নদী ও নারী

সালমা আক্তার মনি ২৮ ফেব্রুয়ারি ২০১৬, রবিবার, ০৯:৩৯:৩৭অপরাহ্ন বিবিধ ২৮ মন্তব্য

কত সহজেই ভেবে নিলে তুমি!
তিল তিল করে বুকের হাড্ডি পাজঁড়ায়
জমে ওঠা তোমার অবহেলার ধুলো ৷
হৃদয়ের অলিন্দ থেকে নিলয় পর্যন্ত
জমাট বাঁধা বেদনার নীল রক্ত গুলো ৷
তোমার একটু স্পর্শেই কলকল করে
হেসে উঠবে যেন পাহাড়ী নদী ৷
নারী তো নদীই!
তবু একবারও ভাবলে না তুমি,
নদীরও অভিমান হয়৷
বুক চিরে জেগে ওঠে অভিমানের চর৷
তারপর সহস্র ঢেউয়ে সে চর যদি বা ভাঙে
কিছু কি রেখে যায়না কালের সাক্ষী করে?

১জন ১জন
0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ