গ্রামের হেঁটে চলার পথে,
আজ হয়ত মেঠো শালিক আর কাকতাড়ুয়া গুলো খুঁজে বেরায়,
চিরচেনা সে পদচিহ্ন …
নাম না জানা সেই মেয়েটির পদচিহ্ন …
আপন ভোলা , ছন্নছাড়া মেয়েটির কাছে গ্রাম ই ছিল প্রান ,
গ্রামের মাটি, জল ,বায়ু ছিল তার জীবন …
হায় রে !! হারিয়ে গেছে সে আজ ,
অজানার হাতছানিতে অবুঝ সে নীরিহ প্রান ,
হারিয়ে ফেলেছে তার পথ …
ফেরেনি সে আর …
কিন্তু আজও গ্রামের মাটি , জল , বায়ুতে মিশে আছে সে …
আর তার পথ চেয়ে আছে গ্রামের শালিক-কাকতাড়ুয়ারা …
১৯টি মন্তব্য
খসড়া
ভাল লাগল।
স্বপ্নচারী
আমার প্রথম লেখা ।। আপনার ভাল লেগেছে শুনে ভাল লাগল ।। 🙂
জিসান শা ইকরাম
ফিরে আসুক সে আবার গ্রামের মেঠো পথ ধরে। ভালো লিখেছেন।
সোনেলায় স্বাগতম।
কবিতা হলে কবিতা বিভাগ সিলেক্ট জরুন।
স্বপ্নচারী
ধন্যবাদ আপনাকে …
আচ্ছা পরের বার থেকে কবিতা সিলেক্ট করব…
ছাইরাছ হেলাল
স্বাগত আপনি এখানে ।
এমন করে পথ চেয়ে থাকলে ফিরে তাকে আসতেই হবে ।
স্বপ্নচারী
ধন্যবাদ আপনার মতামত জানানোর জন্য …
তার ফিরে আসার আপেক্ষা তেই তো পথ চেয়ে থাকা …
অলিভার
হারিয়ে নয়, সবার স্মৃতি হোক উজ্জ্বল গ্রামের মাটি , জল আর বায়ুর সাথে মিলনে। শালিক-কাকতাড়ুয়ারা গেয়ে উঠুক সেই আনন্দে।
স্বপ্নচারী
সুন্দর বলেছেন ভাই … :c
আজিম
অতি করুন ছন্নছাড়া মেয়েটার হারিয়ে যাওয়া। ভাল লাগল, ধন্যবাদ।
স্বপ্নচারী
আনেক ধন্যবাদ আপনাকেও … 🙂
শুন্য শুন্যালয়
প্রথম কবিতাই এতো সুন্দর !!! ভালো লাগলো খুব। সোনেলায় আপনাকে স্বাগতম আপু -{@
স্বপ্নচারী
ধন্যবাদ ভাই ।।
তবে আপনার একটা ভুল হল ।। আমি স্বপ্নচারী , স্বপ্নচারিনী না ।। :p
স্বপ্নচারী
:Happy-Grin: দেখেন দিভাই, আপনিও আমাকে ভুল চিনেছেন আর আমিও আপনাকে ভাই সম্বোধন করেছি … লীলাবতি দির পোস্ট না পড়লে হয়ত কিছুদিন অজানাই থাকত ব্যাপারটা ।। মাফ করবেন, আসলে নতুন তো তাই বুঝতে পারি নি ।।
ব্লগ সঞ্চালক
সোনেলায় স্বাগতম ।
ভালো লিখেছেন ।
২৪ ঘন্টায় একটি পোষ্ট দিন । এটি কোন লিখিত নিয়ম না , সবার পোষ্ট পড়ার সুবিধার জন্য ব্লগারগনের মতামতের ভিত্তিতে অলিখিত ভাবে এটি মেনে চলেন সবাই ।
শুভ কামনা
শুভ ব্লগিং -{@
স্বপ্নচারী
ধন্যবাদ … আবশ্যই চেষ্টা করব … 🙂
লীলাবতী
প্রথম কবিতা এখানে আপনার । খুব ভালো লেগেছে ।
স্বপ্নচারী
অনেক ধন্যবাদ আপনাকে দিদিভাই … 🙂
শিশির কনা
ভালো লিখেছেন । নিয়মিত লিখুন এখানে ।
স্বপ্নচারী
অনেক ধন্যবাদ ।। 🙂