দূরবীনে রাখা চোখ গুলোই শুধু দূর আকাশের সব কিছু দেখতে পারে না , খালি ও খোলা চোখেও পৃথিবীর অনেক কিছু দেখা যায়।
দেখার জন্য থাকা চাই দূরদর্শিতাপূর্ণ চোখ ,অদম্য মনোবল ।
রঙ্গিন চোখ আর রং করা চশমা দিয়ে দেখলে কিছুই দেখা সম্ভব নয় । রং করা কাঁচটা জীবন রাঙ্গাতে পারে না ।
একজন প্রেমিক তার রঙ্গিন চোখ দিয়েও গোটা পৃথিবী দেখতে পারে , কল্পনাতে সাজিয়ে নিতে পারে সাম্রাজ্য ।
আবার অনেক চোখ রাতের আকাশের তারা দেখতে দেখতে তারাদের নামকরণ করে দিতে পারে ।
অপর দিকে অনেক চোখ আছে নিদ্দিষ্ট কিছু লক্ষ্যের দিকে তাকিয়ে ,অনেকটা দূরবীনে চোখ রাখার মত ।
আমরা সবাই আজ দূরবীনে চোখ রেখে পথ চলছি । সবার লক্ষ একটাই নিজে কি ভাবে ভালো থাকা যায়। এক দিকে দীর্ঘ সময় তাকিয়ে থাকার ফলে অনেকটা চালসের রোগীর মত হয়ে গেছি ।
সমাজের কোন কিছু আর চোখে পরে না ,অন্ধ হয়ে গেছি চোখ থাকতেই । এই ভাবে কোনদিন ভালো থাকা সম্ভব নয় ।আসে পাশে ভালো না থাকলে নিজের একা ভালো থাকার কোন মূল্য থাকে না ।
২৪টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
আসলেই তাই একা ভাল থাকা ভাল থাকা নই সবাই মিলে ভাল থাকলেই ভাল থাকা। সুনিপুন লিখা।
নিরব সাগর
একাকি অন্তত মানুষ ভাল থাকতে পারে না।
মোঃ মজিবর রহমান
সত্য ইহা সত্য
নিরব সাগর
হ্যাঁ প্রিয়
ফয়জুল মহী
দুরবীনে জীবনের ভুলভ্রান্তি খোজে দেখা দরকার । তারপর শুধরে নিবো।
নিরব সাগর
আমরা শুধু ভাল থাকার পথ খুঁজে দেখি
সুপর্ণা ফাল্গুনী
মানুষ সামাজিক জীব সে কখনো একা ভালো থাকতে পারেনা। খুব ভালো লিখেছেন ভাইয়া। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরত
নিরব সাগর
মানুষ খুব সহজে সেটা ভুলে যেতে চায় প্রিয়
রেজওয়ানা কবির
খুব ভালো লিখেছেন ভাইয়া।
নিরব সাগর
চেষ্টা করেছি মাত্র প্রিয়।
মুহাম্মাদ মাসুদ
একজন প্রেমিক তার রঙ্গিন চোখ দিয়েও গোটা পৃথিবী দেখতে পারে , কল্পনাতে সাজিয়ে নিতে পারে সাম্রাজ্য ।
আপনার লেখা প্রথম পড়লাম.. বেশ ভালো লাগলো।
নিরব সাগর
আপনার ভালো লেগেছে শুনে খুব ভালো লাগলো প্রিয়।
খাদিজাতুল কুবরা
আমরা সবাই আজ দূরবীনে চোখ রেখে পথ চলছি । সবার লক্ষ একটাই নিজে কি ভাবে ভালো থাকা যায়। এক দিকে দীর্ঘ সময় তাকিয়ে থাকার ফলে অনেকটা চালসের রোগীর মত হয়ে গেছি ।
লাইন দ্বয় লেখাটিতে প্রাণ দিয়েছে।
কথাগুলো ও ভীষণ সত্যি।
ভালো লাগলো।
নিরব সাগর
এতো সুন্দর ভাবে মতামত প্রকাশ করার জন্য কৃতজ্ঞ প্রিয়
নিতাই বাবু
একদম মনের কথাগুলো আপনার লেখার মাঝে পেয়ে গেলাম।
শুভকামনা থাকলো দাদা।
নিরব সাগর
ধন্যবাদ প্রিয় দাদা
আলমগীর সরকার লিটন
বাহ খুব সত্যইকথা বলেছেন কবি দা
নিরব সাগর
অনুপ্রানিত হলাম প্রিয় কবি দা
আরজু মুক্তা
ঠিকই বলছেন। সবাইকে নিয়েই ভালো থাকতে হয়।
চমৎকার কবিতা
নিরব সাগর
সবাই ভাল থাকলেই তবে পূর্ণ ভালো থাকা বুঝায়। তা ছাড়া ক্ষত নিয়ে বেঁচে থাকা।
শামীম চৌধুরী
এই দূরবীন হলো আমার জীবনের একটি অংশ। চোখ না রাখলে তো পক্ষীই দেখিনা। দারুন কবিতাটি।
নিরব সাগর
ধন্যবাদ প্রিয়জন
রোকসানা খন্দকার রুকু।
স্বল্প পরিসরে অভিব্যক্তি সুন্দর।
শুভ কামনা।
নিরব সাগর
শুভ কামনা আপনার জন্যেও