
দেশ তুমি কাকে চাও-
একজন দেশপ্রেমিককে না একজন মীর জাফরকে?
দেশ তুমি কাকে চাও-
একজন বন্ধুকে না একজন শত্রুকে?
দেশ তুমি কাকে চাও-
একজন মানুষকে না একজন অমানুষকে?
দেশ তুমি কাকে চাও-
একজন ছাত্রকে না একজন গুন্ডাকে?
দেশ তুমি কাকে চাও-
একজন কসাইকে না একজন প্রাণদাতাকে?
দেশ তুমি কাকে চাও-
একজন পথিককে না একজন ছিনতাইকারীকে?
দেশ তুমি কাকে চাও-
একজন ধার্মিককে না একজন বক-ধার্মিককে?
দেশ তুমি কাকে চাও-
একজন প্রেমিককে না একজন আসামিকে?
দেশ তুমি কাকে চাও-
একজন ধনীকে না একজন গরিবকে?
দেশ তুমি কাকে চাও-
একজন প্রিয়জনকে না একজন অপ্রিয়জনকে?
দেশ তুমি কাকে চাও-
একজন পবিত্র শিশুকে না একজন কিশোর অপরাধীকে?
দেশ তুমি কাকে চাও-
একজন ফুলধারীকে না একজন বন্দুকধারীকে?
১৬টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
দেশ এখন তোমাকে চায় (আপনাকে)
যে পারে নিরন্তর লিখতে
মানুষকে পারে জানতে
দেশকে ভালবাসতে !
শুভ কামনা !
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা সুন্দর মন্তব্যের জন্য।
সুরাইয়া পারভীন
বলা মুসকিল আসলে দেশ কাকে চায়।
চমৎকার উপস্থাপন
সুপর্ণা ফাল্গুনী
হুম। ধন্যবাদ আপু । শুভ কামনা রইলো
ছাইরাছ হেলাল
দেশ যে কাকে চায় আর কাকে চায় না, এটি কুটি টাকার প্রশ্ন।
উত্তর জানা নেই।
সুপর্ণা ফাল্গুনী
উত্তর টা কে জানে? শুভ কামনা। ভালো থাকুন অবিরাম।
মনির হোসেন মমি
এ প্রশ্নের উত্তর জানা নেই যা হচ্ছে তা সত্যিই অকল্পনীয় সূখী সম্মৃদ্ধ একটি দেশের অন্তরায়। চমৎকার কবিতা।
সুপর্ণা ফাল্গুনী
হুম ঠিক বলেছেন ভাইয়া। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই
তৌহিদ
দেশ চায় একজন সুযোগ্য সন্তান। আর আমরা নিজেদের কর্মেই নিজেরা সে যোগ্যতা হারাচ্ছি।
সুপর্ণা ফাল্গুনী
একদম ঠিক কথা বলেছেন। ধন্যবাদ মন্তব্যের জন্য
প্রদীপ চক্রবর্তী
দেশ একজন দেশপ্রেমিক কে চায়।
যার নেতৃত্বে দেশ পরিচালিত হবে।
অতএব দেশ সর্বদা যোগ্য ব্যক্তিকে চায়।
.
ভালো লেখনী দিদি।
সুপর্ণা ফাল্গুনী
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ দাদা
জিসান শা ইকরাম
উত্তর আমরা সবাই জানি, তব বাস্তবে যত খারাপ মানুষ আছে তাদের মুল্যায়ন করা হয় বেশি।
ভাল লিখেছ ছোটদি।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা ভাই। ভালো থাকুন
রুমন আশরাফ
বাহ! ভাল লিখেছেন সুপর্ণা দিদি। নতুন বছরের শুভেচ্ছা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
শুভ নববর্ষ। ধন্যবাদ