
এই যে এলো-এলো ভালোলাগা-শীত দাপিয়ে বেড়াবে বলে
পাঁয়তারা করছে, নিজ গুণে নিজ নিজ নিষম-ভালোবাসায়
ঠিক এক বছর আগের এমন দিন বিস্মৃত আজ কালের আধারে,
নিভে যাওয়া বাতিদের মত,
সোনেলা হৃদয়াবদ্ধ আলোয়/আলয়ে
সোনেলার প্রাণ-চত্বরে মোমের বাতি হাতে
কেউ একজন নির্ঘুম জেগে আছে, সত্যের দাগ হয়ে;
হিংস্র-হিংসার বিষাক্ত-কুহক-নিঃশ্বাস ধেয়ে আসে,
পরক্ষণেই মলিন/বিলীন হতে দেখি।
আলোর প্রত্যুষ নিয়ে প্রবহমান নদী-জলের মত
বর্ণমালার বিচরণ উছলে-উপচে-পড়া কূল উপকূলে।
সুবর্ণা ফাল্গুনী (খালি বানাম ভুল অয়);
সোনেলা ব্লগে তাঁর শত বছরের পূর্তিতে।
ছবি নেটের।
৩৮টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
ভাইয়া এ যে আমার কত্ত বড় পাওয়া সে শুধু আমিই জানি। অজস্র অজস্র অজস্র ধন্যবাদ আপনাকে। আপনাদের সবার অনুপ্রেরণা ও ভালোবাসায় মুগ্ধ, বিমোহিত বারবার। আপনাদের আশীর্বাদ এ এভাবেই যেন সিক্ত হতে পারি আমৃত্যু। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সোনেলার সবাই এভাবেই মিলে মিশে থাকুক। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো। শুভ সকাল
ছাইরাছ হেলাল
পাঠক হিসেবে একটু কৃতজ্ঞতা জানালাম শুধু, যা আপনার একান্ত প্রাপ্য।
গর্বিত সোনেলার আপনি ও একজন।
ভাল থাকবেন নিয়ম করে /মেনে।
সুপর্ণা ফাল্গুনী
হায়রে ভগবান এতো বানাম ভুল হলে কেমনে হবি!! শত বছরের শুভেচ্ছা পেয়ে গেছি আর কি লাগে 😍😍😍😍😍
ছাইরাছ হেলাল
বনাম খুব কঠিন বিষয়, সবার হয় না!!
ধন্যবাদ।
আলমগীর সরকার লিটন
বেশ ভাবনাময় প্রকাশ কবি দা
ছাইরাছ হেলাল
ভাল থাকবেন আপনি।
সাবিনা ইয়াসমিন
সোনেলার সদা দীপ্তময় সোনালী প্রদীপ ব্লগার সুপর্ণা ফাল্গুনীকে বর্ষপূর্তির অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। অবারিত শুভ কামনা তার তরে 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
কান্দুম না হাসুম খুশিতে বুঝতাছি না এমন মন্তব্যের পর! আপুরে ভালোবাসা অবিরাম, অফুরন্ত। 🌹🌹💓💓। ভালো থাকবেন সবসময়
ছাইরাছ হেলাল
আপাতত কাঁদো কাঁদো ভাব করে হা হা করে হেসে ফেলুন।
রোকসানা খন্দকার রুকু
দিদিভাই অজ্ঞান হইয়েন না। পানি টানি রেডি করে রাখুন।
আর কে কে যে শুভেচ্ছা জানাবে।
শুভ কামনা রইলো দুজনের জন্য।🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
😋😋 আচ্ছা রাখুমনে । অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ 🌹🌹💓💓 ভালোবাসা অবিরাম। ভালো থাকুন সবসময় শুভ কামনা আপনার জন্য ও
খাদিজাতুল কুবরা
আমার তো মনে হয় সবাই জানাবে। দিদি ভাই সবার প্রিয়।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ কুবরা আপু। এই উপচে পড়া ভালোবাসা আমাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে সুখের সাগরে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
মোঃ মজিবর রহমান
সুবর্ণা ফাল্গুনী (খালি বানাম ভুল অয়); বানাম ভুল হই বইলাই আপনি আছেন মশায়।
যে লেখে সেই ভুল করে
যে লেখেনা সে ভুলও না করে।
বছর পুর্তীতে শীতের ঠান্ডা গরমের শুভেচ্ছা। হাজার বছর ধরে লিখে যাক সুপর্না দিদির কলম সোনেলা পাতায়।
শুভ ব্লগিং আপু।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় সিক্ত হই যখন তখন কি যে ভালো লাগে। ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আশীর্বাদ করবেন
শামীম চৌধুরী
অভিনন্দন বানাম ভুল দিদিভাইকে।
ভাইজান আপনার অভিনন্দন সমৃদ্ধ কবিতায় শীতের একটা গন্ধ পাইয়ে দিলেন। আহারে যদি এই শীতে সোনেলার উঠোনে ভাঁপা পিঠার আয়োজন করা যেত। কতই না মধুর ও আনন্দের হতো। উঠোনে বসে রোদ গায়ে লাগাতাম আর সুপর্ণা দিদি ভাইয়ের হাতে বানানো ভাঁপা পিঠা খেতাম।
সুপর্ণা ফাল্গুনী
আহা ভাইয়া তো ভাপা পিঠার লোভ লাগিয়ে দিলেন । এমন বানাম ভুল দিদিভাই উপাধি দিলে আর কি লাগে! মহারাজ আমারে শরমে মাইরালা লাইলো বানাম ভুল কইয়া। আপনাদের দুজনের জন্য ই শুভেচ্ছা ও শুভকামনা রইলো
ছাইরাছ হেলাল
আমি তো ভাই ভাঁপা পিঠার সাথে নাড়ুর বায়না দিয়েই রেখেছি।
শীত কিন্তু দুয়ারে দাঁড়ায়ে শিশিরের ডানা মেলে।
ভাল থাকবেন পাখিদের সাথে।
আরজু মুক্তা
শুকনো মুখেই অভিনন্দন জানাই দিদিকে।
দিদি এতো সুন্দর কবিতা কেমনে লিখেন?
সুস্বাস্থ্য কামনা করছি।
সুপর্ণা ফাল্গুনী
শুকনো মুখে অভিনন্দন নিবো না পরে পোষাইয়া দিতে হবে। অসংখ্য ধন্যবাদ আপু। আপনার ও সুস্বাস্থ্য কামনা করছি
ছাইরাছ হেলাল
মুক্তোর দিদি বলে কথা!!
ভাল না লিখে উপায় আছে!!
ধন্যবাদ।
আরজু মুক্তা
হা হা।
সোনায় সোনা চেনে।
ছাইরাছ হেলাল
সে তো দেখতেই পাচ্ছি।
খাদিজাতুল কুবরা
দিদি ভাইকে একবছর পূর্তিতে প্রাণঢালা অভিনন্দন এবং ফুলেল শুভেচছা।
ভালোবাসা অবিরাম।
কলম চলুক দুর্বার গতিতে।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু। আপনার জন্য ও শুভকামনা ও ভালোবাসা অবিরাম। 🌹🌹 ভালো থাকবেন সবসময়
খাদিজাতুল কুবরা
ছাইরাস ভাইয়াকে অশেষ ধন্যবাদ সুযোগ্য ব্লগার সুপর্ণা দিদিকে যথোপযুক্ত উৎসর্গ প্রদানের জন্য
সুপর্ণা ফাল্গুনী
খাইছে রে আপু আমারে আর শরম দিয়েন না। এতো সুন্দর উপমা পেলে সত্যিই লজ্জা লাগে আমি কি এতো কিছুর যোগ্য! নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো। হেলাল ভাইকেও অনেক অনেক ধন্যবাদ
খাদিজাতুল কুবরা
আপনি শুধু যোগ্য নন সুযোগ্য। সবার প্রিয় একজন।
ছাইরাছ হেলাল
প্রাপ্যতা তো দিতেই হবে,
তিনি তাঁর উপযুক্ততার প্রমাণ দিয়েই ফেলেছেন।
ভাল থাকবেন আপনিও।
তৌহিদ
সুপর্ণা দিদি জাত লেখক। তার লেখায় পাঠক খুঁজে পান ভিন্নতা। একবছর হয়ে গেলো মনে হলো এইতো সেদিন। তাঁকে সগব্লগার হিসেবে পেয়ে আমি গর্বিত অবশ্যই।
সোনেলার প্রতি তাঁর ভালোবাসা মুগ্ধ করে। তবে ইদানিং তিনি মন্তব্যে আগের মত হাজিরা দিচ্ছেন না কেন বুঝতে পারছিনা। কোন একটা পোস্ট ওপেন করলেই মনে হয় প্রথম মন্তব্যটি আমার মিষ্টি দিদিভাইয়েরই হবে। আসলে এভাবে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছি।
তার সাফল্য কামনা করি।
সুপর্ণা ফাল্গুনী
প্রথমেই ধন্যবাদ আপনাকে এতো সুন্দর করে আমাকে নিয়ে মন্তব্য করার জন্য । আপনাদের ভালোবাসা ও অনুপ্রেরণা পেয়েছি বলেই আজ আমি আপনাদের একজন হতে পেরেছি। ইদানিং একটু ঝামেলায় আছি বলেই মন্তব্য করতে দেরি হয়ে যায়। ফেবু থেকে লগ আউট হলেই ব্লগ থেকে ও লগ আউট হয়ে যাই তাই দুইটায় লগ ইন করা সব সময় সম্ভব হয় না। আমার মন্তব্যের জন্য অপেক্ষা করেন এযে আমার জন্য অনেক কিছু। অবিরাম ভালোবাসা ও কৃতজ্ঞতা। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
তৌহিদ
হেলাল ভাইজান, আপনাকেও ধন্যবাদ এত চমৎকার একটি শুভেচ্ছা পোষ্ট উপহার দেয়ার জন্য। ভালো থাকুন সবসময়।
ছাইরাছ হেলাল
সোনেলাকে সে নিজের করে নিয়েছে অদম্য প্রাণ-শক্তিতে।
সামান্য স্বীকৃতি দিতে চেষ্টা করেছি মাত্র।
ধন্যবাদ আপনাকে।
জিসান শা ইকরাম
দেখতে দেখতে এক বছর হয়ে গেলো!
একটা অনলাইন কোর্স করতে গিয়ে আলাপ তার সাথে। কোর্সের সেরা ছাত্রী তিনি। যদিও আমার ব্যস্ততার কারনে কোর্সটি সম্পন্ন করা হয়নি। আলাপের কয়েকদিনের মধ্যেই আমি হয়ে গেলাম তার দাদা। আর সে ছোট বোন। বোর ভাইয়ের আসনে সে বসিয়েছে আমাকে। আমিও তাকে ছোট বোনের মতই স্নেহ করি।
সোনেলায় এসেই সোনেলা ব্লগকে আপন করে নিয়েছে সে। সোনেলা সংশ্লিষ্ট সবার কাছেই অত্যন্ত প্রিয় সে।
সোনেলা ব্লগে তার বছর পূর্তিতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তাকে।
শুভ কামনা ছোটদি।
সুপর্ণা ফাল্গুনী
দাদা ভাই সত্যিই আপনার সাথে পরিচয় না হলে সোনেলায় আসা হতো না আর এতো এতো ভালোবাসা ও আশীর্বাদ ও পাওয়া হতো না। সোনেলার সবার কাছেই কৃতজ্ঞ। সব্বাই এভাবে আমাকে এতোটা আপন করে নিয়েছে, ভালোবাসা দিয়েছে, মন্তব্য করে আমার লেখাকে আরো শাণিত করেছে , সমৃদ্ধ করতে সাহায্য করেছে। আজ হেলাল ভাই আমার বর্ষপূর্তি উদযাপন করে তার একটি লেখা উৎসর্গ করেছে এটা তো স্বপ্নেও ভাবিনি। এই প্রাপ্তির কোন উপমা হয় না। আপনাদের সবার জন্য শুভ কামনা রইলো অফুরন্ত
জিসান শা ইকরাম
এভাবেও সুন্দর শুভেচ্ছা পোস্ট দেয়া যায়, তা আপনিই দেখিয়ে দিলেন সবাইকে ছাইরাছ হেলাল।
শুভ কামনা আপনার জন্যও।
সুপর্ণা ফাল্গুনী
ঠিক তাই এভাবে যে শুভেচ্ছা পোস্ট দেয়া যায় তা হেলাল ভাই দেখিয়ে দিলেন। এজন্য ই তিনি মহারাজ। শুভ কামনা রইলো আপনাদের দুজনের জন্য
ছাইরাছ হেলাল
সোনার পাঠক হিসেবে কৃতজ্ঞতা জানানোর চেষ্টা করেছি মাত্র।
ধন্যবাদ।