হঠাৎ কেন চলে গেলি
নীল কষ্ট বাড়িয়ে বুকে
ছন্নছাড়া উদাস দুপুর
দুঃখ বাড়ে মনের কোনে।
হঠাৎ তোর চলে যাওয়া
কান্না ঝড়ে চোখের পাতায়
ঝড়ো হাওয়া বইছে মনে
এলোমেলো জীবন আমার।
হঠাৎ তোর হারিয়ে যাওয়া
আধারগুলো হয়যে শেকল
হুতোম পেঁচার পাখির ডাকে
রাত গড়িয়ে হয় না সকাল।
হঠাৎ কেন চলে গেলি
জীবন খাতা শুন্য করে
ক্লান্ত বিকেল সন্ধ্যা হাওয়ায়
দুঃখ ভাসে চোখের তারায়।
লায়লা, ২৯ জানুয়ারী,২০১৭
২৪টি মন্তব্য
নিহারীকা জান্নাত
কেন তারা হারায়? হঠাৎ হারানোয় কষ্ট অনেক।
স্বপ্ন নীলা
তারারা কখনো কখনো হারিয়ে যায় আপুমনি, তখন মনে খুবই কষ্ট লাগে — যে কষ্ট কখনোই পূরণ হবার নয়
শুভকামনা রইল
ইঞ্জা
আসলেই হারানোর কষ্ট অনেক, খুব ভালো লাগলো লেখাটা।
স্বপ্ন নীলা
কবিতাটি ভাল লাগার জন্য আন্তরিক ধন্যবাদ, শুভকামনা নিরন্তর
ইঞ্জা
(y)
আবু খায়ের আনিছ
টাইপিং মিসটেক মনে হয়, ঝড়ো, সন্ধ্যা
ব্যর্থ প্রেমিক মনের জন্য গোধূলীলগনটা একটু বেশিই বিমূঢ়। বেশ ভালো লাগল কবিতা।
স্বপ্ন নীলা
জী ভাই, টাইপিং মিসটেক ছিল, আমি ঠিক করে দিয়েছি, অনেক ধন্যবাদ মন হতে —
কবিতাটি পছন্দ হয়েছে জেনে অনেক ভাল লাগলো —
ভাল থাকুন নিরন্তর
ছাইরাছ হেলাল
হারানোর দুঃখবোধকে সুন্দর করে উপস্থাপন করেছেন,
ভাল লাগল,
স্বপ্ন নীলা
আপনার মন্তব্য আমাকে আরো অনেক বেশি উৎসাহিত করলো হেলাল ভাই, শুভকামনা নিরন্তর
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
পেয়ে হারানোর বেদনা নিজে ছাড়া অন্য কেহ বুঝে না।অনেক দিন পরে এলেন কেমন ছিলেন আপনি কেমন আছেন এখন? -{@
স্বপ্ন নীলা
সত্যি কথা বলতে আমার মন ভাল ছিল না, তাই লেখার উপর এর প্রভাব পরেছিল —তবে আপনাদের টানে আবার আসলাম সোনেলার আসরে — শুভকামনা রইল ভাই
শুন্য শুন্যালয়
কষ্ট টা বেশ ফুঁটেছে। অনেকদিন পর লিখলেন আপু একই সৌন্দর্যে।
স্বপ্ন নীলা
হুমম অনেক দিন পরে লিখলাম, ভেবেছিলাম আর লিখবো না, মাঝে কেন যেন মনটাই লেখার প্রতি বিষময় হয়ে উঠেছিল- হয়তো মনটা ভাল ছিল না বলেই — তবে আপনারা আমার মনে ছিলেন, আপনাদের টানেই আবার ফিরে আসা — আপু অনেক অনেক শুভকামনা রইল
জিসান শা ইকরাম
হঠাৎ চলে যাবার অত্যন্ত বেদনাদায়ক,
কষ্টকে ভাল ভাবেই ফুটিয়ে তুলেছেন।
শুভ কামনা।
স্বপ্ন নীলা
আপনার মন্তব্য আমাকে দারুনভাবে উৎসাহিত করলো জিসান ভাই — ভাল থাকবেন সব সময়
নীলাঞ্জনা নীলা
বহুদিন পর এলেন চলে যাওয়ার কবিতা নিয়ে।
লেখার বাইরে একটা কথা বলি, সবাই লিখতে পারেনা। ঈশ্বর আপনাকে লেখার জন্য আলাদা করে জ্ঞান দিয়েছেন। কোনো কিছুর বিনিময়েও এই লেখা ছাড়বেন না।
স্বপ্ন নীলা
হুমম আপু বহুদিন পরে এলাম — আপু আপনার সুন্দর গঠণমূলক মন্তব্য আমাকে ভীষণভাবে উৎসাহিত করেছে — আপু পাশে থাকবেন — শুভকামনা রইল আপু
নীলাঞ্জনা নীলা
বসন্তের শুভেচ্ছা। অনেক ভালো থাকুন।
মৌনতা রিতু
খুব সুন্দর ছন্দে চলে গেলো হঠাৎ হারিয়ে যাওয়া পথিক।
চমৎকার শব্দের গাঁথুনি। আমি খুব চেষ্টা করি ছন্দে সাজাতে কিন্তু পারি না।
নীলা আপুর মতো বলতে চাই, ধরে রাখুন।
শুভকামনা রইলো।
স্বপ্ন নীলা
লেখাটি ভাল লেগেছে জেনে আমার ভীষণ ভাল লাগছে আপু, টুকটাক লেখি-আবার মাঝেমাঝে ছাড়ি — আপনার উৎসাহ আমাকে আবার নতুন করে লিখতে উৎসাহিত করলো — পাশে থাকবেন আপু –মন হতে শুভকামনা রইল
লীলাবতী
অনেকদিন পরে দেখলাম আপনাকে। কেমন আছেন প্রিয় আপু?
স্বপ্ন নীলা
আপা ভাল আছি, আশা করি আপনি ভাল আছেন আপু – অনেক দিন পরে আসলেও সোনেলা ঠিকই আমার মনের কোনে ছিল — ভাল থাকবেন সব সময়
চাটিগাঁ থেকে বাহার
হারানোর ব্যথা মনের গহীনে উথলে উঠে বারংবার। তখন কেবলই মনে হয় ছোট ছোট খুনসুটি না করলেই বোধয় ভাল হত।
স্বপ্ন নীলা
এত সুন্দর করে মন্তব্য করেছেন যে আমি মুগ্ধ হয়ে গেলাম — হুমম আমরা কত ছোট ছোট বিষয় নিয়ে খুনসুটি করি আর ব্যাথা পাই মনে —
শুভকামনা রইল নিরন্তর