ধিক আমেরিকার মানবতাকে!!

মোঃ মজিবর রহমান ২১ ডিসেম্বর ২০১৩, শনিবার, ১২:৫০:৪২অপরাহ্ন বিবিধ ১৮ মন্তব্য

 

অনেকে গর্ব করে বলে আমেরিকা সভ্য জাতি, আমি মনে করি নিকৃষ্ট জাতি। তাঁর উদাহরন তারাই দিয়েছে, একজন সন্মানিত কূটনীতিক বিবস্ত্র করে তল্লাশি করে। ধিক তাদের মানবতা ধিক তাদের নীতি আদর্শকে, ধিক তাদের মন মানসিকতাকে! তাদের পুলিশ কি আমাদের পুলিশের থেকেও ভালো বলতে পারি?

একজন কূটনীতিক একজন সন্মানিত ব্যাক্তি জেকন দেশের জন্য। তাঁরা যে এভাবে নাজেহাল হবে কল্পনা করা কি উচিত? এখানেও প্রশ্ন থাক্ত যদি দেশ থেকে ভ্রমনের সময় হলে  সেটা বিমান বন্দরে তাঁর পরও কি বিবস্ত্র করা?

 

এক্ টি কূটনৈতিক সম্পর্ক ভালো মন্দ বা স্নায়ু জুদ্ব সম্পর্ক থাকতে পারে এক দেশ থেকে অন্য দেশের সঙ্গে। তাঁর অর্থ এই নয়জে দেশে অবস্থিত বিদেশি কূটনীতিবিদ এভাবে চেক করার নামে বিবস্ত্র করে চেক করতে হবে। তাছাড়া একজন কূটনৈতিক পাবেন আলাদা মর্যাদা জিজ্ঞাসা ও তল্লাশি ছাড়া তাঁকে রাখা হয়েছে সাধারন কয়েদির জায় গায়  এটাও কি সমরথন যোগ্য।

ধিক তাদের মানবতাকে!

 

 

৫৬৮জন ৫৬৮জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ