নবরূপে

বোরহানুল ইসলাম লিটন ১ জানুয়ারি ২০২১, শুক্রবার, ০৮:৩৮:৪০পূর্বাহ্ন কবিতা ১৮ মন্তব্য

উঠছে সনের নতুন রবি
ঝরছে আশার আলো,
এবার বুঝি কাড়বে ধেয়ে
দৈন্য ভেদের কালো।

গড়বে মানুষ স্বপ্ন আশা
শুদ্ধ স্বাধীন বায়ে,
খোশ খুশিতে ভরবে জীবন
সাম্য সুখের ছায়ে।

জব্দ হবে রোগ ব্যাধি সব
দৃষ্টে সজীব ধারা,
সখ্য প্রীতি ভাঙবে হেসে
মন মানুষের কারা।

ফুল ফসলে ভরবে জমি
হাসবে শ্রমীর আঁখি,
নাচবে তরু ঝির ঝিরে বায়
গাইবে শাখে পাখি।

থাকবে না দুখ দীন দুখীদের
হারবে মনের জরা,
আবার বুঝি উঠবে জেগে
চঞ্চলে এই ধরা।।

অনন্ত আন্তরিক শুভ কামনায় সবার প্রতি রইল
নবরূপে নববর্ষের শুভেচ্ছা।

৭২২জন ৪৭৬জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ