অমোঘ নির্ধারিত দিনের কাছে জলাঞ্জলি দেই,
কিছু অথবা বিশাল কিছু
দিবারাত্রির মুখরিত কলকাকলি।
সময়ের পেন্ডুলাম থেমে যায়
অ-ঘোষিত জীর্ণতার প্রকোষ্ঠে।
বেজে যায় সময়ের এ্যালার্ম–
কারো পায়ের শব্দ আমি মনপ্রাণ দিয়ে চাইছি।
ঝড়ের কাছে রেখেছি কাতর বিবরন। জেগে রয় তবু পাথরকুচি মন।
দিনরাত্তির বাস্তবতা…..
নেই নেই নেই…..
তবু আছে
আছে কিছু স্মৃতীময় অনুভবের দেয়ালিকায়।
২৫টি মন্তব্য
অনন্য অর্ণব
বাহ মনের কথাগুলো চিত্রায়ন করলেন… ভালো লাগা নিরন্তর 💓
বন্যা লিপি
অসীম ধন্যবাদ জানবেন।
শুভ কামনা।
ছাইরাছ হেলাল
জীর্ণতার প্রকোষ্ঠে স্মৃতিময় অনুভব তাও যদি হয় দেয়ালিকায়!
হোক তবে তা এমন অনুভবে-ই।
বন্যা লিপি
অনুভবের দেয়ালিকায়।
মন্তব্যে অনুপ্রানিত। শুভ কামনা।
মোঃ মজিবর রহমান
অমোঘ নির্ধারিত দিনের কাছে জলাঞ্জলি দেই,
আছে কিছু স্মৃতীময় অনুভবের দেয়ালিকায়।
সৃতি তো অনুভবেই অনুভুতিতে জাগান দেই, না চাইলেও মনের গহীনের সৃতি বমির ন্যায় উজাড় করে!
বন্যা লিপি
ঠিকই তো, নির্ধারিত দিনক্ষন অমোঘ নিয়তি ধারন করে যে!! দিনগুলো নিয়তির কাছেই হেরে গিয়ে স্মৃতীর দেয়াল হয়ে যায়।
শুভ কামনা।
মোঃ মজিবর রহমান
শুভেচ্ছা নিরন্তর
এস.জেড বাবু
কারো পায়ের শব্দ আমি মনপ্রাণ দিয়ে চাইছি।
ঝড়ের কাছে রেখেছি কাতর বিবরন।
জেগে রয় তবু পাথরকুচি মন।
মুগ্ধতায় ভরা
বন্যা লিপি
……জেগে রয় পাথরকুচি মন”
আন্তরিক শুভেচ্ছা জানবেন।
শুভ কামনা।
হালিম নজরুল
“কারো পায়ের শব্দ আমি মনপ্রাণ দিয়ে চাইছি”
—————–ভাল লাগলো।
বন্যা লিপি
অজস্র ধন্যবাদান্তে শুভেচ্ছা শুভ কামনা জানবেন।
জিসান শা ইকরাম
স্মৃতিময় অনুভব দেয়ালিকাতেই ভালো,
কবিতা ভাল লেগেছে।
শুভ কামনা।
বন্যা লিপি
হুম, একদম। কৃতজ্ঞতা সহ শুভ কামনা।
শাহরিন
আপু ৪/৫ বার পড়লাম। শব্দ গুলো খুবই সুন্দর করে সাজিয়েছেন।
বন্যা লিপি
আপনি বড্ড মনোযোগী পাঠক একজন। খুবই ভালো লাগে যখন বলেন,’৪/৫বার পড়লাম’ লেখার গভীরে প্রবেশ করেন আপনি। এমন পাঠকের জন্যই লেখক নিজেকে টেনে হিঁচড়ে আরো নিজেকে উঁচুমানের দিকে ধাবিত করার চেষ্টায় অনুপ্রেরনা পায়।আন্তরিক ভালবাসা আপনার জন্য❤❤
আরজু মুক্তা
অনুভবের দেয়ালিকা। চমৎকার কবিতা। সাথে সামনে পাবো নিশ্চয়।
বন্যা লিপি
আমার লেখাগুলো একটু অন্যরকম, এক একজন একেকরকম ভাবে পড়েন, বোঝেন,মন্তব্য করেন। আমার মজাই লাগে। আপনার প্রতি কৃতজ্ঞতা ভালবাসা।
শামীম চৌধুরী
মনের সব কথাগুলি প্রকাশ পেল।
বন্যা লিপি
তাই কি??মন্তব্যে ধন্যবাদ।
সাবিনা ইয়াসমিন
স্মৃতি গুলো নেড়েচেড়ে দেখার জন্যে দেয়ালিকায় টাঙিয়ে রাখা যেতে পারে। ইচ্ছে হলেই দেখা যাবে দেয়াল পঞ্জিকার মতো। ইচ্ছে হলে পাতাটা উলটে দেয়া যাবে, আবার ধুলো মুছে নতুন করে ফেলা যাবে।
ভিষন ভালো লাগা রইলো ❤❤
বন্যা লিপি
তোমার মন্তব্যে প্রেরনা পাই। তোমার পড়ার নেশা তোমাকে আরো উন্নত করুক।
ভালোবাসা জেনো❤❤❤❤
তৌহিদ
বিষয়টি কিন্তু মজার!! দেয়ালের ক্যালেন্ডারে দাগ কেটে রাখলাম দিনটি স্মরণীয় করার জন্য। হয়তো কাউকে পাবার বাসনায় কিংবা আনচান করে ওঠা মনের স্মৃতির কোণে কিছু ভালবাসাবাসির দোল খাওয়া কথামালার ঝাঁপিতে বিচরণ করে ওঠা।
ভালো লিখেছেন আপু।
বন্যা লিপি
ব্যাপারটা অন্যরকমও ভাবা যায়।
শুধুই কিছু দেয়ালিকা দাঁড়িয়ে থাকে অনুভবের স্মৃতী নিয়ে। ব্যাস্,
শুভেচ্ছা জানবেন।
শুভ কামনা।
শিরিন হক
তুমি ভালো থেকো মিতা। তোমার লেখায় মন্তব্যের প্রোয়োজন হয়না।তুমি আস্তো একটা পাণ্ডুলিপি।
বন্যা লিপি
আমি পান্ডুলিপি নই….. আমি শীলালিপি।
বললেই হলো? আমার লেখায় মন্তব্যের প্রয়োজন নেই? অবশ্যই প্রয়োজন আছে। নইলে বুঝবো কেমন করে, লেখা কার কাছে কেমন লাগলো?
তোমায় ভালবাসা মিতা❤❤💮💐🌸