কেনো বলো? যখন মূল্যবান অপূর্ব সুন্দর মিষ্টি ঘ্রাণ দেওয়া গোলাপ ছেড়ে কেউ মূল্যহীন সাদামাটা পথের ধারে ফুটে থাকা বুনোফুল তুলে নিয়ে ভালোবেসে জড়িয়ে রাখে বুক পকেটে, ঘ্রাণহীন ফুলে মন মাতায় তখন বুনোফলের একটু, নাহ একটু নয় বরং অনেক বেশি অহংকার হবে বৈকি।
ভাবতেই অবাক হয়ে যাই এই আমি কখন এতোটা বদলে গেলাম! রাগী, জেদী, অভিমানী, ছিঁচকাদুনী আমি এখন শান্ত ধীরস্থির, ধৈর্য্যশীল পরিপূর্ণ নারী। যে আমি তোমাকে না দেখতে পেয়ে স্থির থাকতে পারতাম না, নাওয়া খাওয়া ভুলে যেতাম সেই আমি এখন আর তোমাকে দেখার জন্য বায়না করি না। তোমাকে হারিয়ে ফেলার ভয়ে চিৎকার চেঁচামেচি করি না। এখন আমি বুঝতে শিখেছি যা আমার তা আমারই থাকবে আর যা আমার থাকবে না তা আমার ছিলোই না কখনো।
জানি তোমাকে লেখা চিঠি শেষ হবে না কখনও। তবুও আজ এখানেই ইতি টানছি। ভালো থেকো প্রিয়।
ইতি তোমার প্রিয়দর্শিনী💜💜💜
২৭টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
অসাধারণ লিখেছেন আজকের চিঠিটা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এমন করে ক’জনে ভাবতে পারে! আপনার ভাবনা গুলো কে স্যালুট জানাই। ভালো থাকুন সুস্থ থাকুন
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দিদি
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়💜
সাবিনা ইয়াসমিন
স্মৃতি আর ছায়া কখনোই পাশাপাশি থাকে না। ছাঁয়া ভেবে যাকে সাথে রাখা হয় সে একসময় স্মৃতিতেই তার নীড় খুঁজে নেয়। শত চেষ্টাতেও ধরে রাখা যায় না। ছাঁয়াকে কেই-বা বন্ধী করতে পেরেছে!
সুরাইয়া পারভীন
ছায়া যদি স্বেচ্ছায় স্মৃতি হতে চায় হতে পারে।
ছায়া হোক বা স্মৃতি যে কাউকে ই আকড়ে বাঁচতে তো হবে।
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ফয়জুল মহী
অসাধারণ চিঠি। ধন্যবাদ আপনাকে। । ভালো থাকুন সুস্থ থাকুন
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া। ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
কামরুল ইসলাম
চমৎকার চিঠি
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
প্রদীপ চক্রবর্তী
এক নিমিষে পড়ে নিলাম।
বেশ ভালো লাগার চিঠি।
শুভকামনা দিদি।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সুপায়ন বড়ুয়া
আবেগময় চিঠি।
মানুষ বদলায় ক্ষনে ক্ষনে
সময়ে অসময়ে নিয়মের অধীনে।
ভাল লাগলো। শুভ কামনা।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
মাহবুবুল আলম
লেখাটা দারুণ লেগেছে। শুভেচ্ছা রই!
সুরাইয়া পারভীন
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ছাইরাছ হেলাল
ভাবনা-প্রেম লেখায় কতই-না সুন্দর-সাবলীল।
করোনাকালে এগুলো খুব উপাদেও ফুসকা!
সবাই চিডি ল্যাহে! ঘটনা কী!
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা হা।
আপনিও একটা লিখুন না সেই সব দাঁত ভাঙ্গা শব্দের সংযোগে।
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
জিসান শা ইকরাম
অত্যন্ত আবেগ দিয়ে লেখা চিঠি ভালো হয়েছে।
কিছু সত্যি অনুভব চিঠিতে প্রকাশ পেয়েছে।
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
হুম ঠিকই বলেছেন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
নীরা সাদীয়া
আপনার এ চিঠি দেখে আমারও একখান চিঠি লিখতে মন চাইছে।
তখন যে মেয়েটি পাগলামো করত আজ সে পরিপূর্ণ নারী। বাহ্ কী মনোরম বর্ণনা!
নীরা সাদীয়া
আরেকটা কথা না বললেই নয়। আপনার লেখার শিরোনামটাই এমন যে পাঠককে টানে…
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা অশেষ আপু
ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সুরাইয়া পারভীন
চিঠি আমাকে অদ্ভুত ভাবে টানে
চিঠি লেখা ও পড়া দুই খুব খুব ভালোবাসি
লিখে ফেলুন আপু
আন্তরিক ধন্যবাদ জানবেন
কামাল উদ্দিন
পড়লাম আপনার চিঠি। আসলে কি আপু, আমি বাস্তববাদী লোক, ভাবাবেগকে খুব একটা আশ্রয় প্রশ্রয় দিতে চাই না। শুভ কামনা জানিয়ে গেলাম।
সুরাইয়া পারভীন
বাস্তবতা ছেড়ে কখনো সখনো স্বপ্নে/ কল্পনায় হারিয়ে দেখুন। জীবন সুন্দর, অদ্ভুত সুন্দর মনে হবে। এই সব কল্পকথাকে আকড়েই বাঁচতে ইচ্ছে করবে। এটা অবশ্য সবার ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে।
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
কামাল উদ্দিন
আমার কাছে মনে হয় সেই স্বপ্নের জগতে বসবাস করা খুব কঠিন হবে।
হালিম নজরুল
চমৎকার চিঠি।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়