
‘Happy Women’s Day’ এই কথাটি গতকাল কম-বেশি সবার ফেসবুক ওয়ালে দাপিয়ে বেড়িয়েছে, ম্যাসেঞ্জারে শুভ বার্তায় ভরে গেছে সব নারীর আইডি, পোষ্টারে ছেয়ে গেছে বিলবোর্ড সহ সংবাদপত্র । আচ্ছা এইযে এতো এতো বিজ্ঞাপন, নারীর নিরাপত্তা নিয়ে হৈচৈ তাতে করে কয়টা নারীর মুক্তি মিলেছে দাসত্ব থেকে, কয়টা নারী ফিরে পেয়েছে তার হারানো সম্মান, সম্ভ্রম? কয়জন নারীকে তার অধিকার ফিরিয়ে দেয়া হয়েছে? রাস্তাঘাটে, ঘরে-বাইরে কয়টা মেয়ে তার সম্ভ্রম হারানো থেকে রক্ষা পেয়েছে, কয়জন নারীর মুখে হাসি ফুটেছে? নারী দিবসের কথা আমাদের দেশের কতজন নারী-পুরুষ জানে?
এসব দিবসের মাহাত্ম্য কি যা পালনে কোনো সফলতা আসেনা, নারী ডুকরে কেঁদে মরে চার দেয়ালের মধ্যে? ফি বছর এই দিনটি আসে – তাতে কয়টা ধর্ষণ বন্ধ হয়েছে? উল্টো দিবসের ডামাডোলে নারীর অবমাননা, কান্না- চাপা পড়েছে। দিবস শুধুই লোক দেখানো চাকচিক্য আর ফ্যাশনের রঙ-তামাশায় পরিণত হয়েছে।
শুভ হোক নারী দিবস। সব নারীকে নারী দিবসের শুভেচ্ছা ও শুভকামনা
ছবি-গুগল
১৮টি মন্তব্য
ফয়জুল মহী
নারীর প্রতি সহযোগী মনোভাব পোষণ করে সহাবস্থা সৃষ্টি করি, সময় এসেছে সেই চ্যালেঞ্জ নেওয়ার। নারীর ন্যায্য অধিকার দেওয়ার সাথে সাথে ন্যায্য সম্মান দেওয়ার নূন্যতম চেষ্টা করি। নিপাত যাক মতলবাজ ও মুখোশ পরা নারীবাদ।
সুপর্ণা ফাল্গুনী
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। প্রথম মন্তব্যের জন্য অভিনন্দন ভাইয়া। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা নিরন্তর
বোরহানুল ইসলাম লিটন
’ডিজিটাল যুগের দান
যেমন তেমন বাজনা
শুধুই চলে গান’
অনন্য উপহারে মুগ্ধতা চিরন্তন প্রিয় কবি।
শুভ কামনায় একরাশ শুভেচ্ছা রেখে গেলাম পাতায়।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপনাকে নিয়মিত অনুপ্রেরণায় রাখার জন্য। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকুন নিরাপদে থাকুন
ছাইরাছ হেলাল
আসলে দিবসগুলো তারিখ সর্বস্ব, অবস্থা যেমন আছে তেমন ই থাকে।
সুপর্ণা ফাল্গুনী
হুম সেটাই তো দেখছি। এতো এতো আয়োজন তবুও দিনশেষে যা ছিল তাই থাকে। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকুন নিরাপদে থাকুন
আরজু মুক্তা
চ্যালেঞ্জ ছুঁড়ে এগিয়ে যাক নারী।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু। এগিয়ে যাক এই কামনা সর্বদা। ভালো থাকুন সুস্থ থাকুন। অফুরন্ত শুভকামনা
রোকসানা খন্দকার রুকু
নিজেদেরই এগোতে হবে । প্রতিবাদী হতে হবে।
শুভ কামনা দি ভাই।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু। ভালো থাকুন নিরাপদে থাকুন। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা
পপি তালুকদার
একটি দিনের জন্য নয় নারী সম্মান হোক প্রতিদিনের জন্য।নারীর প্রাপ্ত সম্মান টুকু আদায়ের জন্য নারীকে এগিয়ে আসতে হবে।
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে। পাশে থেকে অনুপ্রাণিত করার জন্য কৃতজ্ঞ। ভালো থাকুন নিরাপদে থাকুন সুস্থ থাকুন
তৌহিদ
একদিন নয়, প্রতিদিনই একজন মা, স্ত্রী, বোন যেভাবে পুরুষকে আগলে রাখে তারজন্য নির্দিষ্ট কোন দিবস পালন করা আমার কাছে কেমন যেন মনে হয়।
শুভকামনা দিদিভাই।
সুপর্ণা ফাল্গুনী
আপনার সাথে একমত পোষণ করছি। কোনো দিবসের ছকে এসব বাঁধতে চাইনা। না মা দিবস, না বাবা দিবস, না ভালোবাসা দিবস, নারী দিবস ও চাইনা যতদিন না নিজেরা বদলাতে পারবো মনে-প্রাণে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন নিরাপদে থাকুন। শুভ কামনা নিরন্তর
শামীনুল হক হীরা
সুন্দর লিখেছেন।।
এ নিয়ে অনেক কিছুই লেখা যাবে।।
শুভকামনা রইল।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা নিরন্তর
মোঃ রাশিদুল ইসলাম
নারী দিবসের শুভেচ্ছা ও শ্রদ্ধা জ্ঞাপন করি❤️
সুন্দর লিখেছেন
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা নিরন্তর