দূরত্বের সর্বস্বতা

ছাইরাছ হেলাল ৬ আগস্ট ২০১৬, শনিবার, ০৯:৫৫:৩২পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৪৪ মন্তব্য

দূরত্বই শুধু জানে কতটা কাছে বা দূরে
দুজন দুজনে,
দূরত্বের সকালে কিংবা রাতে।
রাখালের দূরত্ব সকাল থেকে সন্ধ্যা অব্দি থাকে,
জীবনের দূরত্ব মৃত্যুর কাছে জমা থাকে;
দূরত্ব মেপে ঈশ্বর ছোঁয়া যায় না
দূরত্বই জানে দূরের ঠায়-ঠিকানা।
আমি ও আমার সীমান্ত রেখার হিসাব
ঝুলে আছে দূরত্বের মাঝে,
আলো হয়ে ওঠা চোখের পলক
তুষার রাত্রির ঐ প্রান্তে বরফ হয়ে নিভে গেলে
দূরত্বের সর্বস্বতা দিয়েই দূরত্ব দূরত্ব দূরত্ব খেলে।

৫৬২জন ৫৬২জন

৪৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ