ধূসর অভিমান

রাতুল ১৫ সেপ্টেম্বর ২০১৩, রবিবার, ১১:৩৩:১১অপরাহ্ন বিবিধ ১৬ মন্তব্য

বেশ খানিক টা ক্ষোভ নিয়েই লিখছি,
আজ তোমায় খুব বেশি মনে পরছে।
বেশ খানিকটা কষ্ট মিশিয়ে লিখছি,
আজ তোমায় বড্ড দেখতে ইচ্ছে করছে।

ভাবিনি কখনও,
ধূসর অনুভূতির জালে এভাবে জড়িয়ে যাবো।
যখন তুমি ছিলে পাশে-
শুভ্র অনুভূতি হয়ে।
ভাবিনি তখন,
কখনও আমার আকাশে ভেসে বেড়াবে,
ধূসর মেঘ হয়ে।

ভাবিনি তখন,
মাঝে মাঝেই বৃষ্টি হয়ে ঝরবে,
অশ্রুসিক্ত করে দিবে এই আমাকে।
মাঝে মাঝেই কর্দমাক্ত করে দিবে,
আমার মৌন-ভূমি।
সে কাদা মাখা পথ এ হাঁটতে গিয়ে,
কাদায় মাখা মাখি করে-
ক্লান্ত হয়ে পরে রব আমি।

জানি আসবে না, আসবে না-
আমার শুভ্র মেঘ হয়ে আর তুমি।
দিন শেষে গোধূলি হয়ে ফিরবে না,
আমার আকাশে।
মৌন চাঁদ এর আলোয় ভরিয়ে দিবে না,
আমার মৌনতা কে।
আর আমি ঘরে ফিরব না,
নতুন আশায়, নতুন স্বপ্ন নিয়ে।
পরে রইব সেই মৌন-ভূমি তে,
জীর্ণ বেশে।

ফিরি ফিরি করেও আর-
হবে না আমার ফেরা।
ডাইরির পাতাতে আর পরবে না,
শুভ্র অনুভূতির ছোঁয়া।

৫৮৩জন ৫৮৩জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ