নাম না জানা মেয়েটি

স্বপ্নচারী ১৪ জুলাই ২০১৪, সোমবার, ১১:১০:৫৫অপরাহ্ন বিবিধ ১৯ মন্তব্য

গ্রামের হেঁটে চলার পথে,

আজ হয়ত মেঠো শালিক আর কাকতাড়ুয়া গুলো খুঁজে বেরায়,

চিরচেনা সে পদচিহ্ন …

নাম না জানা সেই মেয়েটির পদচিহ্ন …

আপন ভোলা , ছন্নছাড়া মেয়েটির কাছে গ্রাম ই ছিল প্রান ,

গ্রামের মাটি, জল ,বায়ু ছিল তার জীবন …

হায় রে !! হারিয়ে গেছে সে আজ ,

অজানার হাতছানিতে অবুঝ সে নীরিহ প্রান ,

হারিয়ে ফেলেছে তার পথ …

ফেরেনি সে আর …

 

কিন্তু আজও গ্রামের মাটি , জল , বায়ুতে মিশে আছে সে …

আর তার পথ চেয়ে আছে গ্রামের শালিক-কাকতাড়ুয়ারা …

৫২৩জন ৫২৩জন
0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ