দেয়ালিকা//

বন্যা লিপি ২৭ অক্টোবর ২০১৯, রবিবার, ০৩:৩৩:৫১অপরাহ্ন কবিতা ২৫ মন্তব্য

অমোঘ নির্ধারিত দিনের কাছে জলাঞ্জলি দেই,
কিছু অথবা বিশাল কিছু
দিবারাত্রির মুখরিত কলকাকলি।

সময়ের পেন্ডুলাম থেমে যায়
অ-ঘোষিত জীর্ণতার প্রকোষ্ঠে।
বেজে যায় সময়ের এ্যালার্ম–
কারো পায়ের শব্দ আমি মনপ্রাণ দিয়ে চাইছি।
ঝড়ের কাছে রেখেছি কাতর বিবরন। জেগে রয় তবু পাথরকুচি মন।

দিনরাত্তির বাস্তবতা…..
নেই নেই নেই…..
তবু আছে
আছে কিছু স্মৃতীময় অনুভবের দেয়ালিকায়।

৭৮৮জন ৬৫৯জন
0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ