ফেসবুক এবং ব্লগ কমিউনিটির ভার্চুয়াল জগতে যে ক’জন গুণী মানুষ স্বাধীনতা এবং সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী হিসেবে সেই শুরু থেকেই জেগে আছেন, নিজেকে প্রমান করতে পেরেছেন দেশ মায়ের একনিষ্ঠ সেবক হিসেবে জিসান শা ইকরাম তাঁদের একজন। প্রচণ্ড ব্যক্তিত্বসম্পন্ন এবং স্বশিক্ষিত এই মানুষটি লেখালিখির দিগন্তকে আরও প্রসারিত করতে, মত প্রকাশের মঞ্চকে আরেকটু সুদৃঢ় করতে বাল্যবন্ধু সাইরাস হেলালকে নিয়ে গড়ে তুলেছেন বাংলা ব্লগের এখন পর্যন্ত সবচেয়ে সহযোগিতাপরায়ণ ব্লগিং সাইট সোনেলা ব্লগ (sonelablog.com)। অনায়াসে যা মোবাইল থেকেও অপারেট করা যায়।
অনেক মৌলিক ব্যাপারেও অনেকেইতো অনেক কথা বলতে পারেন, অনেক সত্যিকেও দৃষ্টিকটুভাবে উপস্থাপন করে স্বতন্ত্রতা নষ্ট করার অপপ্রয়াস চালাতে পারেন। তবে এ ব্যাপারে কোন সন্দেহ নেই যে, সাচ্চা মুজিবাদর্শের একনিষ্ঠ ধারক এবং খাঁটি বাহক জিসান শা ইকরাম। শরীরের রন্ধ্রে রন্ধ্রে তিনি সেভাবেই ধারণ করতে শিখেছেন মানুষের শোক, দুঃখ, ক্ষোভ, অভিমানকে। সময়ের সব অসঙ্গতির বিরুদ্ধে তাই নিয়মিতই ঝলসে ওঠে জিসান শা ইকরামের কলম। বলিষ্ঠস্বরে তিনি জানান দেন অস্তিত্ব তাঁর। ফলত জীবনের বৈচিত্রময় সড়কে কখনোবা তিনি গিয়ে দাঁড়াচ্ছেন প্রান্তিক খেঁটে খাওয়া মানুষের পাশে, কখনো আবার দ্বিধা দ্বন্দ্বের সব প্রাচীর ভেঙে ক্ষোভে ফুঁসলে উঠছেন নানা রকম অসঙ্গতি অনাচার এবং স্বাধীনতার বিরুদ্ধ শক্তির বিপক্ষে। একজন প্রকৃত মুজিব সৈনিক হয়ে জিসান শা ইকরাম দেশ মায়ের প্রয়োজনে নিভৃতচারীর মত এভাবেই নিজেকে উৎসর্গ করে যাচ্ছেন।
মা, মাটি, দেশ এবং মানুষের জন্য একজন মানুষ কীভাবে নিজেকে বিলিয়ে দিতে পারেন, দাঁড়াতে পারেন স্বাধীনতার স্বপক্ষে, এই নষ্ট সময়ে তা হতে পারে অনেকের জন্যই অনুকরণীয়। মহৎপ্রাণ এই মানুষটির জন্য, তাঁর অসামান্য সব অবদানের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে রইল শ্রদ্ধা এবং ভালোবাসা।
১৭টি মন্তব্য
ছাইরাছ হেলাল
আপনার এ লেখাটিতে মন্তব্য করার সক্ষমতা আমার নেই ।
তবে আমার পছন্দের একজন লেখকের সাথে সময় কাটানোর সুযোগ পেয়ে ভাল লাগার রেশ
এখনও কেটে যায়নি ।
অনেকদিন আপনার কবিতা থেকে বঞ্চিত রাখা কি ঠিক হচ্ছে ?
মর্তুজা হাসান সৈকত
আপনাদের সাথে কাটানো সময়গুলো আমার মনে থাকবে অনেকদিন। 🙂 সময় সুযোগ করে আবারো ফিরে আসবো সোনেলায়।
খসড়া
জিসান ভাই সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই। আর হেলাল ভাই এর বেলাতেও তাই। পোস্টদাতাকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভ কামনা। এই সম্মান সত্যিই জিসান ভাই ও হেলাল ভাই এর প্রাপ্য। প্রাপ্য আরও অনেক অনেক।
মর্তুজা হাসান সৈকত
যতটুকু প্রাপ্য এর তুলনায় এ খুবই সামান্য। এরাইতো আমাদের আলোর দিশারি। 🙂
ব্লগার সজীব
শ্রদ্ধা জিসান ভাই এবং হেলাল ভাইয়ের প্রতি। এমন সুন্দর একটি বাংলা ব্লগ সাইট আমাদেরকে উপহার দেয়ার জন্য । আপনাকেও ধন্যবাদ এমন পোস্ট দেয়ার জন্য -{@ -{@
মর্তুজা হাসান সৈকত
🙂 🙂 🙂
মা মাটি দেশ
জিসান ভাই এক কথায় বাংলার হৃদয়ের এক মাটির মানুষ।সাথে বন্ধু ছাইরাস হেলাল নিঃসন্দেহে একজন জিসান শাহ ইকরামের প্রিয় বন্ধু এবং বাংলার সূর্য্য সন্তান।তাদের প্রতি রইল আমার অকৃর্তিম শ্রদ্ধা এবং ভালবাসা সেই সাথে আপনাকেও ধন্যবাদ গুণিজনের গূণ কৃত্তনে। -{@ (y)
মর্তুজা হাসান সৈকত
(3 -{@ সবসময়ই। সঙ্গে আপনার জন্যও।
নীহারিকা
লেখকের প্রতি রইলো কৃতজ্ঞতা। জিসান ভাইয়ের মত একজন মানুষকে এমন ভাবে উপস্থাপন করেছেন যে মন্তব্যের ভাষা খুজে পাচ্ছি না। অনেক অনেক শুভকামনা জিসান ভাইয়া আর আপনার জন্য। আবারো অনেক অনেক ধন্যবাদ।
মর্তুজা হাসান সৈকত
শুভকামনা আপনার জন্যও। জিসান ভাই অনেক উঁচু দরের মানুষ নিঃসন্দেহে।
জিসান শা ইকরাম
এমন প্রশংসায় লজ্জা পেলাম ছোট ভাই ।
কিছুটা অপ্রস্তুতও হয়েছি —
আমার এবং ছাইরাছ হেলালের উপর এই শ্রদ্ধা , আমাদের চলর পথকে আরো সতর্ক করে দিয়েছে।
সোনেলার বিনির্মাণে প্রথম দিকের সৈনিক তুমি । এই সাইট সুন্দর করার পিছনে তোমার অবদানও অনেক। আমরা প্রথম থেকেই ভেবে এসেছি – সোনেলা একটি পরিবার। এর সাফল্য এই পরিবারের সবার সাফল্য ।
শুভ কামনা তোমার জন্য ।
মর্তুজা হাসান সৈকত
এটা কোন প্রশংসা নয় ভাইয়া এটা আপনার প্রাপ্য। আর লজ্জাবোধ? ওটা একটু বড় মাপের মানুষ না হলে থাকেনা। আপনার এই চলার পথটুকু আরও মসৃণ হোক, আরও সচ্ছল হোক এই প্রার্থনাই রইল। শুভকামনা সবসময়ের জন্যই। -{@ (3
অনুশঙ্কর গঙ্গোম্যাক্সিম
যে মানুষটির সহজলভ্য সহোযোগীতা পেয়ে আসছি তিনিই জিসান দাদা, -{@
মর্তুজা হাসান সৈকত
এমন মানুষ সহজে হয়না। 🙂
বাইরনিক শুভ্র
ব্লগে আসি খুব কম । এরপরও যতটুকু লেখার অভ্যাস তৈরি হয়েছে তার পুরো কৃতিত্ব জিশান ভাইয়ের । যদিও রক্তে মাংসে এবারই প্রথম দেখা তারপরও ওনাকে আপন বলে মেনে নিয়েছি অনেক আগেই । সেই সাথে সাইরাস ভাইয়ের সাথে পরিচয়ের সূত্র এই ব্লগ । মানুষটার সাথে যোগাযোগ না থাকলেও ওনার লেখার সাথে যোগাযোগ ছিল । এবং জিশান ভাইয়ের বন্ধু হিসাবে ওনাকেও আপন ভাবতাম । যা হোক এই ব্লগ ও সমমনাদের সাথে দেখা করার খুব ইচ্ছা ছিল । জিশান ভাইয়ের সাথে দেখা করার ইচ্ছা নিয়ে আগে অনেকবারই কথা বলেছি । কিন্তু ব্যাটে বলে হচ্ছিল না । এবার জিশান ভাইয়ের সাথে দেখা তো হলই সাথে বোনাস হিসাবে পেলাম অন্য অনেকগুলো প্রিয় মুখ । সবাইকে অনেক ধন্যবাদ ।
মর্তুজা হাসান সৈকত
আমি নিজেও দেখেছি জিসান ভাই অনেককে দিয়েই অনেক গুরুত্বপূর্ণ জিনিস লিখিয়ে নিয়েছেন, নিচ্ছেন লিখিয়ে স্রেফ ভালোবাসার জোরে। এটা সবাই পারেনা খুব কম কিছু মানুষই পারে এটা। শুভকামনা আপনার জন্যও।
শুন্য শুন্যালয়
অনেক শ্রদ্ধার দুজন মানুষকে নিয়ে লেখা, অনেক ধন্যবাদ ভাইয়া…ভালোবাসাটা আসলে জানানো হয় খুব কমই…
আপনার কবিতা কিন্তু সত্যি মিস করছি…