হেমন্তের উঁকি দেয়া কৃষক মেলায়
এ-সময়ে এই অসময়ে, এই অবেলায়
কী চাই! কী চাও! বুলবুল!
শ্মশান যাত্রীর বেশে লৌহ-হুঙ্কার এঁকে
পেঁজা মেঘের নীল আকাশ জুড়ে,
কৃষ্ণ-মেঘের ডানা মেলে, বুকে আঁকা
মৃত্যুর-তাণ্ডবে ডাকিনীর সেজে/বেশে
বর্তিকা-বিদ্যুতের আস্ফালনে;

কৃষক-শিশুর ভেসে আসা আর্তনাদ
মুহুর্মুহু রুপালী-তীরের ফলক হয়ে
তোমার ঐ কঠিন বুক ভেদ করে না?

ফিরে যাও হে খামখেয়ালি বুলবুল
অকালের করুণ আর্তনাদ পেছনে ফেলে,
ঐ দূর দেশে, দূরের কোন বিরান অরণ্যে,
স্বেচ্ছাচারী না হয়ে দৈতচারি হও এ যাত্রায়;

নবান্ন-কৃষকের কবিতা-কোলাহলে তুমিও এসো
পরীদের সাথে, পরীদের নিয়ে।

৭৯২জন ৬৩৪জন

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ