দীর্ঘ বিরতির পর ব্লগিং

চাটিগাঁ থেকে বাহার ২৯ সেপ্টেম্বর ২০১৯, রবিবার, ০৮:১১:০৪অপরাহ্ন অন্যান্য ২০ মন্তব্য

এই ব্লগে আমার শেষ লেখা পোস্ট করেছিলাম ২৩ আগষ্ট ২০১৭ইং। দুই বছর ১ মাস আগে। এতোদিন খুব ব্যস্ত থাকায় ব্লগে আসা হয়ে উঠেনি। বলতে গেলে এতোদিন কোন লেখালেখিই হয়নি।

২৫ আগস্ট ২০১৭ সালে মায়ানমার থেকে বাস্তুহারা হয়ে রোহি্ঙ্গারা বাংলাদেশে প্রবেশ করতে থাকে। তাদের মানবেতর জীবনে পাশে দাঁড়াবার উদ্দেশ্যে ৪ সেপটেম্বর আমি বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে একটি অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশ করি।

এরপর নাইক্ষ্যংছড়ির সবকটি ক্যাম্পে ত্রাণসামগ্রী দিয়ে প্রবেশ করি টেকনাফ ও উখিয়ার ক্যাম্প সমূহে। পরবর্তীতে প্রশাসন আমাকে এজ এ স্যোশাল ওয়ার্কার হিসেবে ক্যাম্পে কাজ করার অনুমতি দিলে আমি আর ডানে বামে থাকাবার সময় পাইনি। তাদের সেবা করে গেছি। এখনও করে যাচ্ছি। তাই মাঝে মাঝে ব্লগ ও প্রিয় ব্লগারদের কথা মনে পড়লেও ব্লগে ঢুকা সম্ভব হয়নি। এজন্য দু:খ প্রকাশ করছি। এখন থেকে চেষ্টা করবো মাঝে-সাজে হলেও লগইন করার।

সবার জন্য ভালোবাসা।

৮২৯জন ৬৯৮জন

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ