দূরবীনে রাখা চোখ

নিরব সাগর ১৯ আগস্ট ২০২০, বুধবার, ০৮:৪৩:৫৯অপরাহ্ন একান্ত অনুভূতি ২৪ মন্তব্য

দূরবীনে রাখা চোখ গুলোই শুধু দূর আকাশের সব কিছু দেখতে পারে না , খালি ও খোলা চোখেও পৃথিবীর অনেক কিছু দেখা যায়।

দেখার জন্য থাকা চাই দূরদর্শিতাপূর্ণ  চোখ ,অদম্য মনোবল ।

রঙ্গিন চোখ আর রং করা চশমা দিয়ে দেখলে কিছুই দেখা সম্ভব নয় । রং করা কাঁচটা জীবন রাঙ্গাতে পারে না ।

একজন প্রেমিক তার রঙ্গিন চোখ দিয়েও গোটা পৃথিবী দেখতে পারে , কল্পনাতে সাজিয়ে নিতে পারে সাম্রাজ্য ।

আবার অনেক চোখ রাতের আকাশের তারা দেখতে দেখতে তারাদের নামকরণ করে দিতে পারে ।

অপর দিকে অনেক চোখ আছে নিদ্দিষ্ট কিছু লক্ষ্যের দিকে তাকিয়ে ,অনেকটা দূরবীনে চোখ রাখার মত ।

আমরা সবাই আজ দূরবীনে চোখ রেখে পথ চলছি । সবার লক্ষ একটাই নিজে কি ভাবে ভালো থাকা যায়। এক দিকে দীর্ঘ সময় তাকিয়ে থাকার ফলে অনেকটা চালসের রোগীর মত হয়ে গেছি ।

সমাজের কোন কিছু আর চোখে পরে না ,অন্ধ হয়ে গেছি চোখ থাকতেই । এই ভাবে কোনদিন ভালো থাকা সম্ভব নয় ।আসে পাশে ভালো না থাকলে নিজের একা ভালো থাকার কোন মূল্য থাকে না ।

১জন ১জন
0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ