দুঃখ জাগে

স্বপ্ন নীলা ১০ ফেব্রুয়ারি ২০১৭, শুক্রবার, ১১:৫৯:১০পূর্বাহ্ন বিবিধ ২৪ মন্তব্য

হঠাৎ কেন চলে গেলি
নীল কষ্ট বাড়িয়ে বুকে
ছন্নছাড়া উদাস দুপুর
দুঃখ বাড়ে মনের কোনে।

হঠাৎ তোর চলে যাওয়া
কান্না ঝড়ে চোখের পাতায়
ঝড়ো হাওয়া বইছে মনে
এলোমেলো জীবন আমার।

হঠাৎ তোর হারিয়ে যাওয়া
আধারগুলো হয়যে শেকল
হুতোম পেঁচার পাখির ডাকে
রাত গড়িয়ে হয় না সকাল।

হঠাৎ কেন চলে গেলি
জীবন খাতা শুন্য করে
ক্লান্ত বিকেল সন্ধ্যা হাওয়ায়
দুঃখ ভাসে চোখের তারায়।

লায়লা, ২৯ জানুয়ারী,২০১৭

৫২৪জন ৫২৩জন
0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ