বেশ খানিক টা ক্ষোভ নিয়েই লিখছি,
আজ তোমায় খুব বেশি মনে পরছে।
বেশ খানিকটা কষ্ট মিশিয়ে লিখছি,
আজ তোমায় বড্ড দেখতে ইচ্ছে করছে।
ভাবিনি কখনও,
ধূসর অনুভূতির জালে এভাবে জড়িয়ে যাবো।
যখন তুমি ছিলে পাশে-
শুভ্র অনুভূতি হয়ে।
ভাবিনি তখন,
কখনও আমার আকাশে ভেসে বেড়াবে,
ধূসর মেঘ হয়ে।
ভাবিনি তখন,
মাঝে মাঝেই বৃষ্টি হয়ে ঝরবে,
অশ্রুসিক্ত করে দিবে এই আমাকে।
মাঝে মাঝেই কর্দমাক্ত করে দিবে,
আমার মৌন-ভূমি।
সে কাদা মাখা পথ এ হাঁটতে গিয়ে,
কাদায় মাখা মাখি করে-
ক্লান্ত হয়ে পরে রব আমি।
জানি আসবে না, আসবে না-
আমার শুভ্র মেঘ হয়ে আর তুমি।
দিন শেষে গোধূলি হয়ে ফিরবে না,
আমার আকাশে।
মৌন চাঁদ এর আলোয় ভরিয়ে দিবে না,
আমার মৌনতা কে।
আর আমি ঘরে ফিরব না,
নতুন আশায়, নতুন স্বপ্ন নিয়ে।
পরে রইব সেই মৌন-ভূমি তে,
জীর্ণ বেশে।
ফিরি ফিরি করেও আর-
হবে না আমার ফেরা।
ডাইরির পাতাতে আর পরবে না,
শুভ্র অনুভূতির ছোঁয়া।
১৬টি মন্তব্য
জিসান শা ইকরাম
সোনেলায় স্বাগতম -{@
এত অভিমান , ক্ষোভ কেন ভ্রাতা ?
অভিমান চলে যাক
মনের আঙ্গিনায় জেগে উঠুক আনন্দের সোনালী সূর্য ।
কবিতা ভালো লেগেছে –
শুভকামনা ।
তওসীফ সাদাত
ধন্যবাদ ভ্রাতা। বেশ কিছুদিন আগে লিখেছিলাম এটা। কি দিয়ে শুরু করবো ভেবে না পেয়ে এটা দিলাম, তখন আসলেই খুব বেশি অভিমান ছিল, এখন নেই 🙂
ছাইরাছ হেলাল
অনুজ্জ্বল অতি সাধারণ ভুবনে আপনি স্বাগত ।
এত যন্ত্রনায় পড়ে থাকার দরকারটা কী ?
ডাইরির নূতন পাতায় শুরু হোক নূতনতম লেখা ।
আমরাও সে অপেক্ষায় ।
তওসীফ সাদাত
হুম… আর পরে নেই। নতুন লেখা শুরু হয়েছে 🙂 ধন্যবাদ 🙂
আফ্রি আয়েশা
অসাধারণ লিখছো … মনটা খারাপ হয়ে গেলো 🙁 । তুমি ভালো থেকো সব সময়…
তওসীফ সাদাত
চেষ্টা করি না ভাল থাকার :p
ব্লগার সজীব
কবি খুব আবেগ দিয়ে লিখেছেন এটি বুঝা যায় শব্দ নির্বাচন এবং বাক্যে । ভালো লিখেছেন ।
তওসীফ সাদাত
ধন্যবাদ ! হুম, খুব বেশি আবেগ দিয়ে লিখেছি কবিতাটি।
লীলাবতী
অনুভূতি গুলো সব শুভ্র হোক এমন কামনা করি । খুব সুন্দর লিখেছেন ভাইয়া ।
তওসীফ সাদাত
ধন্যবাদ 🙂 কামনা করার জন্য ধন্যবাদ, তবে আমি আশাবাদী নই 🙂
নাইট রিডার
আমার ‘জেনার’ কখনই কবিতা না, লিখতে তো পারি ই না,বুঝিও না।
আপনার কবিতাটা ছোট এবং অন্য কোন কারণে( আমি ঠিক জানিনা) পড়ে ফেললাম। এবং ভাল ও লাগল।
তওসীফ সাদাত
হুম, ধন্যবাদ 🙂
আদিব আদ্নান
ছায়া পথে অনেক পৃথিবী ও অনেক চাঁদ আছে ।
সমস্যা হওয়ার কথা না ।
চালু থাকুক ।
তওসীফ সাদাত
হা হা :p :p
খসড়া
প্রথম প্যারা পড়েই বুঝলাম — খাইছে এত ক্ষেপে গেছেন। সর্বনাশ ঘটে না যায় সর্বনামের।
তওসীফ সাদাত
:p :p