
তোমায় জানান দিচ্ছে আজ,
ঝিরিঝিরি বাতাসে হাসনাহেনার কাঁপনে।
গাছ, লতা, পাতা, ও ফুল,
অস্তমিত লাল টুকটুকে সূর্যের অবগাহনে।
জানান দিচ্ছে মেঘের পরে মেঘ,
ঢেউ খেলানো স্বচ্ছ জল।
কলমের আঁচড়ে পাতায় পাতায়,
বন্ধন ও বিচরণ ছিল শতদল ।
না চাইতেই বিচরণ হলো শেষ,
না চাইতেই সবার থেকে হলে নিরুদ্দেশ।
অদৃশ্য হলেও দৃশ্যমান সবই নিরবধি।
প্রতিটি পার্বণেই খুঁজে পাই তোমার উপস্থিতি।
তুমি চলে গিয়ে এখন আমার ভাবনার নীল প্রজাপতি,
আমি হয়ে পড়েছিলাম নিরুপায়,
সকল দ্বিধা ঝেড়ে ফেলে দিয়ে তোমার প্রতিক্ষায়।
তোমার ভাবনা গুলো খারাপ লাগলেও নিতান্তই আপন,
শুন্য হাত নিয়ে করতে হয় চির প্রত্যাবর্তন।।
উৎসর্গ ঃ—– প্রিয় আরজু মুক্তা আপু।
বিনম্র শ্রদ্ধাঞ্জলী ।
১৯টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
বিনম্র শ্রদ্ধা ও তাঁর আত্বার শান্তি কামনা করি আল্লাহ পাকের দরবারে।
উর্বশী
মোঃ মজিবর রহমান ভাইয়া,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
তিনি যেন জান্নাতু ফেরদৌসের অধিকারী হন৷ –+ আমীন।
ভাল ও সুস্থ থাকুন শুভ কামনা রইলো।
আলমগীর সরকার লিটন
অনেক শ্রদ্ধা জানাই
উর্বশী
আলমগীর সরকার লিটন ভাই,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
মহান আল্লাহ পাক তাকে যেন জান্নাত বাসি করেন— আমীন।
ভাল ও সুস্থ থাকুন শুভ কামনা রইলো।
মনির হোসেন মমি
সুন্দর লিখেছেন।তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
উর্বশী
মনির হোসেন মমি ভাই,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
মহান আল্লাহ পাক তাকে যেন জান্নাত বাসি করেন— আমীন।ভাল ও সুস্থ থাকুন শুভ কামনা সব সময়।
বোরহানুল ইসলাম লিটন
প্রকৃতি জীবন কখনো হারায় না।
ক্ষণে ক্ষণে সাড়া দেয় অস্ফুট অনুভবে
কিংবা স্মৃতির চঞ্চলা আস্তরণে।
আন্তরিক শুভ কামনা জানবেন সতত।
উর্বশী
বোরহানুল ইসলাম লিটন ভাই,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আপনার সাথে সহমত পোষণ করছি। ভাল থাকুন শুভ কামনা সব সময়।
রোকসানা খন্দকার রুকু
তার উপস্হিতি আসলেই শেষ হয় না। আল্লাহ তার মঙ্গল করুন এই দোয়া করি।।।
উর্বশী
রোকসানা খন্দকার রুকু আপু,
আন্তরিক ধন্যবাদ সহ ভালোবাসা।
তার শূন্যতা রয়েই যাবে।যার যার ধর্মীয় প্রার্থনায় তার জন্য দোয়া করা ছাড়া আর তাকে স্মরণ করা ছাড়া আর কি ই বা আছে বলুন?
ভাল থাকুন অফুরান শুভ কামনা সব সময়।
সুপর্ণা ফাল্গুনী
তার উপস্থিতি প্রতিনিয়ত টের পাচ্ছি,ঘোর কাটছে না কিছুতেই। বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা রইল তার প্রতি। আপনি ও ভালো থাকুন সুস্থ থাকুন
উর্বশী
সুপর্না ফাল্গুনী আপু,
আন্তরিক ধন্যবাদ সহ ভালোবাসা রইলো।
আপনার সাথে একমত পোষণ করছি। মহান আল্লাহ পাক তাকে যেন জান্নাত বাসি করেন — আমীন।
সুস্থ ও ভাল থাকুন শুভ কামনা সব সময়।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
সৃষ্টিশীল মানুষ তাঁর কর্মেই বেঁচে থাকেন। তেমনি আরজু আপাও আমাদের হৃদয়ে আর স্মৃতিতে চিরজাগরূক থাকবেন। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি মহান আল্লাহ্র দরবারে।
উর্বশী
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী ভাইয়া,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
আপনার সাথে একমত পোষণ করছি। মহান আল্লাহ পাক তাকে যেন জান্নাত বাসি করেন— আমীন।
ভাল ও সুস্থ থাকুন শুভ কামনা সব সময়।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপু, আপনিও সুস্থ আর ভালো থাকবেন।
হালিমা আক্তার
চমৎকার লিখেছেন। আরজু আপার রুহের মাগফিরাত কামনা করছি।
উর্বশী
হালিমা আক্তার আপা,
আন্তরিক ধন্যবাদ সহ ভালোবাসা রইলো।
মহান আল্লাহ পাক যেন তাকে জান্নাত বাসি করেন— আমীন
ভাল ও সুস্থ থাকুন শুভ কামনা সব সময়
সাবিনা ইয়াসমিন
শূন্য হাতেই সবাইকে প্রত্যাবর্তন করতে হয়। কেউ সাথে যায়না, কিছুই নিয়ে যাওয়া যায় না।
আরজু মুক্তার বিদেহী আত্মার শান্তি প্রার্থনা করি।
শুভ কামনা আপনাকে 🌹🌹
উর্বশী
সাবিনা ইয়াসমিন আপু,
আন্তরিক ধন্যবাদ সহ ভালোবাসা রইলো।
আপনার সাথে সহমত পোষণ করছি। মহান আল্লাহ পাক যেন আপুকে জান্নাত বাসি করেন —– আমীন.
ভাল ও সুস্থ থাকুন শুভ কামনা সব সময়।