
নীলাম্বরে গড়েছিলাম যে প্রেমের ঠিকানা,
তিমির রাত্রিতে নীলাম্বর-মৃত্তিকার অভিস্যন্দ;
পূবালী বাতাসে ছিল যে নেশাচ্ছন্ন ফুলের সুবাস,
তুমি-আমি ছিলাম দিগন্ত রেখায়।
আষাঢ়ের নবজল চিঁড়ে রজঃস্বলা মীনদল;
হারিয়ে যেত কোন সে সুদূরে?
পাখির সিক্ত ডানায় নতুন প্রাণের স্পন্দন-
ভেঙে যাওয়া স্বপ্ন ফিরে ফিরে আসে
চোখের আরশিতে নিদের উর্ণায় ভর করে।
ধূলো পড়া অতীতে স্মৃতিরা দেয় হানা ,
বাতাসে ভেসে আসে বন্দী ক্রন্দনের করুণ সুর।
বেলা-অবেলার বাঁধনে বাঁধা পড়েনি স্মৃতির মায়াজাল;
অশোকের গভীর ঘনচ্ছায় থোকায় থোকায়
গোধূলির রক্তিম আভা ঠিকরে পড়ছে।
মৃত্তিকার বুক চিড়ে অন্ন ফোঁটে নব-রসধারায়,
মন-মন্দিরে শাঁখ বাজছে সন্ধ্যা-আরতিতে;
মনে পড়ে তুমি-আমি বাসনার তীরে ছিলাম নিমগ্ন-
আঁধারের বুকচিঁড়ে লজ্জাহীন শালুকের ফুটন্ত আসরে।
২৩টি মন্তব্য
ফয়জুল মহী
পরিপাটি লেখা । ভালোবাসা ও শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সুস্থ থাকুন
ছাইরাছ হেলাল
ভালোবাসার ফল্গুধারা বেলার অবেলায়
রাত-বিরাতের রসধারায়!
এ তো বান-ডাকা ভালোবাসা বানপ্রস্থের মত।
সুপর্ণা ফাল্গুনী
সেটাই। আপনার মন্তব্যে প্রেরণা, ভালোলাগা দুটোই পাই। আশীর্বাদ করবেন। ভালো থাকুন সুস্থ থাকুন
নিতাই বাবু
চমৎকার উপস্থাপন। ভালো লাগলো শ্রদ্ধেয় কবি দিদি।
শুভকামনা সারাক্ষণ।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা। আপনার জন্য ও শুভকামনা সারাক্ষণ। অনুপ্রেরণা আর আশীর্বাদে ধন্য হই। ভালো থাকবেন সবসময়
ইঞ্জা
দারুণ প্রকাশ, বিমুগ্ধতা রয়ে গেলো আপু।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। খুব ভালো লাগলো । ভালো থাকুন সবসময়
ইঞ্জা
আপনিও ভালো থাকবেন আপু।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আবেগময় সুন্দর লেখা। শুভ কামনা রইল।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া আপনার নিয়মিত মন্তব্যের জন্য, আমার লেখা পড়ার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন। শুভ কামনা রইলো
তৌহিদ
অতীত ভেবে কষ্ট পেয়ে কি লাভ! বরং দুঃখ শোকগুলোকে শক্তিতে রুপান্তর করাই বুদ্ধিমানের কাজ দিদিভাই।
চমৎকার কবিতা পড়লাম।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য। শক্তিতে রূপান্তর করতে হবে কষ্ট , দুঃখ। ভালো থাকবেন সুস্থ থাকবেন
প্রদীপ চক্রবর্তী
আষাঢ়ের নবজল চিঁড়ে রজঃস্বলা মীনদল;
দারুণ লাগলো দিদি।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ দাদা। আপনাদের অনুপ্রেরণা আমাকে মুগ্ধ করে। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা
হালিম নজরুল
সুন্দর শব্দমালার বুননে মুগ্ধ হলাম।
সুপর্ণা ফাল্গুনী
সত্যিই খুব ভালো লাগলো। আপনাদের মতো সব্যসাচীর কাছে এমন মন্তব্য পেলে আর কি চাই! অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
মাহবুবুল আলম
“ধূলো পড়া অতীতে স্মৃতিরা দেয় হানা ,
বাতাসে ভেসে আসে বন্দী ক্রন্দনের করুণ সুর।
বেলা-অবেলার বাঁধনে বাঁধা পড়েনি স্মৃতির মায়াজাল;”
কবিতা ভাল লেগেছ।
শুভেচ্ছা জানবেন।
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাইয়া। খুব ভালো লাগলো ভালো লেগেছে জেনে। ভালো থাকুন সুস্থ থাকুন
আরজু মুক্তা
স্মৃতিরা বেহায়া
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু। খুব ভালো বলেছেন। শুভ কামনা রইলো
জিসান শা ইকরাম
ধূলোপড়া স্মৃতির ধূলো গুলো পরিস্কার করে সামনে আগাতে হয়,
তবে স্মৃতির উপস্থাপন সুন্দর হয়েছে।
শুভ কামনা ছোটদি।
সুপর্ণা ফাল্গুনী
সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ দাদা ভাই। কেমন আছেন? আপনার জন্য ও শুভকামনা রইলো।