
হেমন্তের উঁকি দেয়া কৃষক মেলায়
এ-সময়ে এই অসময়ে, এই অবেলায়
কী চাই! কী চাও! বুলবুল!
শ্মশান যাত্রীর বেশে লৌহ-হুঙ্কার এঁকে
পেঁজা মেঘের নীল আকাশ জুড়ে,
কৃষ্ণ-মেঘের ডানা মেলে, বুকে আঁকা
মৃত্যুর-তাণ্ডবে ডাকিনীর সেজে/বেশে
বর্তিকা-বিদ্যুতের আস্ফালনে;
কৃষক-শিশুর ভেসে আসা আর্তনাদ
মুহুর্মুহু রুপালী-তীরের ফলক হয়ে
তোমার ঐ কঠিন বুক ভেদ করে না?
ফিরে যাও হে খামখেয়ালি বুলবুল
অকালের করুণ আর্তনাদ পেছনে ফেলে,
ঐ দূর দেশে, দূরের কোন বিরান অরণ্যে,
স্বেচ্ছাচারী না হয়ে দৈতচারি হও এ যাত্রায়;
নবান্ন-কৃষকের কবিতা-কোলাহলে তুমিও এসো
পরীদের সাথে, পরীদের নিয়ে।
২৪টি মন্তব্য
এস.জেড বাবু
ফিরে যাও হে খামখেয়ালি বুলবুল
অকালের করুণ আর্তনাদ পেছনে ফেলে,
ঐ দূর দেশে, দূরের কোন বিরান অরণ্যে,
স্বেচ্ছাচারী না হয়ে দৈতচারি হও এ যাত্রায়;
আমি, আমরা, আমরা সবাই বলবো আপনার সুরে সুর মিলিয়ে- এসো পীরদের সাথে – পীরদের নিয়ে।
সমসাময়িক লিখায় আপনি অনণ্য, তুলনাহীন।
অনেক দিন বেঁচে থাকুন সুন্দর অনুভূতিগুলি সংঙ্গী করে।
শুভেচ্ছা ভাইজান।
ছাইরাছ হেলাল
আপনি একটু বাড়িয়েই বলেন বুঝতে পারি।
তাও শুনতে কিন্তু মন্দ লাগছে না।
আপনাকেও শুভেচ্ছা।
এস.জেড বাবু
মোটেও বাড়িয়ে বলি না-
তবে সবাই বলেনা, তাই এমন অনুভুতি আপনার।
সমসাময়িক বিষয়ে সবাই লিখতে পারে না। এটা সত্যি।
ছাইরাছ হেলাল
চাইলেই লিখতে পারে, লেখে-না এই যা।
আমি তো চাই আপনিও শুরু করে দিন।
অনেক অনেক ধন্যবাদ।
সুরাইয়া পারভিন
আল্লাহ মাফ করুন।এই প্রাকৃতিক দুর্যোগ এর তাণ্ডব থেকে রক্ষা করুন। ফিরে যাক এই ভয়াবহ বুলবুল
ছাইরাছ হেলাল
অবশ্যই আল্লাহ আমাদের সহায় হবেন।(হয়েছেন)।
ভাল থাকুন আপনি।
বন্যা লিপি
ফিরে যাক শতসহস্র প্রার্থনা আর্জির আবেদনে।
নবান্ন কৃষকের কবিতা-কোলাহলে ফিরে এসো পরীদের নিয়ে।
ছাইরাছ হেলাল
আমাদের আকুল আবেদন আল্লাহ শুনেছেন।
অবশ্যই পরীদের কবিতা-কোলাহল জারি থাকবে।
ধন্যবাদ।
হালিম নজরুল
“কৃষক-শিশুর ভেসে আসা আর্তনাদ
মুহুর্মুহু রুপালী-তীরের ফলক হয়ে
তোমার ঐ কঠিন বুক ভেদ করে না?”
—————চমৎকারভাবে কষ্টের বহিঃপ্রকাশ
ছাইরাছ হেলাল
কষ্ট করে পড়ার জন্য অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন আপনি।
চাটিগাঁ থেকে বাহার
বুলবুলের ক্ষয়ক্ষতি থেকে মহান আল্লাহর কাছে করজোড়ে পানাহ চাই।
ছাইরাছ হেলাল
অবশ্যই একমাত্র আল্লাহর কাছেই পানাহ চাই।
তৌহিদ
বুলবুল থেকে যেন রক্ষা পায় কৃষক, আমাদের শস্যক্ষেত্র যাতে অক্ষত থাকে আর কোন কৃষাণীর মুখে যেন না ওঠে কান্নার রোল। শুধু এটাই কাম্য।
কবিতা পড়ে আবেগী হয়ে উঠলাম ভাই।
ছাইরাছ হেলাল
আল্লাহ আমাদের ক্ষমা করবেন এই প্রার্থনাই করি।
কারো করুন আর্তনাদ যেন আমাদের শুনতে না হয়।
আপনার কোমল মন আবেগী হবে এটিই স্বাভাবিক।
ধন্যবাদ।
জিসান শা ইকরাম
হেমন্ত এবার ঠিকভাবে আসতেই পারেনি জাকিয়ে,
বৃষ্টি বাঁধ সাধলো প্রথমে,
এখন আবার বুলবুল।
রহম করো আল্লাহ্,
ছাইরাছ হেলাল
এক মাত্র আল্লাহর সাহায্য-ই আমরা কামনা করি।
হেমন্ত নানা বিপর্যয়ের সাক্ষী হয়ে থাকল এবার।
সাবিনা ইয়াসমিন
নবান্ন-কৃষকের কবিতা-কোলাহলে তুমিও এসো
পরীদের সাথে, পরীদের নিয়ে।…. শেষের এই লাইনটা বেখাপ্পা লাগছে মহারাজ 🙁
ছাইরাছ হেলাল
পরীরা সাফল্য/আনন্দের প্রতীক।
বুলবুল কে ধ্বংসাত্মকতা বের হয়ে আনন্দ-কোলাহলে আসার আমন্ত্রণ জানান হচ্ছে লেখায়।
এভাবে ভাবা যায় কিনা একটু ভেবে দেখুন, জি।
কামাল উদ্দিন
যতটা জানা গেছে, সুন্দরবনের বাধায় দুর্বল বুলবুল বাংলাদেশে প্রবেশ করছে।
ছাইরাছ হেলাল
হ্যা, আমরাও এমন -ই শুনেছি।
উপলক্ষ্য সুন্দরবন, আল্লাহ সহায় হয়েছেন।
কামাল উদ্দিন
হুমম, আল্লাহ সহায় হয়েছেন
ছাইরাছ হেলাল
আল্লাহ মহান।
সঞ্জয় মালাকার
ঈশ্বর আল্লাহ ক্ষমা করুক। এই প্রাকৃতিক দুর্যোগ এর তাণ্ডব।
নবান্ন-কৃষকের কবিতা-কোলাহলে তুমিও এসো
পরীদের সাথে, পরীদের নিয়ে।
ছাইরাছ হেলাল
পড়ার জন্য অনেক ধন্যবাদ।