দ্রোহ
– আবু জাঈদ
দহন, দহন — নাকি দ্রোহ ?
দ্রোহে কিলবিল করে সুতানালী সাপ
তোমাদের চোখ জুড়ায় অরণ্যিক সৌন্দর্যে,
আমার বুকে দাবানল,
হৃদের খাঁজে, শিরায় শিরায়, রন্ধ্রে রন্ধ্রে
প্রামাণিক প্রেমের চিতা,
অগোছাল, এলোমেলো,
অঙ্গার– জ্বলন্ত অঙ্গার, নাকি বিভীষিকা ?
খুঁজে বেড়াও আঁজলা ভরা সুখের অবগাহন
নির্বোধ, নির্বোধ–
সুর্যালোকে পেঁচার অস্বস্তি,
সূর্য্যমুখীর ভিন্ন সুর,
চাতকেরও থাকে পৈশাচিক তৃষ্ণা ?
তৃষ্ণা, তৃষ্ণা– আকন্ঠ, নাকি আমৃত্যু ?
কাব্য কাব্য করে চেঁচিয়ে কান ঝালাপালা
থাম, থাম, গলার কাছে কি যেন আটকে আছে
বিরূপ জলরঙা কান্না,
বিরল প্রজাতি নও মানব, তবে বিরূপ কেন ?
লৌহ মনে এত প্রেম !
নির্বাক, নির্বাক–
সব জঞ্জাল, দূরে রও, দূর হও
বৃক্ষ শুধু সইতে জানে, সে ভালবাসতে শেখেনি,
উদ্ভ্রান্ত– কবি আজ উদ্ভ্রান্ত
চড়া দামে কিছু দুঃখ কেনা চাই
অশ্রাব্য, অশ্রাব্য– কবিতার সব পঙতিরা আজ অশ্রাব্য
মৃত্যু চাই, প্রতি মুহুর্তের মৃত্যু নয়
এক মহাকাল মৃত্যু,
প্রজ্বলিত আগ্নেয় গিরি গিলে খেতে পারে এমন মৃত্যু
মৃত্যু চাই, মৃত্যু– রাজপথ পিচ্ছিল করা বিষাক্ত মৃত্যু ।
৮টি মন্তব্য
ছাইরাছ হেলাল
এখানে স্বাগতম আবু জাঈদ , কিন্তু পাগলা জাঈদ কী !
বিক্ষত যন্ত্রণার অবগাহনের সুন্দর প্রকাশ দেখলাম ।
বেশ ভালই ।
পাগলা জাঈদ
সব ব্লগেই আমার নাম পাগলা জাঈদ, ইনফ্যাক্ট এফবি তেও আগে তাই ছিল, পরে পালটে দিলাম, ধন্যবাদ আপনাদের দুজন কে ই 🙂
খসড়া
সুস্বাগতম। এসেই আগুন জ্বালিয়ে দিলেন, মরনের তুর্কি নাচন নাচিয়ে ছাড়লেন ।
পাগলা জাঈদ
আমি এভাবেই লিখি 🙂
জিসান শা ইকরাম
দ্রোহ ভালো লেগেছে খুব —–
পাগলা জাঈদ
ধন্যবাদ
প্রজন্ম ৭১
সুন্দর (y) (y)
পাগলা জাঈদ
এই প্রজন্ম ৭১ আর এফবি এর প্রজন্ম ৭১ কি একই আইডি ?