কত সহজেই ভেবে নিলে তুমি!
তিল তিল করে বুকের হাড্ডি পাজঁড়ায়
জমে ওঠা তোমার অবহেলার ধুলো ৷
হৃদয়ের অলিন্দ থেকে নিলয় পর্যন্ত
জমাট বাঁধা বেদনার নীল রক্ত গুলো ৷
তোমার একটু স্পর্শেই কলকল করে
হেসে উঠবে যেন পাহাড়ী নদী ৷
নারী তো নদীই!
তবু একবারও ভাবলে না তুমি,
নদীরও অভিমান হয়৷
বুক চিরে জেগে ওঠে অভিমানের চর৷
তারপর সহস্র ঢেউয়ে সে চর যদি বা ভাঙে
কিছু কি রেখে যায়না কালের সাক্ষী করে?
২৮টি মন্তব্য
আবু খায়ের আনিছ
রেখে যায় অনেক স্বৃতি, অনেক দুঃখ সুখের সাক্ষি হয়ে থাকে।
কবিতা ভালো লেগেছে। -{@
সালমা আক্তার মনি
অনেক ধন্যবাদ ভাইয়া
আমি আমি
কবিতাটি বেশ ভাল লেগেছে।
সালমা আক্তার মনি
ধন্যবাদ আপনাকে
এইচ এম রিপন
ভালো লেগেছে 🙂
অনিকেত নন্দিনী
নদী ও নারীর মাঝে অনেক মিল থাকলেও নারী কখনো নদীর মতো করে পাড় ভাঙেনা। 🙁
নীলাঞ্জনা নীলা
ও দিদি নারীও পাড় ভাঙ্গে কখনো কখনো। যখন তার ধৈর্যের সীমা পার হয়ে যায়। 🙂
অনিকেত নন্দিনী
আমি কাপ-পিরিচ-থালাবাসন-গ্লাস আর মোবাইল ছাড়া কিছুই ভাঙতে পারিনা। 🙁
নীলাঞ্জনা নীলা
কপাল আমার ভাঙ্গলাম না কিছুই, গাড়ী এসে ভেঙ্গে দিয়ে গেলো পেলভিস বোনস :p
মুহাম্মদ আরিফ হোসেইন
আহা!!
এত বেদনায় ভরা কবিতা!
পড়িয়া আবেগে আপ্লুত হলুম!
কবিতা ভালো লেগেছে! টেলেন্ট বলতে হয়। 🙂
সালমা আক্তার মনি
এমন করে লিখলেন! কোথায় যেন একটা খটকা বোধ হচ্ছে! ভালো হয়নি না?
মুহাম্মদ আরিফ হোসেইন
আরে না!
অনেক ভালো হইছে।
ছাইরাছ হেলাল
অশেষ কিছু থেকেই যায়, আমাদের জানা বা অজানায়।
লিখুন আর ও।
খসড়া
নদীও নারীর সনে কথা কয়
সালমা আক্তার মনি
হুম তাই
শুন্য শুন্যালয়
ভাবনার গভীরতায় যাবার সময় এখন অনেক কমে গেছে। থাকুক যে যার মত। তবে অভিমান নিজের কষ্টই আনে, আর কিছুনা।
ভাল হয়েছে কবিতা।
মৌনতা রিতু
নদী নারী,সাগর ও নরী।তাই তো তার ভিতরে বয়ে নেয় জীবনের যতো ময়লা।তা সে কিন্তু আবার এই জনসমুদ্রে আঁছড়ে ফেলে না।ফেলে দেয় জমাট বাঁধা গুমোট সেই না বলা বেদনা,অভিমান নির্জন কোনো দ্বিপে।নারী তুমি অদেখা অনেক রূপ।
নীলাঞ্জনা নীলা
নদী-নারীর কাব্য ভালো লেগেছে।
সালমা আক্তার মনি
অনেক ধন্যবাদ নীলা আপু
মোঃ মজিবর রহমান
সুন্দর খুবভাল লাগলো
নারী ও নদী
মিল আছে
।তবু একবারও ভাবলে না তুমি,
নদীরও অভিমান হয়৷
সালমা আক্তার মনি
ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা
ঘুমের ঘোরে কেটে যাওয়া অনন্ত পথ
খুব ভাল লেগেছে কবিতা
-{@ -{@
সালমা আক্তার মনি
অনেক ধন্যবাদ, সবসময় সহযোগিতা চাই। ভালো থাকবেন, শুভকামনা
জিসান শা ইকরাম
নদী ও নারী সমার্থক
সুন্দর কবিতা।
মন্তব্যের জবাব দিচ্ছেন না যে -{@
সালমা আক্তার মনি
ভাইয়া এই প্রশ্নের উত্তর দিতে অনেক সময় লাগবে
1. প্রথমত আমি এখানে নতুন, সবাই এতো ভালো লেখেন, উনারা যে কষ্ট করে আমার লেখা পড়েন আমি ভীষন কৃতজ্ঞ। উনাদের উত্তরে কি লিখবো ভেবেই পাইনা
2. অন্যদের লেখা পড়ার সুযোগই হচ্ছে না সময়ের অভাবে, অন্যদের লেখা পড়ে মন্তব্য না করে শুধু নিজের লেখার উত্তর দেয়াটাও তো উচিৎ হবে না
3. ব্যাংকার দের চাকরিটা এমন সারাক্ষন টাকা পয়সা নিয়ে রিস্কে থাকতে হয়, এই যে অফিস এ বসে লিখছি সত্যিই কঠিন এটা। আমি একটা শাখার ডেপুটি হিসেবে আছি
4. সারাদিন অফিস ফেরত ছোট দুটো মেয়ের দেখা শোনা করতে হয়। জানি এগুলো খোড়া যুক্তি তবু সত্যিই আমি সময়ই পাইনা
5. ভাইয়া আমার এই উত্তরটা কপি করে কি হেলাল ভাইয়াকে দেওয়া যাবে?
6. সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে না দেখলে আমি বরং এখানে না লিখি। সবাই ভালো থাকবেন।
জিসান শা ইকরাম
আপনি সময় পেলে জবাব দিবেন বা লিখবেন।
জীবনের যাবতীয় কাজের অবসরে ব্লগ
ব্লগ আগে নয় কোন ক্রমেই।
শুভকামনা আপনার জন্য।
অরুনি মায়া
বাঁশি একবার ভেঙে গেলে তাতে আগের মত আর সুর উঠেনা | নারীও তেমনই
সালমা আক্তার মনি
অরু আপু ধন্যবাদ।