দাও গো প্রভু!

বোরহানুল ইসলাম লিটন ১ মার্চ ২০২১, সোমবার, ০৬:৫১:৪০পূর্বাহ্ন কবিতা ১৩ মন্তব্য

দাও গো প্রভু চরণ তলে, ঠাঁই!
তুমি আমার প্রাণের স্বামী
তুমিই মালেক সাঁই।
যতই করি ছল চাতুরী
দম্ভে কথায় জারি জুরি
তিন ভুবনে তুমি ছাড়া
আর কেহ মোর নাই।

না যদি পাই তোমার কৃপার দ্বার,
বৃথাই যাবে মানব জনম
সব খোয়ে মান সার।
আমি তোমার দাস গো প্রভু
পারবে কি তা সইতে তবু
জ্ঞান বিনে শেষ অন্ধে হলে
পথের মাঝেই হার!!

ছবি : সোনেলা গ্যালারী থেকে।

৭১৪জন ৫৫২জন
0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ